Travel review || parbatipur to dhaka || 9th February 2022eng.

in hive-138339 •  3 years ago 

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি স্টিম বাংলাদেশ আয়োজিত ট্রাভেল রিভিউ কনটেস্ট এ অংশগ্রহণ করতেছি

মাই কান্ট্রিঃবাংলাদেশ।

ভ্রমণ স্থানঃঢাকা, বাংলাদেশ

সময়ঃজুলাই ২০২১ ইং।

বর্ণনা

20210330_142124.jpg

সান্তাহার

সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। গত বছর জুলাই মাসে আমি ও আমার বন্ধু ও আমার বড় ভাই মিলে প্লান করলাম যে আমরা ঘুরতে ও কিছু কেনাকাটা করতে ঢাকা শহরে যাব। এরপর আমরা একটি দিন নির্বাচন করলাম এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আমরা ট্রেন এ যাওয়ার জন্য টিকিট কেটে রাখি। এরপর আমরা নির্ধারিত দিনে রেলপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই।ঁএরপর কয়েক ঘন্টা জার্নি করার পর আমরা এক বন্ধুর বাসায় গিয়ে উঠি আমরা অনেক ক্লান্ত হয়ে পরেছিলাম তাই বাসায় এসে রেস্ট করে নেই।

IMG-20210401-WA0007.jpg

ফাস্ট ফুড কর্নার

IMG-20210401-WA0018.jpg

ফাস্ট ফুড কর্নার

রাতে আমরা ডিনার করার জন্য বাহিরে চলে আসি এবং পাশের একটি ফাস্ট ফুডের দোকানে রাতের খাবার খেয়ে নেই এরপর কিছু সময় আমরা একটু এদিক ওদিক আড্ডা দিয়ে বাসায় চলে আসি ।

IMG-20210401-WA0014.jpg

রবীন্দ্র সরবর

IMG-20210401-WA0031.jpg

রবীন্দ্র সরবর

বাসায় আসার আগে আমরা ট্রেন থেকে নেমে রবীন্দ্র সরবর এ কিছু সময় কাটিয়েছিলাম। এখানে রাতের বেলা অনেক লোকজন দেখা গেল অনেকে ক্রিকেট খেলা শুরু করে দিয়ে দেয়। আমরা এখানে বসে চা পান করলাম এরপর কিছু সময় পর আমরা বাসায় ফিরে আসি।

IMG-20210402-WA0014.jpg

আইসক্রিম

রাতের বেলা ঘুমানোর পর সকাল বেলা একটু ফ্রেশ লাগছিল কিছু সময় পর আমরা বাহিরে চলে আসি আমাদের কাজ শেষ করার জন্য।আমরা বাহিরে একটি হোটেল এ সকালের নাশতা করি এরপর কাজে বের হয়ে যাই।কাজ শেষ করতে দুপুর হয়ে যায় এবং আমরা পাশের একটি রেস্টুরেন্টে এ দুপুরের খাবার খেয়ে নেই এটি মুলত এলিফ্যান্ট রোডে অবস্থিত।

IMG-20210402-WA0019.jpg

রেস্টুরেন্ট

এরপর আমরা একটু রেস্ট করে নেই এবং এদিক ওদিক কেনাকাটা করতে রাত হয়ে যায় এরপর আমরা আমাদের বড় ভাই কে বিদায় দিতে হবে তাই ওনি চলে গেলেন ওনার মামার বাসায় এরপর আমরা আমাদের বন্ধুর বাসার দিকে রওনা দেই।

IMG-20210402-WA0015.jpg

স্টার কাবাব

IMG-20210402-WA0012.jpg

স্টার কাবাব

IMG-20210402-WA0005.jpg

পেপসি

বাসায় ফেরার পথে আমরা স্টার কবাব এ রাতের খাবার খেতে যাই। এটি একটি অত্যন্ত ভাল মানের ফাস্ট ফুডের দোকান। আমরা নান রুটি ও মাটন কবাব অর্ডার করলাম।এরপর আমরা খাওয়া শেষ করে বাসায় ফিরে আসি।
এরপর আমরা বাড়িতে চলে আসবো তাই রাতেই আমাদের সবকিছু গুছিয়ে নেই। এরপর আমরা কিছু সময় গল্প করে ঘুমিয়ে পড়ি।পরের দিন সকাল বেলা আমরা ট্রেন এ উঠে পার্বতীপুর এ চলে আসি।

IMG-20210402-WA0024.jpg

রাস্তায় হেটে যাচ্ছি

বন্ধুরা এই ছিল আমার ভ্রমণ এর বিস্তারিত তথ্য,আশা করি আপনাদের ভাল লেগেছে।

আমি @sohanurrahman@shamimhossain কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আহব্বান জানাচ্ছি।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ছিলো আপনার ট্রুর টি। অনেক মজা করেছেন বোঝা যাচ্ছে। খাবারগুলো অনেক লোভনীয় ছিলো।

অনেক ভালো ও ব্যাস্ত সময় কাটিয়েছি। ধন্যবাদ।

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

Hi, your post has been upvoted by @hive-138339 courtesy of @abuahmad

JOIN WITH US ON DISCORD SERVER:

অনেক সুন্দর একটি ট্রাভেল রিভিউ আপনি উপস্থাপন করেছেন.

ধন্যবাদ আপনাকে।

স্টার কাবাব কেমন ছিল? সুন্দর রিভউ শেয়ার করেছেন।

অনেক মজার ভাই।

Great job!

Your high-quality post has been upvoted by the Lifestyle curator team managed by @o1eh. We enjoyed reading it a lot.

Follow @steemitblog to update the latest information about Steemit.