The Dairy Game : Day 5 | 15-08-2020

in hive-138339 •  4 years ago 

আত্মহত্যা কেনো কিভাবে এসব নিয়ে ভেবেছিলাম অনেক আগে।
আজ আবার সেই চর্চা শুরু হলো বিশেষ কারণে।
এমন কি আত্মহত্যা নিয়ে আমরা শর্ট ফিল্মও বানিয়েছি।
received_56371399769520401.jpeg

যাইহোক ভোর থেকে শুরু করি।
আজ ঘুম থেকেই উঠেছি অনেক দেরি করে।
তারপর খেয়েই বের হলাম বাহিরে একটা কাজে।
আমাদের গাছ লাগাও কর্মসূচির জন্য গাছ কিনতে।
received_609966129629582.jpeg

তারপর সেখান থেকে আসার পথে আমার চশমাটা যায় ভেঙে।
আমি ২০১৭ সাল থেকে এখন অব্দি মোটামুটি সবসময়ই চশমা পড়ে থাকি।
তাই চশমার কিছু হলে আমি ফাপরে পরে যাই।
যাইহোক তারপর চশমা ঠিক করলাম।
তারপর মামার জন্য পাঞ্জাবি কিনতে বের হলাম।
প্রায় দেড় ঘন্টা খুজেও একটা পাঞ্জাবি পছন্দ হলো না।
তাই মামাকে কোনো কিছু না দিয়েই বিদায় দিতে হলো।
যাইহোক, তারপর দুপুরে ঘুমিয়ে বিকেলে নামাজ পড়ে মাঠে যাবো তখনই বৃষ্টি।
তাই ভাবলাম বাসায় এসে আরেকটা ঘুম দিবো।
তাই মসজিদ থেকে মোটামুটি ভিজেই বাসায় এসে মাথা মুছতে মুছতেই দেখলাম রোদ উঠে গেছে 😴

তারপর মাঠে চলে গেলাম।
ভাবলাম অনেকদিন ফুল পিচে খেলিনা আজকে খেলবো।
খেলা শুরুতে আমরা ব্যাটিং পাইলাম কিন্তু ওপেনিং যে নেমেছে সে একটা ছক্কা মেরে বলটা হারায় ফেললো।
তাই আর খেলা হলো না 😪

তাই উদাস হয়ে শেষবিকেলের আকাশটা দেখলাম।
20200815_17451301.jpeg

কত সুন্দর আকাশ, কতই না তার বিশালতা। আমরা আকাশ, নদী, পাহাড়, সাগর দেখে মুগ্ধ
হই কিন্তু কখনোই তাদের মতো হওয়ার চেষ্টা করি না।
চেষ্টা করে সফল হবো না আমরা জানি।
কিন্তু একবারেই হয়তো বৃথাও যেতো না।

সন্ধার দিকে নামাজ পড়ে বাড়ি ফিরে দেখলাম একটা প্রতিযোগিতার নোটিশ।
আত্মহত্যার প্রতিরোধ নিয়ে একটা ৩ মিনিটের ভিডিও বানিয়ে পাঠাতে হবে।
তখন থেকে আত্মহত্যা নিয়ে ভাবতে শুরু করলাম।
আত্মহত্যা কেনো হয় আর এটা প্রতিরোধ করার উপায় কি সব আমার আগেই ভাবা ছিল।
সেগুলোই আবার চর্চা শুরু করলাম।

আমার মনে হয় মানুষ যেই বয়সেই আত্মহত্যা করুক সেটা সম্পন্ন হয় সম্পূর্ণ আবেগের কারণেই।

অনেকের সেটা ভুল মনে হতে পারে।
যাদের কাছে ভুল মনে হবে তারা দয়াকরে তাদের ধারণাটা জানাবেন।

সম্ভব হলে এটাও জানাবেন, আত্মহত্যা থেকে বিরত থাকার উপায় কি!!

শুভ রাত্রি সবাইকে 💙

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

🤔🤔

ভাই কি ভাবছেন??

গলায় দড়ি দিছে না ফান

দাড়ি দিয়েছিল ভাই। ওইটা একটা শট ছিল!

This ground is really beautiful and its perfect place to playing game . But dont ty to suicide . some time its make mistake and take peoples life. Suicide is not a way , its not a solution . its make more and more problem and make hell others life .

Thanks brother

You are right. Suicide is not the solution, it just illusion of depression.
#onepercent

#bangladesh

greeting from @tarpan