|| Steem Bangladesh Contest || Sports || by @annesha || 22-06-2021

in hive-138339 •  4 years ago  (edited)

HELLO
MY DEAR STEEM FRIENDS
This is @annesha from bangladesh

আসসালামু আলাইকুম


সবার প্রতি রইল আন্তরিক সুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি আপনরা সকলে ভালো আছেন। আলহামদুল্লিহ আমিও ভালো আছি। আমি আজকে #steem-bangladesh কর্তৃক আয়োজিত sports এ অংশ গ্রহণ করতে যাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক।

আমার খেলার নাম: ক্রিকেট


ক্রিকেট বিশ্বের একটি জন প্রিয় খেলা । এই খেলার জন্ম হয় ইংল্যান্ড এ। প্রথম ক্রিকেট ইংল্যান্ড এর মানুষ তা থেকে উৎপত্তি ঘটে ক্রিকেট খেলার । এখন ধিরে ধিরে এই খেলা বিশ্বের সকলের কাছে অনেক জন প্রিয় হয়ে উঠেছে । যতদুর জানা যায় ক্রিকেট খেলার শুরু হয়ছিল ষোড়শ শতাব্দীর দিকে । মূলতঃ দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে শুরু হলেও অষ্টাদশ শতাব্দীতে এটি ইংল্যঅন্ডে জাতীয় খেলায় পরিণত হয় এবং উনবিংশ শতাব্দীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 1844 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচখেলা শুরু হয় 1877 সালে। ফুটবলের ঠিক পরেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে স্বৃকৃত। এই খেলার বিশ্ব ব্যাপী প্রশাসনের দায়িত্বে আছে এশোর বেশি সদস্যযুক্ত সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদিও এর মধ্যে শুধু সদস্য দেশই বারোটি সদস্য দেশই টেষ্ট ক্রিটেক খেলে।

1.JPG
আমি খেলা দেখার সময় screenshot করে নিছি।

এই খেলায় দুটি দল অংশ গ্রহণ করতে পারে । প্রতি দলে ১১ টি করে খেলোয়াড় থাকে । খেলার নিয়ম অনুসারে মাঠে যেদল প্রথমে ব্যাট করে সে দলের ২ জন খেলোয়াড় মাঠে উপস্থিত থাকবে। আর অপর দলের সকল খেলোয়াড় উপস্থিত থাকবে। খেলার মধ্যে
ক্রিকেট মাঠ:

5.JPG
আমি খেলা দেখার সময় screenshot করে নিছি।

ক্রিকেট মাঠ একটি বিশাল বিশাল বৃত্তাকার অথবা ডিম্বাকার ঘাসবহুল জমিনের উপর নির্মিত হয়। যদিও মাঠেও আকারের বেলায় সুনির্দিষ্ট কোন নিয়ম নেই তবে এটি র ব্যাস সাধারণত ৪৫০ ফুট (১৩৭ মি) থেকে ৫০০ ফুট (১৫০মি) এর মধ্যে হয়ে থাকে । আধিকাংশ মাঠে দরি দিয়ে মাঠের পরিসীমা ঘেরা দেয়া থাকে যা সীমানা নামে পরিচিত।

2.JPG
আমি খেলা দেখার সময় screenshot করে নিছি।

পিচ:

ক্রিকেটে, মাঠটি ২২ গজ উল্লম্ব এবং দুটি উইকেটের মধ্যে 10 ফুট প্রশস্ত দ্বারা তৈরি। এটি সমতল এবং প্রাকৃতিকভাবে খুব কম ঘাস থাকে।

বিশ্বের কিছু জায়গায়, কৃত্রিম পিচগুলি কখনও কখনও অপেশাদার ম্যাচে ব্যবহৃত হয়। যা কংক্রিট, চ্যাফ ম্যাটস, কৃত্রিম টারফ, মাঝে মাঝে ছল ম্যাটগুলির স্ল্যাবে আলগা মাটি দ্বারা তৈরি করা হয়। পেশাদার ক্রিকেটে কৃত্রিম পিচের ব্যবহার বিরল

3.JPG
আমি খেলা দেখার সময় screenshot করে নিছি।

খেলার জয় পরা জয়:
খেলায় ২ দলকেই একবার করে ব্যাট এবং বলিং করতে হয়। যে দল বেশি ব্যাটিং করে বেশি রান করতে পারবে সেইদল বিজয় লাভ করবে । একদল প্রথমে ব্যাটিং করে রান করল অপর দলকে ওদের সমপরিমাণ রান করতে দেয় নি বরং সব উইকেট নিয়ে নেয় তাহলে সেইদল বিজয় লাভ করবে।

4.JPG
আমি খেলা দেখার সময় screenshot করে নিছি।

ধন্যবাদ সবাই আশা করি আমার পোষ্ট টি সবাইকে ভালো লাগবে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!