Steem Bangladesh Contest : Mytownin10pics || 17.05.2022

in hive-138339 •  3 years ago 

Assalamualaikum.

Good wishes to everyone


Hope all of you are well and enjoying the great platform of steemit.



A town of unnatural red and black like the painted face of a savage. (Taylor)

Picture -1

IMG_20210228_142508 copy.jpg

ছবিতে যে সুন্দর মসজিদটি দেখা যাচ্ছে এটি তারা মসজিদ নামে পরিচিত। এটি পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত। এটি পুরান ঢাকার সুন্দর মসজিদ গুলোর ভেতরে একটি। এই মসজিদের গায়ে চিনামাটির উপকরন দিয়ে খুবই সুন্দর ভাবে কারুকাজ করা হয়েছে। এই মসজিদটি দেখতে অনেক জায়গা থেকে মানুষ এসে থাকে।

Location



Picture -2


2.jpg

একটি প্রাইভেট কোম্পানির অফিসের সামনে থেকে আমি এই ছবিটি তুলেছি। এই অফিস্টি ঢাকায় অবস্থিত। খুবই সুন্দর এবং সাজানো গোছানো পরিপাটি একটি অফিস এটি।

Location



picture -3


IMG20220121165220_01.jpg

মহান মুক্তিযুদ্ধের সময় এই যুদ্ধ বিমানটি শত্রুকে মোকাবেলা করার জন্য ব্যাবহার হয়েছিল। যুদ্ধের কাজে ব্যবহার হয়েছিল এমন আরো বিমান এই বিমানবাহিনী জাদুঘরে রক্ষিত আছে।

Location



Picture -4


IMG20220311174031_01.jpg

পদ্মা নদীর পাড়ে তাজা ইলিশ মাছের বাজার। এই বাজারটি তাজা ইলিশ মাছের জন্য খুবই পরিচিত। জারা ইলিশ মাছ খেতে পছন্দ করে তারা খুব সকালে এই বাজারে এসে পরিমানমত ইলিশ মাছ কিনে নেয়।

Location



Picture - 5


IMG_20190210_091536.jpg

এই ছবিটিতে আমরা পাহাড় এবং পাহাড়ের ভেতর মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। আমি যেদিন এই ছিবিটি তুলি সেদিন আকাশ অনেকটা পরিষ্কার থাকায় মেঘ কম ছিল। খাগড়াছড়ি যাওয়ার সময় রাস্তায় গাড়ি দাড় করিয়ে আমি এই ছবিটি তুলি। পাহাড়ের ছবি সবসময়ই সুন্দর।

Location



Picture -6


IMG_20190911_112329.jpg

ছবিতে প্রাচীন জুগের একটি লাল রঙয়ের মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদটি খান জাহান আলি ১৬০০ সালের দিকে বানিয়েছিলেন বলে ধাওরনা করা হয়। ইউনেস্কো বাংলাদেশের এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যর সম্মাননা দিয়েছে।

Location



Picture -7


IMG_20210204_155804.jpg

ঢাকার প্রান কেন্দ্র বিজয় সরণিতে অবস্থিত নভো থিয়েটার এটি। করনার কারনা দীর্ঘ দিব বন্ধ থাকার পর অতি সম্প্রতি এটি পুনরায় খুলে দিয়েছে। এই নভোথিয়েটার দেখার জন্য ছুটির দিন গুলোয় প্রচুর পরিমানে ভিড় থাকে। এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রহ এবং নক্ষত্র জিবন্ত ভাবে ফুতিয়ে তোলা হয়।

Location



Picture- 8


IMG_20210302_103402.jpg

ছবিতে যে বিশাল নদীটি দেখা যাচ্ছে সেটি হল মেঘনা নদী। বাংলাদেশের অন্যতম প্রধান নদী। কিছুদিন আগে আমি আমার আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় এই ছিবি তুলি। তখন শুকনোর সময় থাকায় নদীতে পানি এবং স্রোত দুইটাই অনেক কম ছিল। সাধারন মানুষ তাই এই সময়কেই নদীতে ঘোরার জন্য বেছে নেয়।

Location



Picture -9


IMG_20210618_113819.jpg

এই ছবিতে একটি বিশাল নাগরদোলা দেখা যাচ্ছে। বাচ্চাদের খুবই পছন্দের একটি রাইড। একটি পার্কের ভেতর থেকে আমি এই ছিবিটি তুলি। এখানে অনেক সময় বড়রাও উঠেও অনেক আনন্দ করে থাকে।

Location


Picture -10


IMG20220102170108_01.jpg

নদীর পাড়ে কতগুলো স্পীডবোট দেখা যাচ্ছে। এই স্পীডগুলো দিয়ে খুব অল্প সময়ে নদীর বুক থেকে ঘুরে আসা জায়। বন্ধের দিন গুলোয় বিকেল বেলায় অনেকেই স্পীডবোটে করে নদিতে ঘুরে থাকে। তবে এই বোটে সাধারনত তরুণরাই বেশী উঠে থাকেন।

Location



Inviting @vianneyspirit , @josua1, @ylene74, @alicargofer & @edlili24

Thanks For reading.



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Gracias por la invitación, te deseo mucha suerte en el concurso