আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। @steem-bangladesh এ মুভি রিভিও কন্টেস্ট এনাউন্স করার জন্য @toufiq777 ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমি আসলে একজন মুভি প্রেমিক। আমি সপ্তাহে কম পক্ষে একটি মুভি দেখি। আজকে আমার সম্প্রতি দেখা একটি হলিউড মুভি সম্পর্কে লিখবো। আশা করবো সবার ভালো লাগবে।
বিঃদ্রঃ বাংলা ভাষায় লেখলাম কারণ মুভিটি আমার এতো পছন্দ হয়েছে যে বংলাতেই বুঝিয়ে সাচ্ছন্দ্যবোধ করছি।
🎦 Movie Name : Don't Breath (2016)
🔴 Run Time : 1 hour 28 minute
🟡 Genre : Horror / Thriller
🟠 Directed by :Fede Alvarez
Produced by : Sam Raimi, Robert Tapert
🟢 Cast : Stephen Lang,Jane lavy,Dylan Minnette,Daniel
Zovatto
🔵 Industry : Hollywood
🟣 Imdb Rating : 7.1/10
🟤 Personal Rating : 9.5/10
🔶 Budget : $9.9 million
🔷 Box Office : $ 157.1 million
🔳প্লটঃ
মুভির কাহিনী শুরু হয় মূলত তিন চোর কে নিয়ে!।যারা মিশিগান এর যারা ডেট্রয়েট শহরের ধনীদের ঘর সাফ করে। এলেক্স,রকি,মানি তিনজন মিলেই মোটামুটি প্রি-প্ল্যানিং করে অনেক ধরনের টেকনোলজি ব্যবহার করে চুরি করে থাকে।
কিন্তু ছোটখাটো চুরিতে তাদের ইচ্ছে পূরণ হয় না। তাদের প্রয়োজন অনেক টাকা, যাতে তারা স্বচ্ছল জীবন কাটাতে পারে। তাদের নেতা একটা বাড়ির সন্ধান দেন। বাড়িটি হলো যুদ্ধে অংশ নেওয়া এক অবসরপ্রাপ্ত অন্ধ আর্মি অফিসার এর বাড়ি । অন্ধ আর্মি অফিসারের কাছের মানুষ বলতেও কেউ নেই।এক মেয়ে সন্তান ছিল তার।আর মেয়েটি বছরখানেক আগে গাড়িচাপা পরে মারা যায়। ফলে সরকার প্রদত্ত সেটেলমেন্ট হিসেবে পাওয়া ৩ লাখ ডলার নিয়ে সে এক বাড়িতে একাই থাকে ।এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায়না রকি ও মানি কারন তাদের দুজনেরই অর্থের প্রয়োজন ছিল।
এলেক্স শুরুতে সম্মতি না জানালেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়।এভাবে এক রাতে অন্ধ আর্মি অফিসারের ভুতুড়ে বাড়িতে ঢুকে পড়ে ওরা তিনজন।
স্ক্রিনশটঃ
মজার ব্যাপার হচ্ছে তার বাড়িতে একটা কুকুর ছাড়া আর কেউ নেই যে রক্ষণাবেক্ষণের জন্য! একেতো অন্ধ লোক,কোনো বাধাই দিতে পারবেনা৷ উপরন্তু বেশ ক্যাশ। তবে চুরি করতে যেতেই বুঝতে পারে কাজটা এতো সোজা না। কারণ তারা যদি হয় বুনো ওল তো অন্ধ হলেও লোকটা ঠিক বাঘা তেঁতুল!
আর এখানেই মুভির আসল টুইস্ট শুরু! এখান থেকেই আসল থ্রিল টা শুরু হয়! ওরা তিনজন কল্পনাই করতে পারেনি বাড়ির ভেতর কি অপেক্ষা করছে তাদের জন্য! যার ফলে একসময় অর্থের চেয়ে নিজের জীবন রক্ষা করাই দায় হয়ে পড়ে তাদের তিন জনের।
স্ক্রিনশটঃ
যাইহোক, রাতে, গ্যাংটি বাড়িতে পৌঁছে, নর্ডস্ট্রম নামের অন্ধ লোকটির কুকুর কে তারা ড্রাগ দিয়ে অচেতন করে ফেলে। তারপরে তাদের একজন গিয়ে নর্ডস্ট্রমের শোবার ঘরে একটি ঘুমের গ্যাসের বোতল রাখে। একটি লকড বেসমেন্টের দরজা দেখে মানি ধরে নেয় যে টাকাগুলো সেখানেই লুকানো আছে এবং এরপরে লকারটিতে গুলি করে। পরবর্তীতে গুলির শব্দ নর্ডস্ট্রমকে জাগিয়ে তোলে, পরে তিনি মানিকে পরাস্ত করে এবং মানি কে হত্যা করে, পরে লোকটি মানির বন্দুকটি নিয়ে যায়। নর্ডস্ট্রম যখন তার লকারের জিনিসপত্র যাচাই করার জন্য পিন কোড চেপে লকারটি খোলে তখন রকি তাতে নজর রাখে এবং পিন কোডটি জেনে নেয়। পরে লোকটি চলে যাওয়ার পরে, লকারে পিন এন্ট্রি করে টাকাগুলো ব্যাগে উঠিয়ে নেয় রকি। এরপরে , নর্ডস্ট্রম নিচে যায় আর রকি এবং অ্যালেক্সের জুতা খুজে পায় এবং বুঝতে পারে যে যাকে সে হত্যা করলো সে ব্যতিত আরও মানুষ আছে , তারপরে অন্ধ লোকটি তার লকার এর কাছে যায় আর লকার খালি পেয়ে ফিরে আসে।
স্ক্রিনশটঃ
নর্ডস্ট্রম সাথেসাথে তার বেসমেন্টের সব দরজা ব্লক করে দেয়। এলেক্স আর রকি তার পরে পালাতে পারে না । যে কুকুরটিকে ড্রাগ দিয়ে অচেতন করা হয়েছিল, জেগে ওঠা সেই কুকুরটির মুখোমুখি হয় তারা এবং বেসমেন্টটির বেডরুমে পালিয়ে থাকে। রকি বাসার বায়ুচলাচল নালী দিয়ে ঘর থেকে পালিয়ে যায়। অ্যালেক্স একটি উইন্ডো থেকে একটি স্কাইলাইটের উপর পড়ে এবং ছিটকে গিয়ে অজ্ঞান হয়ে যায়। যখন অ্যালেক্স জেগে উঠল, নর্ডস্ট্রোম তার উপর বাসার স্কাইলাইট ছুঁড়ে মারে , এরপর বাগানের কাঁচ দিয়ে তাকে হত্যা করতে উদ্যত হয়। কিন্তু পারে না পরে দেখা যায় কুকুরটি রকিকে তাড়া করতে করতে বায়ু চলাচলের নালীর ভেতর ঢুকে পড়ে।
স্ক্রিনশটঃ
Picture taken while watching the movie
এরপরে একটা ভয়াবহ দৃশ্য দেখানো হয় যেখানে রকিকে নর্ডস্ট্রম ধরে ফেলে তারপর টার্কি বাস্টার ব্যবহার করে কৃত্রিমভাবে গর্ভপাত করার জন্য রকিকে প্রস্তুত করে। এরপরে অ্যালেক্স আসে এবং নর্ডস্ট্রমের হাত থেকে রকি কে বাচায়, লাস্টে নর্ডস্ট্রমকে ওরা হাতকড়া পড়িয়ে দিয়ে আসে কিন্তু পুরোপুরি মেরে ফেলে না।
স্ক্রিনশটঃ
পরে রকি এবং অ্যালেক্স সামনের দরজা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। নর্ডস্ট্রোম কোনোভাবে মুক্ত হয়ে যায় এবং ওদের সামনে পরে অ্যালেক্সকে গুলি করে মেরে ফেলে। কুকুরটি ওদের পিছনে পিছনে যেতেই রকি পালিয়ে যায় এবং নর্ডস্ট্রম এর বেসমেন্টে থেকে পালিয়ে তাদের গাড়ির ওখানে যায় কুকুরটিও প্রায় ধরে ফেলে রকিকে । এখানে সেই লেভেলের টুইস্ট লক্ষ করা যায় রকি খুব চালাকির সাথে কুকুরটিকে তার গাড়ির ট্রাঙ্কে আটকে ফেলে । কিন্তু বিধি বাম! নর্ডস্ট্রমের হাতে আবার ধরা পড়ে যায় রকি। নিজের বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় নর্ডস্ট্রম রকি কে। এরপরে রকি বাড়ির অ্যালার্ম সিস্টেমটির মাধ্যমে নর্ডস্ট্রম কে দিশেহারা করে ফেলে তারপরে একটা লোহার দন্ড দিয়ে তাকে বার বার মাথায় আঘাত করে । নর্ডস্ট্রম মরে গেছে ভেবে রকি পুলিশ আসার আগেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
স্ক্রিনশটঃ
Picture taken while watching the movie
পরে, রকি এবং তার ছোট বোন ডিডি ট্রেন স্টেশনে বসে তাদের এ ঘটনাটি নিয়ে একটি নিউজ রিপোর্ট দেখেন। নিউজে দেখা যায় হাসপাতালে সুস্থ হয়ে উঠা নর্ডস্ট্রম আত্মরক্ষার জন্য দু'জন অনুপ্রবেশকারীকে (অ্যালেক্স এবং মানি) নিহত করেছেন বলে জানা গেছে। তিনি রকির ব্যাপারে বা চুরি হওয়া ডলারগুলোর কথা উল্লেখ করেন নি। অবশেষে দেখা যায় রকি এবং ডিডি লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে একটি ট্রেনে চড়েছিলেন।
আমার যেমন লেগেছেঃ
💠 চমৎকার একটা মুভি। মুভির প্লটটা বলতে গেলে অনেক ছোট বা অল্প সময়ের, কিন্তু পুরো মুভি জুড়েই রয়েছে টানটান সাসপেন্সে ভরপুর। প্রতিটা মুহূর্ত কী ভাবে ঘটবে সেই একটা আচ্ছন্ন ভাবনায় রাখে Don't Breath মুভিটি।
💠 হরর- থ্রিলার ধাঁচের হিসেবে মুভিটা আমার কাছে অনেক ভালোই ছিল। কিন্তু মুভিটির জনরা হরর- থ্রিলার না বলে সাসপেন্স থ্রিলার বললে ভালোই হতো।
💠 অভিনয় নিয়ে বলতে গেলে - অন্ধ আর্মি অফিসার এর অভিনয় ছিল সত্যিই চোখ ধাঁধানো।তাছাড়া এলেক্স,রকি,মানি যার যার অবস্থানে অনেক ভালোই অভিনয় করেছে।
💠 মুভিটির ব্যাকগ্ৰাউন্ড মিউজিক অনেক ভালোই ছিল। বিশেষ করে ব্যাকগ্ৰাউন্ড মিউজিক এর কারণে হরর ফিলটা তৈরি হয়েছে । তাছাড়া Don't Breath মুভিটির অপ্রত্যাশিত টুইস্ট গুলোর কারনে আরো বেশি ভালো লেগেছে। আর মুভির শেষের দিকটাও ছিল অনেক মিস্টেরিয়াস।
আসলে আমার স্টিম পাওয়ার নেই তাই ৮০% ডেলিগেশন টা করতে পারলাম না, স্যরি @toufiq777 ভাই। কিন্তু খুব খাটাখাটি করে পোস্ট টা তৈরি করেছি। আশা করি সিলেক্ট করবেন।
আপনার পোস্টটি সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit