Macro Photography Writing Contest

in hive-138339 •  3 years ago 

হ্যালো বন্ধুরা!
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। Steem Bangladesh কর্তৃক আয়োজিত
Macro Photography Writing Contest এ অংশগ্রহন করতে যাচ্ছি চলুন তাহলে শুরু করে যাক।

ছবি

প্রথম ছবিটি হচ্ছে একটি মাকড়সার ছবি। মাকড়সা অমেরুদন্ডী শিকারী কীট বিশেষ। সাধারণ তাদের শরীর মাথা ও ধড় দুটি অংশে বিভক্ত এবং আটটি সন্ধিযুক্ত পা আছে কিন্তুু ডানা নেই। সাধারণত মাকড়সার একটি বিশেষ গুণ হল এরা জাল তৈরি করে এবং জালের মাধ্যমে অন্যান্য কীট-পতঙ্গ ইত্যাদি শিকার করে। আর এই মাকড়সার জাল গুলো দেখতে অনেক টাই ভালো লাগে। মাকড়সার তাদের শিকার করে থাকে জাল বুনে।

ছবি

এরপর দ্বিতীয় নম্বর ছবি টা হলো মৌমাছির ছবি। মৌমাছিরা সাধারণ ভাবে একসঙ্গে তারা বাস করে থাকে। মৌমাছি একসাথে মিলে উড়ে বেড়াই। আর তারা এক সঙ্গে মিলে ফুল থাকে মুধ সংগ্রহ করতে যায়। মৌমাছি এই মধু অনেক ফুল থেকে সংগ্রহ করে। মুধ নামটি শুনলে খেতে মন চায়। এই মধুতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আর এই মধু একবার খেলে বারবার খেতে মন চায়। মধু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী।

ছবি

এরপর তৃতীয় নম্বর ছবি টা হলে একটি মাছির ছবি। ক্ষতিকারক হিসেবেই মাছি অধিক পরিচিত। ঘরের মাছি কলেরা ও টাইফয়েডের জীবাণু ছড়ায়। ফলের মাছি ফল ও সবজির ক্ষতি করে। কিছু মাছি ক্ষতিকর কীটপতঙ্গের পরজীবী বিধায় উপকারী। অনেক কষ্ট করে এই ছবিটি তুলেছি।

ছবি

সর্বশেষ ছবি টা হলে নাম না জানা একটা পতঙ্গের ছবি। এই সব পোকাকে সাধারণত ঝোপ ঝাড়ে দেখা যায়। এই দেখতে অনেক টাই সুন্দর। আমার বাড়ির পাশে থেকে তোলা হয়েছে এই ছবিটি। অনেক সুন্দর একটা পোকা।

ধন্যবাদ সবাইকে সময় করে আমার লেখাটি পড়ার জন্য। লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

IMAGEINFORMATION
GenreMacro Photography
DeviceVivo Y20
Location[Parbatipur, Dinajpur, Bangladesh]
Photographer@chaitanno000
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই।

ধন্যবাদ ভাই।।