1000 days of steem: The diary game: 15 September 2020 ( আমার আজকের দিনলিপি।।। )

in hive-138339 •  4 years ago 

আজকে রোজ মঙ্গলবার
আমার আজকের দিনলিপি
@curatorlover
তারিখ:১৫-০৯-২০২০

আসসালামুআলাকুম,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমার দিনলিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো।

আজকের সকাল:
আজকে আমি ভোর পাঁচটা সময় ঘুম থেকে উঠে বিছানায় কিছুক্ষণ অলসতা কাটিয়ে বাহিরে বের হলাম।তার পর আমি ব্রাশ করতে শুরু করলাম। পাঁচ মিনিট দাত ব্রাশ করার পর আমি অযু করলাম। অযু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়িতে আসলাম।
বাড়িতে এসে আমি কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করলাম। কোরআন শরীফ তেলাওয়াত করা আমার অভ্যাসে পরিণত হয়েছে। সবাই দোয়া করবেন যেনো প্রত্যেক ফজরের নামাজের পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি।
কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করার পর একটু বাহিরে বের হলাম। বেশ কিছুক্ষণ পাইচারী করতে লাগলাম। সকালের হালকা বাতাস শরীরে লাগিয়ে আমি বাড়িতে চলে আসলাম।

বাড়িতে এসে ফ্রেশ হয়ে মোবাইল ফোন হাতে নিলাম। মোবাইল হাতে নিয়ে আমার এক বন্ধুকে ফোন করলাম। আজকে আপনাদের শহুরে যাওয়ার কথা ছিল। ফোন করার পর বন্ধু বললো যে আজকে সে শহুরে যাওয়ার প্রস্তুতি নিতে পারেনি। তাই আর আজকে শহুরে যাওয়া হলো না।
বন্ধুকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলার পর আমি সকালের নাস্তা খেতে গেলাম। আজকে সকালের নাস্তা করেছি আটটা সময়। আজকে সকালের নাস্তায় আমি কিছু ভিন্ন ভিন্ন রকমের পিঠা খেলাম। মাংস পিঠা আর ভাজি পুলি খেলাম আজকে। যদিও পুলি পিঠা আমি খুব একটা খেতে পছন্দ করি না। তবে মাংস পিঠা আমার কাছে খুবই প্রিয়। আমাদের বাড়িতে মাঝে মাঝেই মাংস পিঠার উৎসব হয়ে থাকে।

সকালের নাস্তায় মাংস পুলি;
IMG_20200914_170328.jpg

পিঠা খাওয়ার কারণে সকালে ভাত খেতে পারলাম না। পিঠা খেয়েই পেটটা ভরপুর হয়ে গেল।
যাই হোক সকালের নাস্তা শেষ করে আমি একটু টিভি দেখলাম। কিছুক্ষণ টিভি দেখার পর বিরক্তি কর লাগছিলো। তাই একটু বাহিরে হাটাহাটি করার জন্য গেলাম। আজকে সকালে হালকা গুরি গুরি বৃষ্টি হইছে।
বৃষ্টির কারণে গাছের পাতা গুলো ভিজে রয়েছে। আমাদের বাড়ির এক পাশে একটা আমরা গাছ ছিল বৃষ্টির কারণে সেটা ঢলে পরেছে দেখলাম। তবে আমরা গাছের পাতায় বৃষ্টির পানি জমে থাকার কারণে পাতা গুলো অনেক সুন্দর দেখাচ্ছিলো।

আমরা গাছের পাতা;
IMG_20200914_164815.jpg

বাড়ির আসে পাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি আবার বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি উঠোনের মাঝখানে বসে কিছুক্ষণ ফেসবুক চালালাম। ঘরে একটু নেট সমস্যা করে মাঝে মাঝে। তাই কিছু কিছু সময় বাহিরে এসে নেট চালাতে হয়। অনেটা সময় ফেসবুকে গুড়গুড় করলাম। ফেসবুক কিছু বিভিন্ন ধরনের ভিডিও দেখলাম। ফেসবুকে ডুকলে সময় কেমনে যে পার হয় কিছু বুঝা যায় না। ভিডিও দেখতে দেখতে প্রায় দুপুর হলো।

আজকের দুপুর বেলা:
ফেসবুকে অনেক ভিন্ন ভিন্ন রকমের ভিডিও আসে তাই কিভাবে সময় পার হয় টের পাওয়া বড় মুশকিল। দুপুর হইছে তাই আমি গোসল করার জন্য গেলাম। কিন্তু গোসলে গিয়ে দেখি সাবান নেই তাই তাড়াতাড়ি করে দোকান থেকে একটা সাবান কিনে আনলাম।

লাইফ বয় সাবান;
IMG_20200915_132859.jpg
তার পর বাড়িতে এসে গোসল করলাম। গোসল করার পরে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। যোহরের নামাজ পড়ে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম। আজকে দুপুরের খাবার খেতে প্রায় দুই তো বেজে গেছিলো। যদিও অন্যন্যা দিন আরো আগেই দুপুরের খাবার খাই। কিন্তু আজকে রান্নায় বিলম্বের কারণে খেতে দেরি হলো। আজকে দুপুরের খাবারে ছিল, ভাত, কচু শাক ভর্তা, ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছের সাথে পেঁপের সংমিশ্রণে খুব সুন্দর সুস্বাদু হয়েছিল।

দুপুরের খাবার শেষ করে আমি একটু ঘুমিয়ে পরলাম। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে তিন টা বেজে গেলো।

বিকেল বেলা:
ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তার পরে আমি বাহিরে হাটতে বের হলাম। বিকেলের আকাশটা আজকে অনেক সুন্দর দেখাচ্ছিলো। দেখে মনটা অনেক অনন্দে ভরে গিয়েছিল। আকাশের রং বদল আমার কাছে সত্যিই অনেক রহস্য ময়ী মনে হয়। বিধাতার এই লীলা বোঝা বড় দায়।

আকাশের রং বদল:
IMG_20200914_060515.jpg
তারপর আসরের আজান হলে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে অযু করে আসরের নামাজ আদায় করে নিলাম। আসরের নামাজ শেষ করে আমি ইউটিউব লগইন করলাম ইউটিউবে গিয়ে কিছু ভিডিও দেখলাম। সন্ধ্যার আগ পর্যন্ত ইউটিউবে কাটিয়ে দিলাম।
তার পর সন্ধ্যার আজান হলো তাই অযু করে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম।
নামাজ শেষ করে বাড়িতে এসে আমি steemit লগইন করলাম। নতুন নতুন পোস্টে লাইক করলাম এবং সাধ্য অনুযায়ী কমেন্ট করলাম।

লগইন স্টীম;
Screenshot_2020-09-15-23-51-08-657_com.android.chrome.jpg
এটাই ছিল আমার আজকের দিনলিপি। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। সবাই নিজের খেয়াল রাখুন।

(ঘরে থাকুন সুস্থ থাকুন)

#bangladesh

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সকালের নাস্তা খুবই সুস্বাদু ছিল তবে এই খাবারগুলো সকালে না খাওয়াই ভালো। আমি এই খাবারগুলো সকালের খাবারের কিছুক্ষণ পরে খাই। কারণ সকাল-সকাল এগুলো খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। যাইহোক খুবই ভাল লিখেছেন ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করবার জন্য।
#onepercent #bangladesh

আমার পুলি পিঠা খুবেই পছন্দের। আপনার লেখাটি সুন্দর হয়েছে। আপনার দিনটি ভালো ছিল।

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Thank you so much for your feedback 😊❤️