আসসালামু আলাইকুম,
আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন।
আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, আমার ইউজার আইডি @armamun; সবার সাথে পরিচিত হতে এলাম।
আমার গ্রামের বাড়ি রাঙ্গামাটি। আমার শৈশব, কৈশোর রাঙ্গামাটিতেই কেটেছে। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা গৃহিনী।
সবুজ পেরিয়ে হেঁটে চলেছি আমি
রাঙ্গামাটির পথ ধরে
চির অবুঝ মনটা আমার
রয়েছে সবুজে ভরে।
বাংলাদেশে যতগুলো মায়াময় দৃষ্টিনন্দন পর্যটন এলাকা রয়েছে ; রাঙ্গামাটি অন্যতম। আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা এটি। সবুজ বৃক্ষরাজির মায়ায় মাখামাখি আর পাহাড় ঘেরা লেকের মায়াবীরূপ ভ্রমণপ্রিয় মানুষের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান।
আমি রাঙ্গামাটি সরকারি স্কুল এবং রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে যথারীতি এস.এস.সি. এবং এইচ.এস.সি. পাশ করি। পরবর্তীতে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বি.এস.এস. এবং এম.এস.এস. কমপ্লিট করি। বর্তমানে আমি ঢাকার স্টক এক্সচেঞ্জ- এ কর্মরত অবস্থায় আছি।
আকর্ষণীয় ও তথ্যপূর্ণ বই পড়তে অনেক ভাল লাগে। এছাড়াও রান্না করা, লেখালেখি, ভ্রমণ, ফটোগ্রাফি এবং গেমিংও ভাল লাগে।
আমি Digital IT Institute থেকে Steemit এর কথা জানতে পারি; ইউটিউব থেকে কিছু ভিডিও দেখি পরে প্রচন্ড আগ্রহ থেকে এই গ্রুপে জয়েন করি।
এই গ্রুপের এডমিন, মডারেটর সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেয়ার জন্য। এখানে সবার সাহায্য এবং সহযোগিতা নিয়ে সুন্দর ও সততার সাথে কাজ চালিয়ে যাওয়ার আশা পোষণ করছি।
গ্রুপের সবাইকে আবারও শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার পরিচয় পর্ব শেষ করছি। আমার পরিচয় জানতে পেরে আশা করি সবার ভালো লাগবে।
ধন্যবাদ
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Welcome brother.Stay with this community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank u apu
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ব্যবহারকারীর নাম এবং আপনি কোথায় থাকেন তা জানিয়ে একটি পরিচিতি ভিডিও তৈরি করুন এবং YouTube এ ভিডিও আপলোড করুন। YouTube লিঙ্ক এবং আপনার তথ্য প্রদান করে স্টিম বাংলাদেশ কমিউনিটিতে পোস্ট করুন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit