আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টিমিয়ানবাসী।
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আমি @alifalashikcse আছি আপনাদের পাশে।
কয়দিন পর ঈদ উল ফিতর। আর ঈদ কে সামনে রেখে আমরা সবাই সবচেয়ে বেশি গুরুত্ব দেই পোশাক এর বেলায়।
ঈদ এ নতুন পোশাক না হলেই যেন নয়।
আমরা সবাই চাই ঈদ এ যেন আমাদের কেনা পোশাকটি যেন ভাল কোয়ালিটির হয়।
অনেক সময় আমাদের অজ্ঞতা বা খেয়াল না করার কারণে আমাদের কেনা পোশাকটির গুনগত মান ঠিক থাকে ন। সেটা যদি হয় ঈদ এর পোশাক তাহলে মন টাই ভেঙে যায়।।
তাই আজ আপনাদের সাথে সহজ কিছু বিষয় শেয়ার করছি যেগুলো ফলো করলে আশা করি আপনারা ভাল কোয়ালিটি এবং কম গুনগত মান সম্পন্ন কাপড় আলাদা করতে পারবেন।আমি নিজে ছবি দিয়ে বুঝনোর চেষ্টা করেছি।একটু লক্ষ রাখবেন।
আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃ
১.ধরুন আপনি সুতি কাপড় কিনতে গেছেন।
সেই ক্ষেত্রে নিচের ছবির মত কাপড় এ চাপ দিন
চাপ দেয়ার পর যদি কাপড় কাগজের মত কুচকে যায় আর পূবের অবস্থানে ফিরে না আসে তাহলে বুঝতে হবে কাপড় এ অতিরিক্ত মাড় দেয়া আর এই কাপর ২/৩ বার ধুয়ার পর আর ব্যাবহার করা যাবে না।।
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
২. কাপর এর সেলাইগুলু ভালভাবে টেনে চেক করুন।সাধারনত কমদামি বা লো কোয়ালিটির প্রোডাক্ট এর সেলাইগুলু হালকা হয় আর টান দিলে ফেটে সুতা দেখা যায়।আর ভাল কোয়ালিটির প্রোডাক্ট এর সেলাই মজবুদ হয়।প্রথম ছবিতে দেখুন সেলাই খুলে আসতেছে তার মানে এটা লো কোয়ালিটি আর পরের টা দেখুন টানার পর ও আগের মতই আছে।
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
৩.পোশাক এর বুতাম চেক করবেন।লো কোয়ালিটির প্রোডাক্ট এর বুতাম লো কোয়ালিটির হয়ে থাকে।
আপনারা একটু খেয়াল করলেই সেটার পার্থক্য বুঝতে পারবেন।
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
৪.জিপার দেখেও আপনারা জিনিসের কোয়ালিটি বুঝতে পারবেন।সাধারনত লো কোয়ালিটির প্রোডাক্ট এর জিপার প্লাস্টি এর হয় আবার তা যদি মেটাল এর ও হয় তা হবে চিকন এবং কাপড় এর কালার এর সাথে মিল থকবে না।কাপড় এর কালার হবে এক রকম আর জিপার হবে অন্য কালার। আবার জিপার এর উপর কাপর থাকবে না।আপনারা এই বিষয়টা একটু ভাল করে লক্ষ্য রাখবেন।
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
৫.প্যান্টের ক্ষেত্রে আপনারা পকেটে মোবাইল রাখবেন। দেখবেন যে কমদামি বা লো কোয়ালিটির প্রোডাক্ট এর পকেট ছোট হবে এবং মোবাইল পোরুপুরি ধুকবে না। আর ভাল কোয়ালিটির প্যান্ট এর এই বিষয় টা গুরুত্ব দিয়ে দেখা হয়।।
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
৬. শাট এর বোতাম এর ঘর গুলু খেয়াল করবেন।
ভাল কোয়ালিটির শাট এর বোতাম এর ঘর গুলা হবে পরিপাটি এবং সুতা বের হবে না।কিন্ত লো কোয়ালিটির শাট এর বোতাম এর ঘরগুলু এব্রূ থেব্রু হবে।।
w3w:
https://w3w.co/hopefully.campsites.sporting
৭.আর কাপড় এর লেভেল দেখবেন।৮০/৯০% কটন এর সাথে ১০% পলিস্টার বা নাইলন এর মিক্স থাকলে সেই কাপড় বেশি টেকসই হবে।।
৮. সাধারনত যে কাপড় এর সুতা যত বেশি ঘন করে বোনা হয় তার মান ভাল হয়( সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়)। সুতি কাপড় হলে আপনারা শুধু লাইট এর দিকে ধরে কাপড় এর বুনন চেক করবেন।যদি তা ঘন হয় তাহলে সেটা ভাল হবার সম্ভাবনাই বেশি।
৯.স্টিচ কাপড়ের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন টান দেয়ার পর একটু বড় হয়ে আছে নাকি আগের অবস্থায় ফিরে গেছে।যদি আগের অবস্থায় ফিরে যায় তাহলে বুঝবেন কাপড়টির গুনগত মান ভাল আর একটু বড় হয়ে থাকলে বুঝবেন এটা ব্যাবহারের কিছুদিন পর ঈ এটার সাইজ নষ্ট হয়ে তা আর ব্যাবহারের উপযুক্ত থাকবে না।
জানিনা কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি আপনাদের।তবে চেষ্টা করেছি আপনাদের ভাল কিছু ধারনা দেবার। তাছাড়া আমি স্টিম এ নতুন তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ আপনাদের এত কষ্ট করে আমার ব্লগটি পড়ার জন্য।
cc: steem-bangladesh