||Steem Bangladesh Contest|| My Aim In Life- My Aim Is To Be a Good Teacher||

in hive-138339 •  4 years ago 

সবাইকে শুভ কামনা রইল।



আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং স্টিমেটের দুর্দান্ত প্ল্যাটফর্মটি উপভোগ করছেন।




সুচনা বচনঃ

মানুষ এই দুনিয়ার সেরা জীব। তবে এই ভেবে তার বসে বসে সময় নস্ট করা জায় না। জীবনে সফলতার সিড়ি বেয়ে উপরে উঠতে হলে তাকে একটি লক্ষ্য নিয়ে আগাতে হয়।


image.png

source



লক্ষ্য নির্বাচন করা কেন প্রয়োজনঃ

লক্ষ্য নির্বাচন করা একজন মানুষের জন্য অপরিহার্য। সঠিক লক্ষ্য মানুষকে সুখ, শান্তির পথ দেখায়। লক্ষ্যহিন মানষ পালহিন নৌকার মতো। তাই কংখিত সাফল্য অর্জন করতে আমাদের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে।


image.png

source



আমার লক্ষ্যঃ

ব্যাক্তি ভেদে প্রতিটি মানুষ আলাদা আলাদা লক্ষ্য নিয়ে জীবন সাজায়। কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করতে চায়। তবে আমার পছন্দের বিষয়টি একটু আলাদা। আমি বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আমার বাবা চান আমি চিকিৎসক হই কিন্তু মায়ের ইচ্ছা আমি জেন ভালো শিক্ষক হই। আমি আমার মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শিক্ষক হবার জন্য লক্ষ্য নির্বাচন করি।


image.png

source



কেন আমি এই লক্ষ্য বেছে নিলামঃ

আমাদের দেশের মানুষ খুবই গরীব। আমাদের দেশের জনসংখ্যার মাত্র ৬৫% অক্ষর জ্ঞান আছে। একজন নিরক্ষর লোক দেশ ও জাতির বোঝা। আমি দেশ থেকে এই নিরক্ষরতা দূর করার অংশ হিসেবে নিজেকে যুক্ত করতে চাই। একজন শিক্ষক পারেন সুনাগরিক গড়ে তুলে দেশের অগ্রজাত্রায় ভুমিকা রাখতে। তাই আমি এই পেশাকে গুরুত্ব দিয়েছি।


image.png

source



আমার অবস্থানঃ

এখন আমি মাস্টার্স শেষ করতে জাচ্ছি। এরপর আমি আমার লক্ষ্য অর্জন করতে বি.সি.এস সহ অন্যান্য পরিক্ষায় অংশগ্রহণ করবো। এই জন্য আমাকে কঠোর পরিশ্রম করে এগিয়ে জেতে হবে। এই পরিশ্রম করার জন্য আমি প্রস্তুতি আছি।


image.png

source



কিভাবে আমি আমাকে নিয়োজিত করবোঃ

যদি আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারি তবে আমি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রত্যন্ত অঞ্চল বেছে নিব। কারন আমাদের দেশের এই মানুষেরা সবচেয়ে বেসি অবহেলিত, নিরক্ষর, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং আধুনিকতার ছোয়ার বাহিরে। আমি এই মানুষদের জীবনমান উন্নয়ন করার জন্য নিজের সবটুকু দিয়ে চেস্টা করে জাবো। আমি চেষ্টা করবো কিভাবে করে প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌছানো জায়। আমি ছাত্রদের সময়ানুবর্তিতা সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করবো। কিভাবে শেখালে তারা খুব সহজেই বুঝতে পারে তার উপায় খুজে বের করবো। আমি আমার দায়িত্ববোধের জায়গায় খুবই সজাগ থাকার চেস্টা করে জাবো। আমি তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো তারা জেন লক্ষ্য নির্বাচন করতে ভুল না করে। আমি তাদের নিজ নিজ ধর্ম সঠিক ভাবে পালন করতে বলবো কিভাবে একজন সুনাগরিক হয়ে দেশের সেবা করে দেশের বোঝা না হয়ে সম্পদ হওয়া জায় তার উপায় বের করে দেওয়ার চেষ্টা করবো। আমি চিন্তা করে রেখেছি ছাত্রদের কখনো অপমান কিংবা ভৎসনা করবো না। ছাত্ররা যদি বুঝতে না পারে তাহলে কিভাবে সহজে বুঝতে পারে তার উপায় বের করবো। এক কথায় একজন আদর্শ শিক্ষক হতে হলো জা কিছু করনীয় আমি তার সবটুকুই করবো।


image.png

source




সমাপ্তিউক্তিঃ

একজন মানুষের জীবনের একটি সঠিক লক্ষ্য একটি আলোকবর্তিকার মতো। যদি জীবনের লক্ষ্য নির্বাচন ভালো হয় তবে জীবনের সবকিছুই সুন্দর হয়ে জায়। একটা ভুল সিদ্ধান্ত যেমন একটা জীবন নস্যাৎ করে দিতে পারে আবার একটা ভালো লক্ষ্যর দিকে এগিয়ে জাওয়ার সিদ্ধান্ত জীবনকে সফলতার শিখরে আরোহন করাতে পারে। আমি আমার জীবনের লক্ষ্য অর্জন করার জন্য বিরামহীন ভাবে পরিশ্রম করে যাবো। জেভাবেই হোক আমাকে আমার লক্ষ্য পুরন করতেই হবে। কেননা এই লক্ষ্য অর্জন করার মাদ্ধ্যমেই আমি মানুষের সেবা করে মানুষের ভিতরে অমর হয়ে থাকতে পারবো আর এটাই জীবনের সার্থকতা।


image.png

source



সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ভালো লিখেছেন ভাই। শিক্ষকতা মহৎ একটি পেশা।

যদি আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারি তবে আমি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রত্যন্ত অঞ্চল বেছে নিব।

আপনার এই সীদ্ধান্তটা ভালো লেগেছে। আশাকরি আপনি আপনার লক্ষে পৌঁছতে পারবেন।

Thank You Moderator Sir.

সফলতা অর্জন করুন, এই কামনা করি । ধন্যবাদ

Thanks Bro.

জীবনে লক্ষ্য নির্বাচনের গুরুত্ব অপিরিসীম। আপনি সুন্দরভাবে বর্ননা দিয়েছেন, কনটেস্টে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।

Welocome Bro.

অনেক সুন্দর হুক আপনার জীবন

Mesmerizing article

😊😊