Steem Bangladesh Contest : Photography|| 🌻🏞🌻🌥

in hive-138339 •  3 years ago 

Assalamualaikum.

Good wishes to everyone


Hope all of you are well and enjoying the great platform of steemit.



Dreams don't work unless you do. (Kelvin)

Picture -1

IMG20220504110253_01.jpg

ছবিতে আমরা একটি তাজমহলের প্রতিকৃতি দেখতে পাচ্ছি। এই তাজমহলের আসল স্থাপনাটি ভারতের আগ্রায় অবস্থিত। অনন্য স্থাপত্যশৈলীর জন্য সারা বিশ্বে এটি ব্যাপকভাবে পরিচিত। গত কিছুদিন আগে আমি একটি পার্কে বেড়াতে জাওয়ার সময় এই ছবিটি তুলেছিলাম। সেখানে আরো অনেক স্থাপনার ভেতরে এই তাজমহলের প্রতিকৃতিটি ছিল অনন্য।

Location



Picture -2


20210301_131146.jpg

নীলজলে পরিপূর্ণ একটি সুইমিং পুল দেখতে পাচ্ছি। গরমের সময়ে সুইমিংপুলে গোসল করার মজাটা অন্যরকম। কিছুদিন প্রচন্ড গরম থেকে মুক্তি পেতে আমি এই সুইমিং পুলে গোসলের জন্য গিয়েছিলাম। এই পুলের পানি যেমন পরিষ্কার তেমনি ঠাণ্ডা। এখানে পুরুষের জন্য এবং না্রীদের জন্য আলাদা পুল রয়েছে। গরমের দিন গুলোতে এই সুইমিং সকাল থেকে বিকেল অবধি ভিড় থাকে।

Location



picture -3


IMG_20210207_124557.jpg

ছবিটিতে ফুল রাখার জন্য বিভিন্ন ধরনের টব দেখা যাচ্ছে। এটি মুলত একটি রাস্তার পাশের অস্থায়ি ছোট একটা দোকান। জারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এখান থেকে বিভিন্ন ধরনের টব নিয়ে জান। এখানে মাটির তবের পাশাপাশি প্লাস্টিকের টব পাওয়া জায়।

Location



Picture -4


IMG20220102154449_01 copy.jpg

বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য খুবই সুন্দর একটি রাইড দেখ যাচ্ছে ছবিটিতে। এই ড়াইডটির নাম ইজি ডিজি। কিছুদিন আগে আমি আমার ছোট কাজিনকে নিয়ে এই রাইডটিতে উঠেছিলাম। জদিও এটি থেকে নামার পর কিছুটা মাথা ঘুরাবে তবুও এটা অনেক আনন্দ দেয় সবাইকে।

Location



Picture - 5


IMG20220504095730_01 copy.jpg

সাজানো গোছানো একটি মনোরম একটি বাগান দেখা যাচ্ছে ছবিটিতে । এই বাগানটির ছবি কিছুদিন আগে আমি একটি পার্ক থেকে তুলেছিলাম।। এই বাগানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ এবং সবুজ ঘাস রয়েছে।

Location



Picture -6

IMG20220311180506_01.jpg

পদ্মার পাড়ে বিকেলের চিত্র। নদীর পাড়ে বিকেল কাটাতে অনেকেই ভালোবাসে। কেও কেও স্পীডবোটে করে নদীর মাঝখান থেকেও ঘুরে আসে। পদ্মার পাড় সময় কাটানোর জন্য সবার কাছেই প্রিয়। প্রতি শুক্রবার বিকেল বেলা এখানে মেলা বসে। কর্ম ব্যাস্ত মানুষ ছুটির দিনে নদীর পাড়ে এসে তাদের ক্লান্তি অনেকটাই দূর করে নেয়।

Location



I am inviting @steemtopus & @leicorp1 to participate in this contest.

Thanks For reading.



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই আপনি। প্রথম এবং শেষের ছবিটা অসাধারণ হয়েছে।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Highlights many beautiful scenes.You can enjoy so many beautiful views while traveling.That's why I love to travel.Thank you so much for sharing your valuable photography.

Onk thanks vy apnar comment er jonno.