THE DIARY GAME : 17-08-2020 /MONDAY

in hive-138339 •  4 years ago  (edited)

আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমি এটা আমার THE DIARY GAME এর ১৫ তম পোস্ট লিখতে বসলাম । আজকের দিনটি আমার ছোট ছোট কাজ আর অলসতার মাঝে কেটেছে । আজকের দিনটি স্বাভাবিকই কেটেছে বলা যায় । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।

steemittemplate.jpg

সকাল

আজকে আমি ভোর ৪ টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে অজু ফজরের সালাত আদায় করি । তারপর প্রতিদিনের মতো স্টিমিটে ঢুকি । স্টিমিটে ঢুকে নোটিফিকেশন চেক করি এবং কিছু পোস্ট পড়ে সেগুলোতে ভোট দেই ও কমেন্ট করি । এরপর ইন্সটাগ্রামে, ফেসবুকে ও ইউটিউবে ব্রাউস করতে থাকি । এরপর ইউটিউবে কিছু ভিডিও দেখি টেকনোলজি রিলেটেড । আমি সাধারণত টেকনোলজি বিষয়ের আর শিক্ষামুলক ভিডিও বেশি দেখি সাথে টিউটোরিয়েল এর ভিডিও দেখি । আমি যা শিখি সব অনলাইন থেকে । তারপর আমি সকালের খাবার হিসেবে সেমাই খাই একটু । গতরাতে আমি ২ টার পর ঘুমিয়েছিলাম তাই চোখ টা বার বার লেগে আসতেছিলো । তাই ঘুমিয়ে যাই আবার ।

ঘুম থেকে উঠে দেখি ১১ টা বেজে গেছে । বিছানা ছেরে উঠে হাত মুখ ধুয়ে নেই । এরপর কম্পিউটার চালু করে একটু ওয়েব ডিজাইনের কাজ করি ।
তারপর গোসলের জন্য যাই এবং গোসল শেষ করি ।


দুপুর

গোসল শেষে জোহরের সালাত আদায় করে নেই । সালাত শেষে আমি দুপুরের খাবার খেয়ে নেই । আজকের দুপুরের খাবারে ভাত ও বাদাম ভর্তা ছিলো । বাদাম ভর্তা আমার প্রিয় একটি খাবার । অনেক মজা লাগে এটা খেতে । খাওয়া শেষে আমি শুয়ে কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাটিং করি । এরপর আবার একটু ঘুমিয়ে যাই । আল্লাহ ভাল জানে আজ এতো ঘুম কই থেকে আসছিলো ।

ঘুম থেকে উঠে অজু করে আসরের সালাত আদায় করে নেই । সালাত শেষ করে কম্পিউটা চালু করে অনেক্ষন গেম খেলি ।

Screenshot 46.png

গেম খেলা শেষ করে আমাদের উপজেলার কেন্দ্রিয় জামে মসজিদে যাই একটা সোলার সিস্টেম লাগিয়ে দিতে । মসজিদে আগে থেকেই একটি সোলার ছিলো লাইট জ্বালানোর জন্য । এটা লাগাইলাম শুধু আজানের জন্য এমপ্লিফায়রের ব্যাটারি চার্জ করার জন্য । তো প্যানেল কানেকশন করে ব্যাটারিতে লাইন লাগিয়ে কন্ট্রোলার টা অ্যাডজাস্ট করে দেই ।

কাজ শেষ করতেই মাগরিবের আজান হয়ে গেলো সেখানেই প্রতিদিনের মতো মাগরিবের সালাত আদায় করে নেই । সালাত শেষে আপুকে ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে বাসায় চলে আসি ।


রাত

বাসায় এসে আমি শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং ফেসবুকে চ্যাটিং করি ও আবার স্টিমিটে ঢুকে নোটিফিকেশন চেক করি এবং কিছু কমেন্ট করি বিভিন্ন পোস্টে । তারপর আরো কিছুক্ষণ স্টিমিটে ঘুরাফেরা করি । তারপর অনেক্ষণ গেম খেলি কম্পিউটারে । প্রথমে একা একা খেলতেছিলাম পরে এক বন্ধু যোগ দিলো আমার সাথে । বন্ধুর সাথে অনেক্ষণ মাল্টিপ্লেয়ার খেলার পর কম্পিউটার বন্ধ করি এবং রাতের খাবার খেয়ে নেই । রাতের খাবারে ভাত ও গরুর মাংস ছিল । খাওয়া শেষে আমি আবার ফেসবুকে ঘুরাফেরা করি ।

তারপর একটা ফেসবুক আইডি হ্যাক করি । কেউ খারাপ ভাবিয়েন না । এটা ইথিক্যাল হ্যাকিং । একজনের উপকার করেছি । তার নামে অন্য একজন ফেক আইডি খুলেছিলো । আমি সেটা হ্যাক করে লগিন করে ডিজেবল করে দেই । এই আর কি । তারপর আবার একটু গেম খেলে পোস্ট টা লিখতে বসলাম ।

পোস্ট লিখা শেষ হলে পাবলিশ করে বিছানা ঠিক করে ঘুমিয়ে পরবো ।


তো এভাবেই বিভিন্ন কিছুর ভিতরে কেটেছে আমার আজকের দিন । এই ছিলো আমার আজকের দিনের কার্যাবলি ।
সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।

© All Of These Pictures Are Originally Taken By Myself.


About Me

Name:Ashik
Age:20
Occupation:Student
Location:Bangladesh

Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.

received_272254737387979.png

Thank You

ASHIK

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your writing skills are good, I have a asking that what kind of web design work have you done? Can you explain with us, we can learn if you describe some of your experiences.

#onepercent
#oman

Thank you. I design and develop all kinds of websites. I will write a post about web design very soon. Currently, I am working on an e-commerce website.

#onepercent

#bangladesh

Nice work bro

Thank You bro.

#onepercent

#bangladesh

আপনিতো ট্যাকনিক্যাল কাজ অনেক ভালো পাড়েন😌

মোটামুটি ভাই

Was it PUBG game ??
#onepercent

#bangladesh

greeting from @tarpan