হ্যালো স্টীম বাংলাদেশের সকল বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন,আমিও ভাল আছি, আমি আজকে স্টীম বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশগ্রহন করছি, প্রতিযোগিতাটি হচ্ছে "২০২১ সালটি কেমন কেটেছে " এটি একটি অসাধারণ প্রতিযোগিতা। আমি এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই @boss75 ভাইকে
সাল ২০২১ ইং
বন্ধুরা চলুন আমার বিগত ২০২১ইং সালের দুঃখ ও আনন্দের সময়গুলো জেনে আসি।
বছেরর শুরুতে
২০২০ সলের বছরের শেষ দিনটিতে আমরা পিকনিক এর আয়োজন করে থাকি। তাই প্রথম দিনটিতেই ভাল কোন কিছু খাওয়া হয়।আমি সবাইকে নিয়ে পিকনিকের আয়োজন করেছিলাম। এভাবে নতুন বছর শুরু হয়েছিল। জানুয়ারি মাসের ১৬ তারিখে আমার জন্মদিন। আমার জন্মদিন এ সবাই আমাকে অভিনন্দন জানায়। কিন্তু আমার জন্মদিন উপলক্ষে কোনদিন কোন রকম পার্টির আয়োজন করা হয়নি এবং বিশেষ ভাবে কেউ উইশ ও করতে পারে নি এটি আমার কাছে একটু খারাপ লাগে। যাই হোক এরপর ফ্রেব্রুয়ারী মাসে আমি আমার বাগানে ব্যাস্ত হয়ে যাই লিচু গাছে মুকুল আসার সময় এটি তাই গাছের যত্ন নিয়ে ব্যস্ত সময় পার করি।
বছরের মাঝামাঝি
২০২১ সালের মাঝামাঝি সময়টি আমার বেশ ভালো কেটেছে। আমি একদিন আমাদের এলাকার কিছু বড় ভাই ও ছোটদের নিয়ে আমাদের বাড়ির পাশে তিলাই নদীতে গোসল করতে যাই, নদীতে গোসল করতে অনেক মজা লাগে। আমাদের নদীটি খনন করার পর গভীরতা অনেক হয়েছে। আমি আমার মোবাইল ফোন টি নিয়ে গিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য। আমি নদীতে নেমেই ছবি তুলে নিয়ে নেই।
কিছুদিন পর আমি আমার বন্ধুদের সাথে ঢাকা ঘুরতে যাই এবং কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। আমরা ট্রেন এ গিয়েছিলাম ঢাকায়। আমরা দুদিন ছিলাম এ সময়ের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ শেষ করে নেই এবং আশেপাশে একটু খানি ঘোরাঘুরি করে নেই এরপর আমরা বাড়িতে চলে আসি।
বছরের শেষে
২০২১ সালের শেষের দিক টি ছিল আমার জন্য অনেক আনন্দের এবং একসাথে কষ্টের। এসময় আমার বোনের বিয়ে হয়। আমি বিয়ের আয়োজন করতে বেশ চাপে ছিলাম। আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে আয়োজন এর প্রস্তুতি নিয়ে রাখি। সবশেষে সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। সময় টি বেশ মজার ছিল আমরা বন্ধুরা মিলে অনেক মজা করেছিলাম।
কিন্তু এমাঝে কষ্ট এটাই ছিল আমার ছোট বোন আমাদের ছেড়ে চলে যাবে। অবশেষে সব অনুষ্ঠান শেষ হয়ে যায় ভালভাবে।
প্রিয় বন্ধুরা এই ছিল আমার ২০২১ সালটি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
বছরটা বেশ আনন্দময় ছিল আপনার জন্য। বিশেষ করে আপনার বোনের বিয়ের অনুষ্ঠানটি বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit