Steem Bangladesh Contest Art

in hive-138339 •  2 years ago 

হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন।আমি অনেক ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত আর্ট কনটেস্টে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আপনাদের মাঝে একটি গ্রামের দৃশ্য আর্ট করলাম আশা করি সকলের ভাল লাগবে।তাহলে চলুন শুরু করা যাক

আমার তৈরি আর্ট

IMG_20220602_160150.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
স্কেল ও রাবার
পেন্সিল ও একটি সাদা কাগজ

IMG_20220602_105604.jpg

ধাপ-০১


আমি সর্বপ্রথম একটি সাদা কাগজ নিলাম। তারপর আমি সেই দিয়ে প্রথমে দুটি সোজা দাগ টেনে নিলাম। তারপর আবারও আমি একটু বাঁকা করে আরো দুইটি দাগ টেনে নিলাম।

ধাপ-০২


তারপর আমি প্রথম দুই দাগের মাঝে প্রথমে দুইটি গাছ আর্ট করে নিলাম। তারপর অপর পাশে আরোও একটি গাছ আর্ট করে নিলাম।

ধাপ-০৩


তারপর একটা একটা করে সেই গাছ গুলোর পাতা আর্ট করতে লাগলাম। একই ভাবে বাকি গাছ গুলোর পাতা আর্ট করে নিলাম। তারপর সেই পাতা গুলোতে ছোট্ট করে দাগ দিয়ে নিলাম। সবগুলো গাছে একই ভাবে কাজ করলাম।

ধাপ-০৪

তারপর সেই গাছ গুলোতে আমি পেন্সিল দিয়ে একটু কালো করে নিলাম। একই ভাবে আমি বাকি গাছ গুলোতে কালো করে নিলাম। তারপর গাছের মাঝে কিছু ছোট্ট করে দাগ দিয়ে নিলাম সবগুলোগাছে।

ধাপ-০৫


তারপর আমি কাগজের একপাশে একটি ঘরে আর্ট করে নিলাম। তারপর ঘরের পাশে আবারও একটি ঘর আর্ট করে নিলাম। এভাবে আমি ঘরে পাশে মোট চারটি ঘর আর্ট করে নিলাম।

ধাপ-০৬


তারপর আমি সেই ঘর গুলোর পাশে একটি গাছ আর্ট করে নিলাম। তারপর ঘরগুলো পেন্সিল দিয়ে হালকা করে কালো করে নিলাম। সবগুলো ঘর কালো করার নিলাম।

ধাপ-০৭


তারপর আমি ঘরের পাশে তৈরি করা গাছটিতে পেন্সিল দিয়ে হালকা করে পুরো গাছটা কালো করে
নিলাম ।
IMG_20220602_153245.jpg

ধাপ-০৮


তারপর আমি একটি গাছের পাশে একটি নৌকা আর্ট করে নিলাম। তারপর সেই নৌকাটিতে একটি ছাওনি ও একটি পাল তোলা আর্ট করে নিলাম।

ধাপ-০৯


তারপর আমি নৌকা টিতে পেন্সিল দিয়ে হালকা করে কালো করে নিলাম। তারপর আমি গাছের নিচে একটু খানি পেন্সিল দিয়ে কালো করে নিলাম।

ধাপ-১০


তারপর আমি একটি গাছের নিচে কিছু আগাছা তৈরি করে দিলাম। তারপর ঘর বাড়ির পাশে পেন্সিল দিয়ে হালকা করে কালো করে নিলাম।

ধাপ-১১


তারপর কালো করে শেষে আবারও আমি গাছের পাশে একটি নৌকা আর্ট করে নিলাম। তারপর নৌকাটিতে পেন্সিল দিয়ে হালকা করে কালো করে নিলাম।

ধাপ-১২


তারপর উপর দাগটি হালকা করে কালো করে নিলাম। তারপর আমি মাঝে একটি সূর্য আর্ট করে নিলাম। তারপর সূর্য আর্ট শেষে আমি দূরে কিছু গাছ আর্ট করে নিলাম।

ধাপ-১৩


তারপর সেই গাছ গুলোতে আমি পেন্সিল দিয়ে হালকা করে কালো করে নিলাম। তারপর পানির কিছুর ফোটার দৃশ্য অঙ্কন করে নিলাম।

ধাপ-১৪


তারপর অবশেষে আর্টটি সম্পন্ন করলাম। তার আমার আর্টটির সাথে একটা সেলফি তুলে নিলাম।

আমন্ত্রণ জানাচ্ছি
@lienla
@bakar

ধন্যবাদান্তে
@chaitanno000

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very nice piece of art here
I love the way you broke it down in very explicit step by step for easy understanding

It's a really beautiful beach house you came up with. Maybe I'll try to follow your steps and draw mine sometime

Good luck in the contest.

thank you

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

দাদা জটিল চিত্র অঙ্কন করেছেন একেবারে অসাধারণ

ধন্যবাদ ভাই।।