The Dairy Game : Day 9 | 19-08-2020

in hive-138339 •  4 years ago 
            আজকে ভোরে উঠে ফরজ নামাজ জামাতে পড়তে পারছি আলহামদুলিল্লাহ!! 

নামাজ পড়ে এসে কিছুক্ষণ কুরআন তেলওয়াত করে হালকা নাস্তা করে ঘুমিয়ে পড়ি।
তারপর ১০ টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করে গতকালের ফুটবল ম্যাচের হাইলাইটস দেখি।
তারপর লিখতে বসি।
লিখা শেষ করে দিরলিস আরতুগুল সিরিজ দেখি।
ইসলামি এই সিরিজ গুলো আমাদের সবার দেখা খুব প্রয়োজন আমি মনে করি।
বিশেষ করে মুসলিমদের জন্য।

কারণ অনেক ইতিহাস কমবেশি আমরা সবাই জানি।
কিন্তু সেই ইতিহাসগুলো খুব মানুষই কল্পনা করে থাকে।
তবে যারা কল্পনা করেনি কিংবা করতে পারেনি তারা যদি এই সিরিজগুলো দেখে তাহলে তারা বুঝবে কি ঘটেছিল আর কিভাবে ঘটছিল।
নিজেদের মধ্যে ধর্মচেতনার জন্য হলেও এগুলো দেখা আমাদের দরকার।
কারণ আমরা ইসলাম থেকে আমরা অনেক পিছিয়ে পড়েছি।
যাইহোক তারপর যোহর নামাজ পড়তে চলে গেলাম।
20200819_13512401.jpeg

সকাল থেকে বের হইনি জন্য নামাজ পড়ে রোদের মধ্যে বাজারের মধ্যে হেটে বেড়াই কিছুক্ষণ। খানিক ফটোগ্রাফিও করেছি😴20200819_13511101.jpeg
তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে বিকেলে নামাজ পড়তে যাই।
নামাজ শেষ হলে যাই মাঠে।
আজ আমাদের টিমের খেলা ছিল।
খুব অল্প রানের টার্গেট হলেও ম্যাচ হারার দিকে ছিলাম আমরা শেষের দিকে হঠাৎ দুইজন ব্যাটসম্যানের খেলার জন্য আমরা জিতে যাই আলহামদুলিল্লাহ।
20200819_17354901.jpeg
তারপর মাগরিব নামাজ পড়ে সবাই মিলে আড্ডা দেই, খাওয়া দাওয়া করি।
সবাই চলে গেলে আমি একা কিছুক্ষণ বসে থাকি স্টেশনে। অদ্ভুত কারণে আমার একা থাকতে খুব ভালো লাগে।
আর অনেককিছু ভাবতেও পারি একা থাকলে।
159732748399001.jpeg

তারপর এশার নামাজ পড়ে বাড়ি চলে আসি।
এসেই খাওয়াদাওয়া করে ফেলি।
তারপর একটা গল্প কিছুটা লিখা ছিল সেটা শেষ করি।

তারপর ভাবি, বিয়ে করা দরকার।
কারণ বিয়ে না করলে মেয়েদের কথা মাথায় আসছে আর আমার পাপ বেশি হচ্ছে।
চাইলেই হয়তো বিয়ে করা সম্ভব হতো।
কিন্তু আমরা নিজেরাই আমাদের সমাজব্যবস্থা এমনভাবে সাজিয়ে রাখছি যে চাইলেও এখন বিয়ে সম্ভব না প্রতিষ্ঠিত না হওয়া অব্দি।
আল্লাহ আমাদের সবাইকে সুবুদ্ধি দিক।
আমিন!!

বিয়ে করতে না পারার কারণে যারা প্রেম কিংবা বিভিন্ন হারাম কাজে লিপ্ত হচ্ছে তাদের জন্য আমার আফসোস হয়না।
আফসোস হয় তাদের বাবামায়ের জন্য।

যারা সন্তানের সব ভালো বুঝলেও এই ভালোটা বুঝে উঠতে পারেনি এবং সঙ্গে সন্তানদের পাপের ভাড়ের জন্য নিজেদের কেই দায়ী করে রাখছেন।
আল্লাহ বাবা-মায়েদেরকেও মাফ করুক।
আমিন!!

যাইহোক এখন ভাবছি তাড়াতাড়ি ঘুমোব আবার ভোরে উঠবো ইংশা-আল্লহ।

শুভকামনা সবাইকে।
আবার কথা হবে!
শুভ রাত্রি 💙

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thanks for making such a beautiful post.

2gsjgna1uruvCMJTX7owXd26zXYjZqAJUBTewkwpoEFuRzL1nF22iUyCz7hkKKvPSAJ683uUbmwh4Jb8xRtEqrW6TdjRELNXpztGetdqW2g9PkMD3t.jpeg
This picture has been very beautiful

Thanks

Your photography is awesome. I really like the picture of the last sky

thank you