Steem Bangladesh Contest :The Diary Game|| 31.05.2022||

in hive-138339 •  3 years ago 

Assalamualaikum.



Good wishes to everyone .



Every new day begins with possibilities. (Konar)

সকালবেলা

মে মাসের শেষের দিকে আমাদের দেশে খুবই গরম থাকে। কারন এই গরমেই আম, কাঠাল, লিচু এসব পাকে। কিন্তু সাধারন মানুষের গরমের কস্ট সীমাহীন পর্যায়ে চলে জায়। গরম থেকে বাচার জন্য অনেকেই অনেক উপায় নিয়ে থাকে। আমরা কয়জন বন্ধু মিলে সুইমিং পুলে যাওয়ার চিন্তা করি। প্ল্যান অনুযায়ী সকাল বেলা ঘুম থেকে ঊঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে নেই। এরপর কাপড় গুছিয়ে সিকাল ৯ টার দিকে বাসার থেকে বের হয়ে যাই। যেহেতু বাসা থেকে পুল খানিকটা দূরে তাই একটু সময় নিয়েই বের হই। আর আগে না গেলে অখনে জায়গা পাওয়া অনেক কঠিন হয়। বেলা ১০.৩০ এর দিকে ওখানে জেয়ে আমরা টিকেট কেটে ভেতরে ঢুকি। সুইমিং পুলের পরিষ্কার ঠান্ডা পানিতে নামার সাথে সাথে পুরো শরীর জেন ঠাণ্ডা হয়ে জায়। আমরা প্রায় ২ ঘন্টা গোসল করি। এরপর অনেক লোকের সমাগম হওয়ায় আমরা ঊঠে জাই এরপর জামা , কাপড় চেঞ্জ করে আবার ফেরার প্রস্তুতি নেই।


20210301_131209.jpg


20210301_131516.jpg


20210301_143147.jpg

Location



দুপুরবেলা

দুপুর ১২.৪০ এর দিকে আমরা বের হয়ে যাই ওখান থেকে। অনেকক্ষণ সাতার কেটে এবং আনন্দ করে আমরা খুবই ক্লান্ত এবং ক্ষুদারত হয়ে পড়ি। এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খাওয়ার সিদ্ধান্ত নেই। এখানকার খাবার গুলো খুবই মজাদার। আমরা সবাই চিকেন ফ্রাই, ফ্রাইড রাইচ, সালাদ, কোক এসব অর্ডার করি। খাওয়াদাওয়া করে আমরা অল্প কিছুসময় গল্প করে আবার বাসায় ফেরার জন্য বের হই। বেলা ২.২০ এর দিকে বাসায় যাই। এরপর ফ্রেশ হয়ে কিছুক্ষন বিস্রাম নেই।


20210301_144522.jpg


IMG_20210205_122424.jpg

Location



বিকালবেলা

ঘুম থেকে বেলা ৫ টার দিকে বের হই। শরীর ক্লান্ত লাগছিল তাই বাহিরে বের না হয়ে একটা মুভি দেখতে শুরু করি। কিচুক্ষন পর হটাত মনে পড়লো একটু লাইবেরিতে জাওয়া দরকার। সামনীক্সাম তাই বই কেনা লাগবে। এরপর উঠে ফ্রেস হয়ে জামা কাপড় পরে বাহিরে বের হবার জন্য তৈরি হই। মা একটু চা আর বিস্কুট দেয় খেয়ে বাহিরে বের হই। আমি জখন বাজারে যাই তখন বাজারে প্রচুর ভীড়। শেষ বিকেলে এখানে ভীড় টা একটু বেশি থাকে।


IMG_20210205_170804.jpg

Location



রাতেরবেলা

আমি আমার বই কেনার পর জখন ফিরে আসবো ঠিক তখনি আমার এক বন্ধুর সাথে বাজারে দেখা হয়ে জায়। ও একটা কাজে বাজারে এসেছিল। অনেক দিন পর স্কুলের বন্ধুকে পেয়ে খুবই আনন্দ লাগছিল দুইজনের। এরপর ভালো মন্দ জিজ্ঞাসা করে দুইজন মোবাইল নাম্বার নিলাম। এরপর একটা ফুচকার দোকানে বসে দুইজন আরো অনেক কথা বলে কিছু সময় কাটালাম। এরপর ও বিদায় নিয়ে বাসায় চলে গেল। আমি ফেরার পথে মা ফোন দিয়ে কিছু সবজি আনতে বলল। আমি সবজি বাজার থেকে সবজি কিনে রাত ৯ তার দিকে বাসায় ফিরে আসলাম। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।

IMG_20210205_180059.jpg


IMG_20210205_212043.jpg

Location

I like to invite @josemen,@starrchris,@strecoza,@graciella.

Thanks For reading.



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

nice pictures
amazing food
:)

সুইমিং পুলে গোসল করার মজাই আলাদা। বিশেষ করে প্রচন্ড ঘরমের সময় একটু বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050YES
#club75NO
#club100NO
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER: