আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং স্টিমেটের দুর্দান্ত প্ল্যাটফর্মটি উপভোগ করছেন।
Love the trees until their leaves fall of, then encourage them to try next year. (John lewis)
পৃথিবীতে আমাদের জীবন বাচিয়ে রাখতে গাছ অত্যন্ত প্রয়োজনীয়। গাছ এবং বন আমাদের সাথে যুক্ত। গাছকে কেটে ফেলা অর্থ আমাদের জীবনকে গভীর হুমকির ভিতরে ফেলা তাই বেশি বেশী বৃক্ষরোপন করে আমাদের জীবনকে সুন্দর রাখতে হবে।
আজ সকালে আমি একটি আম গাছের চারা কিনে নিয়ে আশি বৃক্ষরোপন করার জন্য। আমি গাছের চারাটি কিভাবে রোপন করলাম তার পুরো পদক্ষেপ গুলি নিচে ধাপে ধাপে বর্ণনা করছিঃ
প্রথম ধাপঃ
প্রথমে কোদাল,নিরানি,খুন্তি এবং আম গাছের চারা একসাথে করি বৃক্ষরোপন করার জন্য।গাছ লাগানোর জন্য উচু স্থান খুবই গুরুত্বপূর্ণ। আমি গাছ লাগানোর জন্য বাসার সামনেই এক্টী উচু জায়গা বেছে নেই। আমার কাছে জায়গাটা বেশ উর্বর, সুন্দর এবং আম গাছ লাগানোর জন্য ভাল লেগেছে।
২য় ধাপঃ
এরপর উপজুক্ত স্থান নির্বাচিত করি বৃক্ষরোপন করার জন্য। জায়গাটি ঘাস দিয়ে ভরতি থাকায় তা পরিস্কার করে নেই। ময়লা, ঘাস, পাথর, ইট এসব থাকলে গাছটি মরে জেতে পারে অথবা এর বেড়ে ওঠা ব্যহত হতে পারে। তাই এদিকেও সজাগ থাকতে হবে।
৩য় ধাপঃ
তারপর কোদাল দিয়ে একদম যেখানে গাছটি লাগাবো সেই জায়গাটি পরিস্কার করে নেই এবং খুন্তি দিয়ে জায়গাটি ১.৫ ফুট গভীর করে নেই। আম গাছ লাগানোর জন্য ১.৫ ফুট গভীরতা একদম উপজুক্ত।
৪র্থ ধাপঃ
তারপর আম গাছটি গর্তের ভিতরে সুন্দর ভাবে বসিয়ে দেই এবং আস্তে আস্তে আম গাছের গোড়ায় মাটি দেই। মাটি দেওয়ার সময় লক্ষ রাখতে হবে চারপাশে সমান পরিমাণে মাটি জেন দেওয়া হয়।
৫ম ধাপঃ
তারপর আম গাছটি জেন হেলে না পড়ে যায় এইজন্য আম গাছটির সাথে একটি খুটি যুক্ত করে দেই। এটি গাছটিকে ঝড় থেকে রক্ষা
করবে।গাছ লাগানোর পর খুটি দেওয়া খুবই জরুরি কাজ।
শেষ ধাপঃ
সবশেষে গাচটির গোঁড়া থেকে ময়লা পরিস্কার করি এবং গাছটির গোড়ায় পানি ঢেলে দেই। প্রাথমিক অবস্থায় নতুন গাছের গোড়ায় পানি দেয়া খুবই জরুরি।
এভাবে আমি আমার বৃক্ষরোপন কাজটি শেষ করি।
গাছের প্রয়োজনীয়তা:
গাছ আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব দেয়। তারা আমাদের অক্সিজেন দিয়ে থাকে। তারা বিষাক্ত কার্বন ডাই অক্সাইডকে গ্রহন করে যা আমাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক। গাছ খরা, ঘূর্ণিঝড় বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে। তারা আমাদের কাঠ এবং জ্বালানী সরবরাহ করে থাকে। তারা আমাদের আশ্রয় দেয় এবং আমরা শিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ পাই।
গাছ কাটার খারাপ প্রভাব:
গাছ আমাদের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমাদের নিজের স্বার্থে এগুলি রাখতে হবে। গাছ কাটার মারাত্মক পরিণতি হবে বিশ্বের জন্য।গাছ কাটার ফলে বিশ্বের তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে। একটা সময় সমুদ্রের কাছাকাছি দেশ গুলি পানির নিচে তলিয়ে যাবে। তাই আমাদের গাছ নিধন বন্ধ করে বেশি বেশি গাছ লাগাতে হবে।
বৃক্ষরোপন কর্মসূচিঃ :
গাছ আমাদের ধরনীতে বাচিয়ে রাখতে সাহায্য করে। তাই এর প্রতি যত্নশীল হতে হবে আমাদের। আমাদের বৃক্ষরোপন কর্মসূচী আর বাড়াতে হবে। তবে আনন্দের বিষয় অনেক সামাজিক সংগঠন এখন এগিয়ে আসছে এই কর্মসূচী সফল করার জন্য। সকলের অংশগ্রহণ ছাড়া এটি সফল করা সম্ভব নয়।
শেষ কথাঃ :
মানবজীবনের প্রতিটি ধাপে গাছের সীমাহীন গুরুত্ব বিদ্যমান। আমরা গাছ কাটবো না ব্রং বেশী বেশী গাছ লাগাবো। আমাদের নিজেদের স্বার্থেই আমাদের গাছ বেশী লাগাতে হবে।এটি আমাদের জীবঙ্কে বিপদমুক্ত করে একটি সুন্দর ও নির্মল জীবন দিতে সাহায্য করে। তাই গাছ লাগান আমদের দায়িত্ব।
awesome brother your work
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Good job
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আম আমারও খুব প্রিয় ফল। খুব ভালো পোস্ট
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইটা কি রাজশাহীর আম গাছ ভাই, রাজশাহীর আম আমার কাছে অনেক ভালো লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রেট জব।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit