ভোরবেলা ঘুম থেকে উঠলে কেমন উৎফুল্ল একটা ভাব নিজের মধ্যে খুজে পাওয়া যায়, সেটা যদি সবাই একবার বুঝতো তাহলে হয়তো অমুসলিমরাও ভোরেই ঘুম থেকে উঠে যেতো।
তার উপর আবার ফজরের নামাজ জামাতে
পড়লে বাকি নামাজগুলো পড়ার জন্য একটা শক্তি কিভাবে যেনো কাজ করে নিজের মধ্যে। আমি ঠিক সেটাই অনুভব করছি।
সেই জন্যই হয়তো প্রতিদিন রাতে ঘুমোনোর সময় ঠিক করেই ঘুমাই যে সকালে আমার উঠতেই হবে।
অন্যদিনের মতো আজকেও আমার সৌভাগ্য হয় ভোরে ঘুম থেকে ওঠার।
নামাজ পড়ে এসে আবার ঘুম। ঘুম থেকে উঠে মাঠ।
তারপর দুপুরে মাঠ থেকে এসে নামাজ পড়ে খাওয়া শেষ করে ঘুমোনোর বৃথা চেষ্টা।
তারপর বিকেলে নামাজ পড়ে আবার মাঠ।
মাঠে গিয়ে সব বন্ধু আড্ডা দিলাম।
বন্ধুরা খেলা শুরু করে দিলো। তখন আমি আর আমার ছোটবেলার বন্ধু নাহিদ ঠিক করি বাইক নিয়ে ঘুরতে যাবো।
চলে গেলাম ঘুরতে ।
তারপর সেখানে যাওয়ার পর একবড় ভাই কল দিয়ে জানালো উনি ত্রাণ বিতরণ করবে মাগরিব নামাজের পর।
উনি চাচ্ছিল আমিও যাতে ওনার সঙ্গে থাকি। তাই সেখানে যাবো ভাবতেই বৃষ্টি শুরু হলো। তাই আর যাওয়া হয় না। একটা জায়গায় আটকে গেলাম।
সেখানেই সন্ধা হয়ে গেলো ।
তখন আমরা নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাই।
তারপর নামাজ শেষ করে আমি আর নাহিদ আমাদের এলাকার রেলস্টেশনের দিকে হাঁঁটতে চলে যাই। সেখানে গিয়ে আড্ডা দেই। এশার নামাজের সময় হতেই আবার বৃষ্টি শুরু হয়ে যায়।
তখন আচমকাই অন্যসব বন্ধুরা ভিজতে ভিজতে স্টেশনে উপস্থিত হয়।
তখন সবাই মিলে আড্ডা দেই সেখানে বসেই।
তারপর বৃষ্টি কমলে নামাজের উদ্দেশ্যে চলে যাই।
সেখানে নামাজ শেষ করে একবড় ভাইয়ের সঙ্গে দেখা।
তার সঙ্গে কিছুক্ষণ কথা বলি।
তারপর বাড়ি আসার সময় আরেক ছোটভাইয়ের সঙ্গে দেখা।
তারপর ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাড়ি চলে আসি।
তারপর বাড়ি এসে হঠাৎ মনে পড়লো আমার ২০১৭ সালের কথা।
যখন আমি নিজেই আমার নিজের ডেইলি ওয়ার্ক হিসেবে ঠিক করেছিলাম রোজ একজন নতুন মানুষের সঙ্গে কথা বলা কিংবা পরিচিত হওয়া।
আজ নতুন কারো সঙ্গেই পরিচয় হয়নি ঠিকি। কিন্তু অনেক মানুষের সঙ্গে দেখা মিলে গেছে।
তারপর বাড়ি এসে রাতের খাওয়া শেষ করে আবার ভাবছি,
"কাল ভোরে উঠতে পারবো তো??"
শুভ রাত্রি সবাইকে 💙
আমিও লক্ষ্য করেছি ফজরের নামাজ পরলে বাকি নামাজ পরার আলাদা একটা চাহিদা আর টান থাকে। সাথে সারা দিনে শরীরের সকল জরতা দূর হয়ে যায়। এটা পরীক্ষিত। তোমার ফটোগ্রাফি অসাধারণ। তুমি লাইনে আসলে আমাকে ইনবক্ষে নক দিবা একটু কথা আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে ভাই!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
We Love Contests
One Percent For Everyone
Also join LUCKY 10S
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit