সেভেন আপ
বের হয়ে আমি আর সিফাত প্ল্যান করতেছিলাম, কি করা যায়? সিফাতের কাছে সাইকেল ছিলো। দুইজনে সাইকেল নিয়ে ঘুরা শুরু করলাম। ভাবলাম একটু দূরে কোথাও যাবো। সাথে টাকা আছে, দুপুরে কোন হোটেলে খেয়ে ও নেয়া যাবে। সাইকেলে করে আমরা একটা বাজারের মোড়ে আসতে আসতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমরা তাড়াতাড়ি একটা দোকানে আশ্রয় নিলাম। দোকানদারকে একটা সেভেন আপ দিতে বললাম ১ লিটারের। কিছুক্ষণ এক ঢুক এক ঢুক করে দুজনে পালাবদল করে খেলাম। আকাশের অবস্থা দেখে মনে হলো, বৃষ্টি থামতে অনেক দেরী হবে। দুজনে সেভেন আপের বোতলটা নিয়ে আবার বৃষ্টিতে ভিজে ঘুরে ঘুরে খেতে লাগলাম। সাইকেল ও আমরা পালাবদল করে চালায়ছিলাম। এভাবেই গ্রামের এক একটা মোড়ে গিয়ে কিছু না কিছু খাবার কিনতাম। কখনো চিপস, কখনো চানাচুর। এতো ঘুরে ফিরেও সেদিন জনপ্রতি একশ টাকার বেশি খরচ করতে পারি নি। বাকি টাকা বাড়িতে এসে মা'র হাতে তুলে দিলাম। 'মা' একটা হাসি দিয়ে বললো," সাবান দিয়ে গোসল করে তাড়াতাড়ি শুকনা কাপড় পড়ে নে। "