1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 11/08/2020 Tuesday

in hive-138339 •  5 years ago  (edited)

আসসালামু ওয়ালাইকুম
কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।
প্রতিদিন এর মত আজকেও আমি আমার ডায়রি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম।

সকালঃআজকের সকালে ঘুম থেকে ১০.৩০ এ উঠি।ঘুম থেকে উঠে ১০.৩০থেকে ১১টা ৩০ পর্যন্ত আমি মোবাইল দেখি। দেখার পরে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তারপর সকালে নাস্তা করার জন্য হোটেলে যাই। সকালে আমি চারটা পরেটা এবং ডাল দিয়ে সকালের নাস্তা করি। নাস্তা করার পর আমরা ম্যাচের জন্য বাজার করি এবং বাজারে মুরগির মাংস মরিচ এবং মুরগির মসলা নেই। এগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি।

দুপুরঃ বাসায় এসে আমরা দুপুরের রান্না তৈরি করি। দুপুরে রান্না হয়েছিল মুরগির মাংস এবং ভাত। দুপুরে রান্না শেষ হলে আমি গোসলে যাই এবং গোসল করে ফ্রেশ হয়ে বের হয়। তখন হঠাৎ আমার একটি জবের জন্য ইন্টারভিউ এর কল আসে।

20200811_144036.jpg

তখন আমি এবং আমার বন্ধু সহ দুপুর 2:30 মিনিটে ইন্টারভিউ দেওয়ার জন্য রওনা দেই মিরপুর এর উদ্দেশ্যে। আমরা কল্যানপুর থেকে রিক্সা নিয়ে বাংলা কলেজ যাই।বাংলা কলেজ এর ওইখানে গিয়ে আমরা বাস ধরে মিরপুর এ যাই।সেখানে গিয়ে ইন্টারভিউ দেই।ইন্টারভিউ দেওয়ার পর আমরা মিরপুর থেকে কিছু কেনাকাটা করি।আমি একটি হাফ প্যান্ট নেই এবং একটি ফুল প্যান্ট কিনি।

20200811_162830.jpg

তারপর চারটা বাজলে আমরা বাস ধরে এসে আবার কল্যানপুর এ চলে আসি।তারপর আমরা ৪.৩০ এ আসে বাসায় পৌছাই। বাসায় এসে আমরা দুপুরের খাওয়া খাই।দুপুরের খাওয়া শেষ হলে ১ ঘন্টা বিশ্রাম নেই।

রাতঃ তারপর আবার ৬ টার দিকে আমি এবং আমার বন্ধু শুভ সহ আমরা আবার আমাদের বন্ধুদের সাথে দেখা করতে মিরপুর এ যাই। সেখানে আমরা ৪ জন একত্রিত হই। সবাই একত্রিত হয়ে আবার আমরা মিরপুর ২ এ যাই নাস্তা করার জন্য।

20200811_202101.jpg

মিরপুর ২ এ বি এফ সি তে আমরা চিকেন খাই।সেখানে ৮৮০ টাকা দিয়ে ৯ টি চিকেন ফ্রাই নেই।আমরা সবাই সেখানে নাস্তা করি এবং গল্প করি।তারপর রাত ৯ টা বাজলে আমরা আবার বাসায় আসার উদ্দেশ্যে হেটে রওনা দেই।প্রায় ৪৫ মিনিট হাটার পর রাত ৯.৪৫ এ আসে বাসায় পৌছাই।বাসায় আসে কিছুক্ষন বিশ্রাম নেই।তারপর রাতের খাওয়া খাই। রাতের খাওয়া শেষ হলে আমি ঘুমানোর জন্য বিছানাটা যাই তারপর মোবাইল দেখতে দেখতে প্রতিদিন এর মত ঘুমিয়ে পড়ি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Thank you

Great job bro #steem on

Tnk u bro i will try my best

দিনটা অনেক দারুণ ছিলো।
খুব সুন্দর লিখেছো বন্ধু।