আসসালামু আলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি । বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার ডায়েরি গেম এর কথা শেয়ার করতে চাই । আজকে আমি আমার প্রিয় শখের কথা শেয়ার করব । আশা করি সবার ভাল লাগবে । ধন্যবাদ
আমার প্রিয় শখ
শখ হচ্ছে প্রিয় কাজ যা মানুষের আনন্দের জন্য করে । এটা তার স্বভাব কাজকর্ম নয় । প্রত্যেকের নিজস্ব কিছু শখ থাকে । আমারও কিছু শখ আছে ।
শখগুলোর মধ্যে একটা প্রিয় আর সেটা হচ্ছে বাগান করা । আমি এটা এই জন্যই করি যে যদি আমি এখানে কাজ করি তাতে আমার ব্যায়াম হয় ।
এতে আমার অক্সিজেন প্রাপ্তি ঘটে এবং কার্বন-ডাই-অক্সাইডের নিষ্কাশন ঘটে । কারণ আমরা অক্সিজেন গ্রহন করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি ।
এতে আমাদের পরিবেশের ভারসাম্য সংরক্ষিত হয়। আমি আমার অবসর সময় বাগানের কাটাই। আমি দিনে দুইবার বাগানে যাই এবং চারাগুলো যত্ন নিই ।
দরকার হলে চারাগুলোতে পানি দিই । আমি এটাকে গতানুগতিক হিসেবে নিই ।আমার শখে কিছু সুবিধা রয়েছে । বাগান থেকে বিভিন্ন রকমের ফুল ও ফল পায় ।
এতে আমাদের পরিবেশ প্রাণবন্ত হয় । আমার এলাকার অনেক লোক আমার বাগান দ্বারা প্রভাবান্বিত হয়েছে । তারা অনেকে বাগান বানিয়েছেন ।
আমার বাগানের কিছু চিত্র
এটা নিশ্চিন্ত যে, এতে সময় কম লাগে । আমি আমার শখের জন্য কেবল আমার বাগানে অবসর সময় দেই । আমি আমার অন্য অন্য কাজ চালিয়ে যায় ।
কাজেই কেউ যদি বাগানে করাকে শখ হিসেবে নিতে চায় তাহলে কোন কিছু ক্ষতি না করে তা করা যায় ।
এই কনটেটষ্টি এই বন্ধুদের অংমগ্রহন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।
@manuelhooks
@biplobsarker
ধন্যবাদ সকলকে
আপনার বাগানে কি কি ফুল আছে? আপনার পোস্টে আমার নাম মেনশন দেওয়ার প্রয়োজন নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ok..Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit