Steem Bangladesh Contest Photography

in hive-138339 •  3 years ago 

হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন।আমি অনেক ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবও চলুন তাহলে শুরু করে যাক।

Riyan_20220508_101820161_8.4.300.jpg
location

আমার তোলা প্রথম ছবি টা হলেও সবুজ ভরা ধানক্ষেতের ছবি। সবুজে ভরা ধানক্ষেতের দিকে তাকালে মন ভরে যায়। যে দিকে তাকায় সেদিকে দেখি সবুজে ভরা ধানক্ষেত ছবি। সবুজে ভরা ধানক্ষেতের মাঝে পানি যাওয়ার জন্য বরেন্দ্র ভূমি।

Riyan_20220508_103158503_8.4.300.jpg
location

তারপর আমার তোলা দ্বিতীয় নম্বর ছবি টা হলো কচুরিপানার পানার একটা ফুলের ছবি। সাধারণ এসব ফুলের ছবি পুকুরে দেখতে পাই। ফুল দেখতে অনেক ভালোই লাগে। জমি বাড়িতে যাওয়ার সময় তোলা এই ছবিটি। কচুরিপানার ফুল গুলো অনেক সুন্দর দেখতে লাগে।

LMC_20220512_073613776_Copy of 🔬Macro Boss by Riyan (lmc8.4).jpg

location

তারপর আমার তোলা তৃতীয় নম্বর ছবি টা হলো লাউ গাছের একটা অগালের ছবি। আমার বাড়ির লাউ গাছের তোলা একটা। এটি একটি পুষ্টি কর সবজি।

Riyan_20220512_171824507_8.4.300.jpg
location

তারপর আমার তোলা চার নম্বর ছবি টা হলো আমার স্কুলের তোলা ছবি। স্কুলের ভবন গুলো কয়েক বছর আগে তৈরি করা হয়েছে। স্কুল আসলে পুরনো দিন গুলোর কথা মন পড়ে যায়। এটি হচ্ছে জমির হাট উচ্চ বিদ্যালয় এর নতুন ভবন গুলোর ছবি।
Riyan_20220512_172907313_8.4.300.jpg
location

তারপর তুলো আমার স্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারের একটা ছবি তুলাম। এটি স্কুলের শহীদ মিনার। শহীদ মিনার আগে এমন ছিল না কয়েক বছর আগে এটি তৈরি করেছে। এটি স্কুল কতৃক কেন্দ্রীয় শহীদ মিনার।

LMC_20220511_182140969_Copy of 🍎Colorfull-1 by Riyan (lmc8.4).jpg
location
তারপর আমার তোলা পাচ নম্বর ছবি টা হলো সন্ধ্যা মালতি ফুলের ছবি। এই ফুলটা আমরা সাধারণত সন্ধ্যা বেলায় ফুটে বলে একা আমরা সাধারণত সন্ধ্যা মালতি ফুল বলে থাকি। সন্ধ্যা মালতি ফুল গুলো দেখতে সত্যিই অনেক সুন্দর।

ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @hidayat96 @wase1234

IMAGEINFORMATION
GenrePhotography
DeviceVivo Y20
Editlightroom
cameraGcam Lmc8.4
Location[Parbatipur, Dinajpur, Bangladesh]
Photographer@chaitanno000
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও! অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি।


Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

plagiarism-freeYES
#steemexclusiveYES
#club5050NO
#club75NO
#club100YES
Verified userYES
Bot-freeYES


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

ধন্যবাদ ভাই।।

জমিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠের ছবিটি অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাই।।

Great effort!
Your post has been curated by 'Arts Curator'. I appreciate your efforts, keep making quality posts and get a chance to win a vote from our Curation team.

thank you

Gcam diye asolei khub sundor puc tola jay. Valo pic tulecen.

ধন্যবাদ ভাই।।

Onk sundor photography.

ধন্যবাদ ভাই।।