শাপলা
শাপলা ফুল একটি অতিপরিচিত ফুল এটি আমাদের দেশের বিভিন্ন জলাশয়ে দেখা যায় । বিভিন্ন রংয়ের শাপলা ফুল দেখা যায় । সাদা শাপলা আমার জাতীয় প্রতিক। আমাদের দেশের বিভিন্ন মুদ্রায় শাপলা ফুল দেখা যায় । শাপলা ফুলের ইংরেজি নাম ওয়াটার লিলি। শাপলা ফুল পুকুরের শোভা বর্ধন করে তাই আমরা বিভিন্ন পুকুরে শাপলা ফুল দেখতে পাই । এটি মুলত বর্ষা ও শরৎ কালে ফুটে থাকে। শাপলা ফুল ভোর বেলা ফুটে এবং দিনের বেলা পাপড়ি বন্ধ হয়ে থাকে।
গোলাপ
মিশ্রিত গোলাপ
আমি একটি লাল ও সাদা বর্নের মিশ্রিত গোলাপের ছবি তুলে ধরেছি আপনাদের কাছে । গেলাপ এমন একটি ফুল আমাদের সমাজে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনে গোলাপের উপস্হিতি লক্ষ্য করা যায় । গোলাপের বৈজ্ঞানিক নাম হল রোজা স্পেসিস। গোলাপের প্রায় কয়েক হাজার প্রজাতি রয়েছে । আমরা বিভিন্ন রংয়ের গোলাপ দেখতে পাই । গোলাপ একটি শতবর্ষ জীবি কাটাযুক্ত ফুলের গাছ । আমাদের দেশে লাল গেলাপের চাহিদা বেশি দেখা যায় এবং ভালবাসার নিদর্শন হিসেবে কাজ করে লাল গোলাপ। ১৪ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে লাল গোলাপের চাহিদা বেড়ে যায়। গোলাপ অত্যন্ত সুগন্ধি যুক্ত একটি ফুল।
জবা
জবা আমাদের দেশে সবার কাছে অতি পরিচিত একটি ফুল এটি চায়না রোজ নামেও পরিচিত বিভিন্ন দেশে যদিও এটি গোলাপের মত দেখতে নয়। জবা ফুলের বৈজ্ঞানিক নাম হল ক্যারলাস লিনেয়াস এটি একটি চিরসবুজ ফুলের গাছ । জবা ফুলের অনেক ঔষধি গুনাগুন রয়েছে জবা ফুলের রস তেলের সাথে মিশিয়ে চুলে দিলে চুল বৃদ্ধি হয়,ঠান্ডা জনিত সর্দি কাশি হলে জবা ফুলের রস খেলে সুস্থ হয়ে যায় এবং চোখ উঠলে জবা ফুলের পাতা বেটে দিলে ঠিক হয়ে যায় ।
গোলাপ জাম
গোলাপজাম মূলত একটি সুস্বাদু ফল, আমি গোলাপজামের ফুল আপনাদের কাছে তুলে ধরলাম এবং কিছু তথ্য জানাবো আপনাদের। এই ফুলটি দেখতে অনেক সুন্দর । ফুলের রং সাদা বর্নের হয়ে থাকে । এই ফুলটি সাধারণত বর্ষাকালে ফুটে থাকে । ফুলটি কিছু লম্বা শিরদ্বারা গঠিত । এটি সুগন্ধি যুক্ত নয়। তবে ফল সুগন্ধি এবং মজাদার।
বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি @shamimhosain ও @sohanurrahaman কে অংশগ্রহন করার জন্য জনাচ্ছি।
বাংলাদেশ
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit