Steem Bangladesh-gardening contest

in hive-138339 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম


Gallery_1645521480596.jpg


মহান আল্লাহ তায়ালার সকল সৃষ্টি নিঃসন্দেহে অপরূপ।কতো নিখুঁত উঁনার সৃষ্টি।এতো সব সৃষ্টির মাঝে ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে মানুষকে রাঙ্গিয়ে তোলে।প্রকৃতি মানেই শিক্ষাক্ষেত্র,যাঁর প্রতি পরতে পরতে রয়েছে শিক্ষার বাণী।কেবল তা অবলোকন করার মতো আমাদের শিক্ষা,জ্ঞাণ, ধৈর্য্য ও ইচ্ছাশক্তি থাকা দরকার।ফুল আজীবন কেবল তাঁর সৌন্দর্য এবং সুরভী বিলিয়ে বেড়ার প্রকৃতিকে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু বিনিময়ে তাঁর নেবার মতো কিছুই থাকেনা ।ঠিক তেমনি ফুলের মতো আমাদেরো উঁচিৎ আমাদের জ্ঞাণ,ভালো ব্যাবহার এবং সৎ কর্মের দারা পৃথিবীকে আলোকিত করা এবং সেটি পুরোপুরি নিঃস্বার্ভাবে।তবেই মানবজাতি ধন্য হতে পারবো।

এনিওয়ে,কথা না বাড়িয়ে চলুন ছোট্র একটি ফুল বাগানের সাথে পরিচিত হওয়া যাক।যেখানে খুব কম সংখ্যক ফুলের বাস।ফুল কম কিংবা বেশি যাই হোকনা কেনো তাঁরা আমাদের রাঙ্গিয়ে দেয় সম্পূর্ণরূপে।আমার বাগানে যাঁদের বাস তারা হলেন ছোট সূর্যমূখী,ঘাস ফুল,গোলাপ,জবা,হলুদ গাঁদা,মোরগফুল এবং ডালিম গাছ।তবে আমাদের বড় একটি আম বাগান রয়েছে।যেখানে বড় আমগাছ আছে প্রায় 30 টি এবং আম রুপালী রয়েছে 100 টির মতো।আজ কেবল ফুলগাছ নিয়ে গল্প করবো।অন্য কোনো এক সময় নাহয় আমবাগান নিয়ে কথা হবে।তো,চলুন শুরু করা যাক,

B612_20220129_185419_494.jpg

এটি হলুদ গাঁদা।মোটামটি সবার বাগানেই এর স্থান রয়েছে।গাঁদা ফুলেরো অনেক জাত রয়েছে।
এই ফুলকে গন্ধা,গেন্ধা,গেনদা,গাঁদা বিভিন্ন নামে বলে থাকি আমরা।এটি একটি সুগন্ধী ফুল যা সর্বত্র সহজে জন্মায় এবং গৃহসজ্জায় ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে এটি গ্রীষ্ম এবং বর্ষাকালেও চাষাবাদ করা হচ্ছে।বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা এবং গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা ।


B612_20220222_150423_178.jpg

এই ফুলটি দেখতে সূর্যমূখী ফুলের ন্যায়।তবে দেখতে সাইজে অনেক ছোট।তাই আমি এর নাম দিয়েছি ছোট
সূর্যমূখী।অসম্ভব কিউট দেখতে।হাল্কা রোদের ছিটা এসে পরে যেনো এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে হাজার গুণ।এদের খুব একটা যত্নের প্রোয়োজন হয়না।তাই আপনি চাইলে খুব সহজেই বাসায় রাখতে পারেন।


B612_20220222_151129_559.jpg

ঘাঁসফুলের সাথে পরিচিত নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।এই ঘাঁসফুলের গোলাপি,সাদা,হলুদ বিভিন্ন কালার রয়েছে।আমার এই ঘাঁসফুলটির কালার হলো গোলাপি রঙ্গের।বেলকনিতে শোভাবর্ধক করতেও এটিকে রাখা যেতে পারে।


B612_20220222_151028_574.jpg

এই ফুল গাছটির সঠিক নাম আমার জানা নেই।সুন্দর ছোট কলি এসেছে এবং দেখতে ছোট লাল বর্ণের হয়ে থাকে এর ফুলটি।


B612_20220222_150923_749.jpg

ভালোবাসার প্রতীক এই লাল গোলাপ।গোলাপ পছন্দ করেনা এমন মানুষ আছে কি না আমি জানিনা।
গোলাপের প্রজাতি ভেদে এর সাইজ এবং কালার ভিন্ন হয়ে থাকে।এটি একটি হাইব্রিড গোলাপ গাছ।এখানে তিন প্রজাতির কোলন করা আছে।লাল,হলুদ,এবং গোলাপি রঙ্গের।ফুলটি পুরোপুরি ফুটার পর পাপড়িগুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে।


B612_20220222_150538_419.jpg

এটি একটি ডালিম গাছ।বাসায় তিনটি ডালিম গাছ রয়েছে।সবগুলোতেই মোটামোটি অনেক ফুল আসে বাট দুইটিতে ফল হয়।বাকিটিতে ফলটি ছোট অবস্থাতেই ঝড়ে পরে যায়।


B612_20220131_121118_747.jpg

এটি মোরগফুল।কোথাও কোথাও এই ফুলটিকে মোরগঝুঁটও বলা হয়ে থাকে।গ্রামে গঞ্জে যেখানে সেখানে এই ফুল দেখা গিয়ে থাকে।এর বীজগুলো মাটিতে ছিটিয়ে দিলেই অনেক চারাগাছের জন্ম হয়।


Gallery_1644738016205.jpg

গোলাপের একটি চারা গাছ।বাগানের নতুন সদস্য এটি।এই ফুলটির রং হবে খয়েরি টাইপের।এই প্রথম কলি ধরেছে গাছে।সবাই অনেক এক্সাইটেড এর সৌন্দর্য দেখার জন্য।


B612_20220129_185542_163.jpg

বাসার শোভা বর্ধনের জন্য জবা ফুলের রয়েছে অসাধারণ কৃত্বিত্ব।এটি সাধারণত বাসার আঙ্গিনা, ছাদে লাগা হয়ে থাকে।কম বেশি সবার বাসাতেই জবা ফুলের একটি দুটি গাছ থাকেই।জবা ফুল ও বিভিন্ন রকমের হয়ে থাকে।গোলাপি,সাদা বিভিন্ন রঙ্গের হয়ে থাকে এই জবা ফুল।

সুন্দর এই কন্টেস্টে অংশগ্রহণের
জন্য আমি @lingkar-photo & @maulidar কে ইনভাইট করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very beautiful garden, you must have a good time looking after this garden, good luck in this contest

Thanks a bunch dear.
Take ❣️

Wellcome @arjinarahman

অনেক সুন্দর হয়েছে আপু আপনার লেখাটি।সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করেছেন। ছবিগুলো সুন্দর হয়েছে।

Thanks a bunch dear brother.
Take ❣️

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @sohanurrahman

JOIN WITH US ON DISCORD SERVER:

beautiful garden, i prefer bright colors this time..😊 good luck 🙏

Thanks a bunch dear sis.
Take ❣️

আপনার বাগানে অনেক ধরনের গাছ আছে। তবে ডালিম গাছ তিনটি আছে। আমাদের অনেকেরই বাগানে ডালিম গাছ নেই বললেই চলে।

অনেক ধন্যবাদ ভাইয়া।আমাদেরো শখের বসেই ডালিম গাছ লাগানো।

Great effort!
Your post has been curated by 'Arts Curator'. I appreciate your efforts, keep making quality posts and get a chance to win a vote from our Curation team.

image.png