বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম কে
বিদ্রোহী কবি বলা হয়।তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের প্রতি মানুষের অত্যাচার এবংদাসত্বের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ওগুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই “বিদ্রোহী কবি”।
কবির জন্ম
(২৫- মে -১৮৯৯)
বাংলা- ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া থানায় অবস্থিত।
নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তার ছেলে বেলা ও শিক্ষা এবং জীবন এর কিছু অংশ
![green-2619802__480.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbpBJw5cxoC2RHemtyhzdkmcJK6duun3nFnp8cMS4C1sF/green-2619802__480.jpg)
Source
তার প্রাথমিক শিক্ষা ছিলধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধেজ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এসময় তিনি কলকাতাতেই থাকতেন। এসময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মত কবিতা; ধূমকেতুর মতসাময়িকী। জেলে বন্দী হলেপর লিখেন রাজবন্দীর জবানবন্দী। এই সবসাহিত্যকর্মে সাম্রাজ্য বাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজএবং অবহেলিত ভারতীয় জনগণেরসাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্য কর্মেপ্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গ ভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোটগল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবিহিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং সুর করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা “নজরুল গীতি” নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়।মধ্য বয়সে তিনি পিক্স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে দীর্ঘদিন তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়।একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
রচিত উপন্যাস
বাঁধনহারা,মৃত্যু-ক্ষুদা,কুহেলিকা।
রচিত গল্পগ্রন্থ
ব্যথার দান, রিক্তের বেদন,শিউলিমালা।
রচিত প্রবন্ধগ্রন্থ
যুগ-বানী, দুর্দিনের যাত্রী, রুদ্র মঙ্গল,রাজবন্দির জবানবন্দি।।
কবির মৃত্যু
২৯-আগস্ট ১৯৭৬১২-ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ।
এত অল্প লিখলে হবে না। আরও লেখার চেষ্টা করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
আমার ডিলিশন এর নোটিফিকেশন টা যোগ করুন প্লিজ।
@toufiq777
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit