আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আমার আজকের THE DIARY GAME এর ১৮ তম পোস্ট এ সবাইকে জানাই স্বাগতম । আজকের দিনটি আমার মোটামুটি ভালই কেটেছে বলা যায় । আজকে সারাদিন হালকা পাতলা অনেক কিছুর ভিতরে কেটে গেছে । শুয়ে-বসে, গেম খেলে আর বাইরে বাইরে ঘুরে কেটে গেছে দিনটি । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।
সকাল
আজকে আমি প্রায় ভোর ৪ টা ২০ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই বিছানা গুছিয়ে অজু ফজরের সালাত আদায় করে নিছি । তারপর প্রতিদিনের মতোই স্টিমিটে ঢুকলাম , স্টিমিটের নোটিফিকেশন চেক করলাম এরপর কিছু পোস্ট পড়ে সেগুলোতে ভোটও দিলাম । তারপর কিছু কমেন্ট করলাম । এরপর ইন্সটাগ্রামে , ফেসবুকে , ইউটিউবসহ সকল সোশ্যাল মিডিয়া সাইটে এর নোটিফিকেশন ও ইনবক্স চেক করে আসলাম । সেখানে মেসেজের রিপ্লে দিলাম, কমেন্ট এর রিপ্লে দিলাম ও পোস্ট এ কমেন্ট করেছি । ঐ প্রতিদিনের মতো সোশ্যাল মিডিয়া তে যা করে সবাই । এ ছাড়া তো আর কাজও ও নাই সেখানে ।
এরপর প্রতিদিনের মতোই আবার ঘুমাতে যাই । আজ কয়েক ধাপে ঘুমিয়েছি । জেগে যাই আবার ঘুমাই । এভাবেই ঘুমিয়েছি আজ । তবে শেষবার অনেক্ষণ ঘুমিয়েছি আগের বারের থেকে ।
তারপর ঘুম থেকে উঠে দেখি ১০ টা ৪৫ এর মতো বেজে গেছে । ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে সকালের খাবার খেলাম । সকালের খাবারে খেলাম সেমাই । যেটাকে নাস্তা বলাই চলে । সাথে হালকা পাতলা চানাচুর খেলাম । এভাবেই সকালের নাস্তা চলে গেলো । যাই হোক খাওয়া শেষে কম্পিউটার চালু করলাম । কম্পিউটার চালু করে কিছুক্ষণ কাজ করলাম । কিছু ছবি এডিট করলাম । কিছুক্ষণ ওয়েবের কাজ করলাম । এভাবেই অনেক্ষণ কেটে গেলো । সব কাজ শেষ করে গোসলের জন্য চলে গেলাম ।
দুপুর
গোসল শেষে জোহরের সালাত আদায় করে নিলাম । সালাত শেষে দুপুরের খাবারও খেয়ে নিলাম । দুপুরে আজ ছিল আরেকটি মজার খাবার । মিস্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলো আম্মু । এটা আমার আরেকটা প্রিয় খাবার । তবে মিস্টি কুমড়ো দিয়ে যেটাই রান্না করা হোক না কেনো সেটা মজাদার হয় । তো এগুলো দিয়ে তৃপ্তি সহকারে দুপুরের খাবার খেয়ে নিলাম । খাওয়া শেষে মোবাইল নিয়ে কিছুক্ষণ আবার সকল সোশ্যাল মিডিয়া সাইটে ঘোরাফেরা করে আসি । তারপর কম্পিউটার চালু করে আবার কিছু কাজ করি । এরপর আব্বু ফোন করে ডাকে কিছু কাজ করার জন্য ।
তো আব্বুর সাথে গিয়ে কিছুক্ষণ কাজ করি । কাজ শেষ হলে বাড়ি চলে আসি । আজ আমার বাসার পাশের এক বড় ভাই এর বিয়ে ছিলো । তো বিয়েতে যাওয়ার জন্য দাওয়াত দিছিলো । তাই হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিলাম । তারপর বিয়ে তে যাওয়ার জন্য সবাই বের হলাম । বিয়ে বাড়িতে পৌছানোর পর প্রথমে কিছুক্ষণ বিশ্রাম নিলাম বসে । তারপর আমাদের জন্য কিছু নাস্তা ও চা খেতে দেয়া হলো । তো সবাই সেগুলো খেলাম ।
এর মাঝেই আসরের আজান হয়ে গেলো । তো অজু করে আসরেরে সালাত আদায় করে নিলাম । সালাত শেষে আমাদের খাবারের ব্যবস্থা করা হলো । অনেক কিছু খেলাম । বিয়ে বাড়িতে যা খাওয়া হয় আর কি । খাওয়া শেষে আমি কিছুক্ষণ বাইরে ঘুরাফেরা করি । মেঘাছন্ন দিন হওয়ায় সুর্যের দেখা মেলেনি । তেমন অন্ধকার ছিলো সারাটা সময় । আমি পাশের দোকান থেকে কিছু ঠান্ডা কোমল পানীয় কিনে খেলাম । তারপর আবার কিছুক্ষণ হাটাচলা করলাম । কোন কাজ নাই কি আর করবো । এরই মাঝে আসে পাসের কিছু জিনিসের ছবি তুললাম । আলো কম হওয়ায় ছবি তেমন ভাল আসতেছিলো না । তারপর ও কিছু তুললাম ।
এরই মাঝে বিয়ের কাজ শেষ হয়ে যায় । এরপর মেয়েকে সাজানোর কাজ হচ্ছিলো । তারপর মাগরিবের আজান দিলো । অজু করে মাগরিবের সালাত আদায় করে নিলাম । এরপর কিছুক্ষণ বসে থাকলাম বিয়ে বাড়িতে । মেয়েকে সাজানো শেষ হলে বিদায় নিয়ে আমরা চলে আসলাম । এরপর আমি আমার বাড়িতে চলে আসলাম ।
রাত
বাসায় এসে আমি শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং ফেসবুকে চ্যাটিং করি ও আবার স্টিমিটে ঢুকে নোটিফিকেশন চেক করি এবং কিছু কমেন্ট করি বিভিন্ন পোস্টে । তারপর আরো কিছুক্ষণ স্টিমিটে ঘুরাফেরা করি । প্রতিদিন যা করি আর কি । তারপর পরিবারের সবার সাথে কিছুক্ষণ গল্প করে আড্ডা দেই । তারপর রাতের খাবার খেয়ে নেই । রাতের খাবারে আজ ভাত ও দুপুরের সেই কুমড় আর চিংড়ি মাছের তরকারি ছিলো । খাওয়া শেষে অনেক্ষণ গেম খেলি কম্পিউটার চালু করে । তারপর ফেসবুকে বন্ধুদের সাথে আড্ডা দেই ।
তারপর ইউটিউবে কিছু রিভিউ ভিডিও দেখি । ভিডিও দেখা শেষ হলে কিছু ছবি ইডিট করলাম । এরপর পোস্ট টা লিখতে বসলাম । পোস্ট লিখা শেষ হলে পাবলিশ করে বিছানা ঠিক করে ঘুমিয়ে পরবো ।
তো এভাবেই বিভিন্ন কিছুর মধ্যে কেটেছে আমার আজকের দিন । এই ছিলো আমার আজকের দিনের কার্যাবলি ।
সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।
About Me
Name: | Ashik |
---|---|
Age: | 20 |
Occupation: | Student |
Location: | Bangladesh |
Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.
পেয়ারা গাছের পাতার ছবি গুলো অস্থির হইছে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অন্ধকার ছিলো,,,তারপরেও মোটামুটি ভালই আসছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Don't be hopeless. Keep posting.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit