Steem Bangladesh Contest :The Diary Game|| 23.05.2022||

in hive-138339 •  3 years ago 

Assalamualaikum.



Good wishes to everyone .



Wake up with determination and sleep with satisfaction. (Nirad)

সকালবেলা

ঈদের ব্যস্ততা এবং পারিবারিক নানা রকম কাজে গত বেশ কিছুদিন যাবত হাঁটাহাঁটি করতে পারছিলাম না। তাই গত রাতে এলারম দিয়ে রেখেছিলাম জেন আজ সকালে হাটতে বের হতে পারি। সকাল ৬ তায় এলারম বাজার সাথে সাথে ঘুম ভেঙ্গে জায়। ঘুম থেকে ঊঠে ফ্রেশ হয়ে নেই এরপর জামা কাপড় পরে ৬.৩০ এর দিকে বাসা থেকে বের হই। আমি আমার খুবই পছন্দের একটা জায়গায় হাটতে যাই। আজ আমি নদীওর পাড়ে হাটতে যাওয়ার পর দেকতে পাই অনেক মানুষ সকালে হাটার জন্য এসেছে আবং সকালের সূর্য দেখার জন্য এসেছে। আজকে নদীতে একটি পন্য বাহী জাহাজ দেখতে পাই। আমি নদীর পাড়ে প্রায় ১ ঘন্টা হাটাহাটি করে বাসায় ফিরে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করি খিচুড়ি ও ডিম দিয়ে এরপর ৩০ মিনিট পেপার পড়ি। এরপর চা খেয়ে কিছুক্ষন পড়াশুনা করি।


IMG20220102164718_01 copy.jpg


IMG_20190910_125145.jpg

Location



দুপুরবেলা

দুপুর ১২ টার দিকে আমার একটু জরুরি কাজে ব্যাংকে জাওয়ার দরকার হয়। আমি ব্যাঙ্কে যাই কিন্তু ব্যঙ্গকে আজকে অনেক লম্বা লাইন ছিল। ব্যংকের কাজ শেষ করে আমি বাজারে টুকটাক কেনাকাটা করি। বাসার ফুলের তবে সাজানোর জন্য দুইটা ফুলের তোরা কিনি। এরপর বাসায় ১.২০ এর দিকে ফিরে আসি। বাসায় এসে গোসল করে নামাজ পড়ি। এরপর কিচুক্ষন মোভাইল চালাই। এরপর দুপুর দুইটার দিকে খেতে বসি। মাছ ,শাক ও ভাত দিয়ে আজকে দুপুরের খাবার শেষ করি। খাবার খেয়ে ১ গন্টার মত রেস্ট নেই।


IMG_20210207_132838.jpg


IMG_20210223_213132.jpg

Location



বিকালবেলা

বিকাল চারটার দিকে ঘুম থেকে ঊঠি। এরপর বালটিতে কিছু পানি নিয়ে আমি আমার ছাদ বাগানে পানি দেই। সবগুলো গাছে ভালো করে পানি দিয়ে আমি আবার বাসায় আসি। এরপর ভালো করে হাত মুখ ধুয়ে বাসার বাহিরে যাই। আছরের নামাজ আদায় করে কিছুক্ষন হাটাহাটি করি। এলাকার এক ছোট ভাইয়ের সাথে হাটতে হাটতে বাজারের একটা ছোট জিলাপির দোকানে জেয়ে দুইজন গরম জিলাপি খাই। এরপর দুইজন বেশ কিছু বিষয় নিয়ে অনেকক্ষণ কথা বলে আবার বাসায় চলে আসি।


IMG_20210207_132121.jpg


IMG_20210224_122335.jpg

Location



রাতেরবেলা

এরপর মাগ্রিবের নামাজ পড়ে আবার বাসায় আসি। বাসায় এসে লাল চা খাই। এরপর কিছুক্ষন মোবাইলে ৩০ মিনিট একটু কাজ করি। ৭.৩০ তা থেকে ৮.৩০ পর্যন্ত পড়াশুনা করি। এরপর ৮.৪৫ এর দিকে এশার নামাজে যাই। নামাজ শেষে আমরা কয়েকজন মিলে বাজারে খেতে যাওয়ার পরিকল্পনা করি। অনেকদিন যাবত রাতে খেতে বের হওয়া হয় না। চার / পাচজন ভাই, বন্ধু নিয়ে সবাই খেতে বের হই। সবাই ভুনা খিছুড়ি আর গরুর মাংস খাই। অনেক মজা করি সবাই এরপর রাত ১০.৩০ এর দিকে আমরা বাজার থেকে জার জার বাসায় চলে যাই।


IMG20211231200621_01.jpg


IMG20211226213254_01 - Copy.jpg

Location

I am inviting @arshani, @dibie, @umar51, @ronindboss to participate in this contest

Thanks For reading.



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই।