The Dairy Game: Day 6 | 16-08-2020

in hive-138339 •  4 years ago  (edited)

সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছিলাম আমার সমস্যা আসলে কোথায়, আমাদের সমস্যা আসলে কোথায়??
ভাবতে ভাবতে বুঝলাম, সমস্যা আসলে আমাদের কারোরি নিজেদের বা নিজেকে নিয়ে নাহ।
আমাদের সমস্যাটা হলো মানুষকে নিয়ে।
করোনার শুরু থেকেই আমি বাড়িতে।
আমার ছোটবেলা থেকেই চুল বড় রাখতে ভালো লাগে।
কিন্তু মানুষ এটা নিয়ে এমন উঠে পড়ে লাগে মনে হয় আমি অনেক বড় কোনো অপরাধ করে ফেলছি।
দিনের শুরু থেকে শেষ অব্দি এটাই শুনতে হয় ঘরে বাইরে। received_35529794215061001.jpeg

যাইহোক, তারপর কাজিনকে সিএনজিতে উঠায় দিয়ে মাঠে গেলাম খেলতে।
খেলা শুরু করতেই বৃষ্টি।
সবাই খোলা আকাশের নিচ থেকে চলে গেলো শুধু আমি একাই ভিজতে থাকলাম৷
তারপর বৃষ্টি কমলে খেলা শুরু করলাম।
received_1161898087523687.jpeg
তারপর বাড়ি এসে গোসল করে খাওয়া শেষ করে খানিক বিশ্রাম।
তারপর আমাদের আজ খেলা ছিল একটা শর্টপিচ টুর্নামেন্টের ফাইনাল।

সেখানে যাওয়ার পথে বাইক এক্সিডেন্ট হয়।
আল্লাহর রহমতে কারোর কোনো ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ!!

যাইহোক সেখানে গিয়ে দেখি খেলার আয়োজন শুরু হচ্ছে কেবল।
তারপর আমরা সবাই মিলে আছর নামাজ পড়ে নেই।

তারপর গেস্টরা আসে।
তাদের বক্তব্য শেষ হয়ে খেলা শুরু হয়।

received_637800586941820.jpeg

আমরা সেখানে চ্যাম্পিয়ন হয়ে যাই আলহামদুলিল্লাহ।
তারপর আমরা আমাদের এলাকার মাঠে সদ্য শুরু হওয়া ফুলপিচ টুর্নামেন্টের খেলা দেখার জন্য চলে আসি। received_74691652586993601.jpeg

সবাই খেলা দেখে মাগরিবের নামাজ পড়ে মাঠে আড্ডা দেই।
আমি একদম খোলা আকাশের নিচে ঘাসের উপর শুয়ে পড়ি।
তখন আচমকাই মনে হলো আকাশ এতো সুন্দর কেনো, কেনোই বা এতো বিশাল??

যাইহোক তারপর বন্ধুরা মিলে বাইক নিয়ে ঘুরতে যাই রাতে।
১০ টার আগে আগে ঘুরে চলে আসি।
তখন বাড়িতে ঢুকতেই মনে হলো আজকে আমার স্ক্রিপ্ট লেখায় বাঁশ 😴

যাইহোক, তারপর বিশ্রাম নিয়ে সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে এখন ভাবছি, আমাদের সমস্যা গুলো নিয়ে আসলে কি করা উচিত??

ভেবে দেখলাম আমাদের নিজেদের একটা সমস্যা হলো আমরা মানুষ কি বলে কিংবা কি বলবে এসব ভেবেই নিজেদের রোজকার কাজ কি হবে কিংবা কি হওয়া উচিত তা ঠিক করি।
তাই আমাদের উচিত,
মানুষ কি ভাবলো সেটাই আগে ভাবা বন্ধ করা।
অন্যথায় সমস্যা কমার নয়।

শুভ রাত্রি সবাইকে 💙

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Do you love to play cricket ? and do you play cricket every day?

yes!
I love to play cricket!
That's why i played everyday

Super hero

😎

Thank god you are safe. To me, Bike riding is risky. I don't like this vehicle. By the way what was the score of your cricket match?

#onepercent

#bangladesh

greeting from @tarpan

72 run!!