How I Have Spent 2021 || 14th January 2022

in hive-138339 •  3 years ago 

হ্যালো স্টীম বাংলাদেশের সকল বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন,আমিও ভাল আছি, আমি আজকে স্টীম বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশগ্রহন করছি, প্রতিযোগিতাটি হচ্ছে "২০২১ সালটি কেমন কেটেছে " এটি একটি অসাধারণ প্রতিযোগিতা। আমি এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই @boss75 ভাইকে

সাল ২০২১ ইং

বন্ধুরা আমাদের জীবনটাই হচ্ছে সুখ দুঃখ হাসি কান্না এসব কে নিয়ে। আমাদের জীবনে কখন যে সুখ আসে আর কখন জানি দুঃখ চলে আসে তা আমরা বলতে পারি না কিন্তু এটা সত্য যে আমাদের এসব কিছু নিয়েই বেঁচে থাকতে হবে।

বন্ধুরা চলুন আমার বিগত ২০২১ইং সালের দুঃখ ও আনন্দের সময়গুলো জেনে আসি।

বছেরর শুরুতে

20210407_171551.jpg

লিচু

20210407_170919.jpg

লিচু

২০২০ সলের বছরের শেষ দিনটিতে আমরা পিকনিক এর আয়োজন করে থাকি। তাই প্রথম দিনটিতেই ভাল কোন কিছু খাওয়া হয়।আমি সবাইকে নিয়ে পিকনিকের আয়োজন করেছিলাম। এভাবে নতুন বছর শুরু হয়েছিল। জানুয়ারি মাসের ১৬ তারিখে আমার জন্মদিন। আমার জন্মদিন এ সবাই আমাকে অভিনন্দন জানায়। কিন্তু আমার জন্মদিন উপলক্ষে কোনদিন কোন রকম পার্টির আয়োজন করা হয়নি এবং বিশেষ ভাবে কেউ উইশ ও করতে পারে নি এটি আমার কাছে একটু খারাপ লাগে। যাই হোক এরপর ফ্রেব্রুয়ারী মাসে আমি আমার বাগানে ব্যাস্ত হয়ে যাই লিচু গাছে মুকুল আসার সময় এটি তাই গাছের যত্ন নিয়ে ব্যস্ত সময় পার করি।

বছরের মাঝামাঝি

20210415_122334.jpg

নদীতে গোসল

20210415_122520.jpg

নদীতে গোসল

20210415_120921.jpg

নদীতে গোসল

২০২১ সালের মাঝামাঝি সময়টি আমার বেশ ভালো কেটেছে। আমি একদিন আমাদের এলাকার কিছু বড় ভাই ও ছোটদের নিয়ে আমাদের বাড়ির পাশে তিলাই নদীতে গোসল করতে যাই, নদীতে গোসল করতে অনেক মজা লাগে। আমাদের নদীটি খনন করার পর গভীরতা অনেক হয়েছে। আমি আমার মোবাইল ফোন টি নিয়ে গিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য। আমি নদীতে নেমেই ছবি তুলে নিয়ে নেই।

IMG-20210401-WA0001.jpg

চিজি পাস্তা

IMG-20210401-WA0005.jpg

ফাস্ট ফুডস কর্নার

IMG-20210401-WA0008.jpg

ঢাকা ভ্রমণ

কিছুদিন পর আমি আমার বন্ধুদের সাথে ঢাকা ঘুরতে যাই এবং কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম। আমরা ট্রেন এ গিয়েছিলাম ঢাকায়। আমরা দুদিন ছিলাম এ সময়ের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ শেষ করে নেই এবং আশেপাশে একটু খানি ঘোরাঘুরি করে নেই এরপর আমরা বাড়িতে চলে আসি।

বছরের শেষে

IMG-20210616-WA0038.jpg

বোনের বিয়েতে

IMG-20210616-WA0025.jpg

বোনের বিয়েতে

IMG-20210616-WA0013.jpg

বোনের বিয়েতে

IMG-20210616-WA0048.jpg

বোনের বিয়েতে

২০২১ সালের শেষের দিক টি ছিল আমার জন্য অনেক আনন্দের এবং একসাথে কষ্টের। এসময় আমার বোনের বিয়ে হয়। আমি বিয়ের আয়োজন করতে বেশ চাপে ছিলাম। আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে আয়োজন এর প্রস্তুতি নিয়ে রাখি। সবশেষে সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়। সময় টি বেশ মজার ছিল আমরা বন্ধুরা মিলে অনেক মজা করেছিলাম।

IMG-20210616-WA0076.jpg

আমি বাবা মা বোন

কিন্তু এমাঝে কষ্ট এটাই ছিল আমার ছোট বোন আমাদের ছেড়ে চলে যাবে। অবশেষে সব অনুষ্ঠান শেষ হয়ে যায় ভালভাবে।

প্রিয় বন্ধুরা এই ছিল আমার ২০২১ সালটি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বছরটা বেশ আনন্দময় ছিল আপনার জন্য। বিশেষ করে আপনার বোনের বিয়ের অনুষ্ঠানটি বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল। সুন্দর লিখেছেন।

অনেক অনেক ধন্যবাদ ভাই।


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @boss75

JOIN WITH US ON DISCORD SERVER: