The diary game : 14-09-2020 (আজকের দিনটা যেমন ছিল..)

in hive-138339 •  4 years ago 

আসসাামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এখন আমি আপনাদের মাঝে আমার আজকের দিনলিপি বর্ণনা করবো।

সকাল বেলা:
আজকে রোজ সোমবার, সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ। আজকে আমার দিনটা যেভাবে কেটেছে তা আপনাদের মাঝে উপস্থাপন করবো।
আজকে ভোর পাঁচটায় সময় ঘুম থেকে উঠে অযু করে ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ শেষ করে আমি একটু কোরআন শরীফ পড়তে বসলাম। আধ ঘন্টার মত কোরআন শরীফ তেলাওয়াত করার পর আমি আবার পুনরায় ঘুমিয়ে পরলাম। ঘুম থেকে এক ঘন্টা পরেই জেগে উঠলাম। কেননা আমার আজকে অনেক কাজ তাই বেশি ঘুম পারলাম না।
যাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তার কিছুক্ষণ পরেই আমি সকালের নাস্তা করে নিলাম। আজকে সকালের নাস্তায় ছিলো , ভাত, শাক ভাজি, এবং ডাউল ভর্তা।
অনেকটা জম্পেশেই সকালের নাস্তা করেছি। আল্লাহর রহমতে খুব ভালো খাবার খেয়েছি আজকে সকালে। এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া।

IMG_20200914_165044.jpg

সকালের নাস্তা করে আমি আমার ময়লা কাপড় সবানে বিজালমা। প্রায় আধ ঘন্টা কাপড় গুলো ভিজিয়ে রাখার পর সেগুলোকে সুন্দর ভাবে পরিষ্কার করে নিলাম। কাপড় গুলো পরিষ্কার করা শেষ এমন সময় থেকেই আকাশে মেঘলা মেঘলা ভাব। মনটা খুব খারাপ হয়ে গেল। আকাশে মেঘ থাকার পরও কাপড় গুলো উঠানের টানানো রশিতে শুকাতে দিলাম। আজকে রোধের তীব্রতা খুবই কম। কাপড় শুকাবে বলে মনে হচ্ছিল না। তার পর হালকা একটু রোধ ওঠার পরেই আকাশ থেকে গুর গুর বৃষ্টি পড়তে শুরু করলো। তাড়াতাড়ি করে কাপড় গুলো ঘরে অনালম।

দুপুর বেলা:
আজকে দুপুর সাড়ে বারোটার দিকে আমি গোসল করেছি। কাপড় চোপড় দৌয়ার পরে আমার শরীর হালকা ভিজা ভিজা ভাব হইছিলো তাই একটু আগে গোসল করলাম। গোসল শেষ করে আমি একটু মোবাইল হতে নিয়ে কিছুক্ষণ #steemt অ্যাকাউন্ট লগইন করলাম। লগইন করে @steembangladese কমিউনিটিতে পোস্ট করা সবার ডাইরি গেম দেখলাম। বিশেষ করে @steemitblog এর পোস্ট নতুন পোস্ট দেখলাম। সেখানে নতুন কন্টেস্ট সম্পর্কে অবগত করা হয়েছে। নতুন কন্টেস্ট এর কথা শুনে খুব ভালো লাগলো।

Screenshot_2020-09-14-17-52-25-836_com.android.chrome.jpg

@steemitblog এর পোস্টে কমেন্ট করে আমি যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খেলাম। আজকের দুপুরের যা যা খেলাম তা হলো, ভাত কতল মাছের তরকারি, এবং সবজি
দুপুরের খাবার শেষ করে আমি একটু ফেসবুক লগইন করলাম। ফেসবুকে কিছুক্ষণ নিউজফিড দেখলাম। তার পর আমি আবার ঘুমিয়ে পরলাম।

Screenshot_2020-09-14-18-29-53-771_com.facebook.katana.jpg

বিকেল বেলা:
আজকের বিকেলটা খুব মেঘলা মেঘলা ছিলো। বৃষ্টি হবে হবে করে হচ্ছিলো না। মেঘলা মেঘলা ভাবেই অনেক সময় কেটে গেলো কিন্তু বৃষ্টি হলনা।
অবশেষে আসরের নামাজের একটু আগে হালকা গুরি বৃষ্টি হলো।
মেঘলা সময় আকাশটা অনেক কালো,দেখাচ্ছিলো। মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে গেছে।

IMG_20200914_162648.jpg

সন্ধ্যা বেলা:
আজকে সন্ধ্যা হওয়ার আগ থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে। হালকা বৃষ্টির কারণে মাগরিবের নামাজ বাড়িতেই আদায় করলাম। এখনো অভিরাম হালকা বৃষ্টি পড়ছে।
এভাবেই আমার আজকের দিনটা কেটেছে। সবাইকে ধন্যবাদ আমার দিনলিপি পড়ার জন্য।

ধন্যবাদ @steemcurator01 @steemcurator02 আমাকে সব সময় সাপোর্ট করার জন্য।

#bangladesh

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team