This is my Second Entry For The Challenge of My Town In Ten Pics.
My hometown is located in Binodpur, Rajbari.
আজকের যে ছবিগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটা স্থান এবং এই স্থানটির নাম রেলের মাঠ। আমি প্রতিদিন এই স্থানে ঘুরতে যাই বন্ধুদের সাথে এবং এই স্থানে বিভিন্ন ধরনের লোকজন আসে। এই স্থানটিতে সকাল থেকে শুরু হয় খেলাধুলা এবং ক্রিকেট ও ফুটবল খেলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের লোকজন এই স্থানটিতে হাটবার জন্য আসে।
একটি লোক এই স্থান দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তখন আমি তার ছবি তুলি এবং সে প্রতিদিন এই স্থানটিতে সকালে এসে হাঁটাহাঁটি করে।
কিছু লোক জন চেয়ারে বসে আড্ডা দিচ্ছিল এবং তখন আমি তাদের ছবি তুলি। এই স্থানটির পাশে রয়েছে একটি চায়ের দোকান এবং সেই দোকান থেকেই লোকগুলো চেয়ার এনেছে
কয়েকটি ছেলে দাঁড়িয়ে ক্রিকেট খেলার আয়োজন করছিল এবং পরামর্শ করছিল।
এটাই স্থানের সবচাইতে আলোচিত ব্যাপার এবং এটা আমাদের জেলার শহীদ মিনার। একুশে ফেব্রুয়ারীতে এই স্থানটিতে অনেক ভির হয়ে থাকে।
এটা হচ্ছে নিচ থেকে তোলা একটি ছবি এবং খেলাধুলা করবার কারণে জায়গাটি থেকে ঘাস উঠে গেছে এবং কিছু কিছু জায়গায় রয়ে গেছে।
এই স্থানটি থেকে আকাশের খুব সুন্দর সুন্দর ছবি আসে এবং সূর্য যখন গাছের ফাঁক দিয়ে উঁকি মারছিল তখন আমি এই ছবিটি তুললাম।
এই ছবিটির নিচের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন একটি ঈদগাহ এবং এখানে ঈদের দিন অসংখ্য লোকের ভিড় হয়।
একজন ব্যক্তি এই স্থানটিতে গাড়ি চালানো শিখছে এবং তখন আমি এই ছবিটি তুললাম। আসলে জায়গা অনেক বড় এর জন্য এই মাঠটি বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে।
এটা অনেক পুরাতন একটি গাছ এবং এই গাছটার নাম আমি জানিনা । তবে আমি এই স্থানটিতে এই গাছটি ছোটবেলা থেকে দেখে আসছি
একটি কুকুর এই মাঠটিতে বসে ছিল এবং বিকেলের পরে এই মাঠটিতে অসংখ্য কুকুর দেখতে পাওয়া যায়।
All Photos Were Captured in Railway field, Rajbari
Location:
https://w3w.co/stray.irrigate.tasters
Plus code : QJ6V+2W Rajbari
Twitter share link:
https://twitter.com/anikearn7/status/1346522212237340673?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রত্যেকটি ছবি নিছেই লোকেশন দিতে হবে। আর 100 মিটার অন্তরান্তর লোকেশন কোড চেঞ্জ হয়। পরের বার সব ছবিতেই লোকেশন দেওয়ার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit