"মায়ের ডাকে ফিরবে আমার ছেলে"
গত ১৪/০৭/২১ সকাল ১১.৩০ মিনিটে আমার ছেলের জন্ম হয়েছিল। তার জন্মের পরপরই শ্বাসকষ্ট ও নিওমুনিয়ার লক্ষন দেখা দেয়। সাথে সাথে এম আর খান শিশু হাসপাতালে ভর্তি করি। আজ ১৪ দিন সে নবজাতক নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে। তার পরিক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন তার নিওমুনিয়া, শ্বাসকষ্ট, রক্তের সংক্রমন এবং হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে। তার অবস্থা বেশ খারাপ। তারা আমার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করতে হবে। আমরা ১৭ তারিখ রাত ১টায় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করলাম। সেখানে পাঁচ দিনের চিকিৎসা খরচ প্রায় দুই লাখ টাকা চলে আসলো। আমি দিশেহারা হয়ে পড়লাম, তবে একটা বিষয় আমার ছেলের কিছুটা উন্নতি লক্ষ্য করলাম। আমি সিদ্ধান্ত নিলাম হাসপাতাল পরিবর্তন করবো। আমি দিশেহারা হয়ে ঢাকা শিশু হাসপাতাল, আদ্ দ্বীন হাসপাতাল সহ আরও কয়েকটি হাসপাতাল ঘুরে এন আই সিওতে জায়গা পেলাম না। অবশেষে আমি এম আর খান শিশু হাসপাতালে এন আই সিওতে কথা বলে জায়গা পেলাম এবং তারা চিকিৎসা করতে রাজি হলেন।
আমি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে এসে জানালাম আমি হাসপাতাল পরিবর্তন করবো, তারা আমাদের ছাড়তে রাজি না। তারা বললেন তার অবস্থা ভীষণ খারাপ, আর যখন এম আর খান শিশু হাসপাতালের নাম শুনলেন তখন কর্তব্যরত চিকিৎসক এম আর খান শিশু হাসপাতালে ফোন করে বলে দিলেন তারা যাতে এই বাচ্চা না রাখে কারন চিকিৎসা ওদের কাছে ব্যাবসা। এটি অবশ্য আমি অবগত ছিলাম না।
আমি খুব কষ্টে ধার দেনা করে প্রায় দুই লাখ টাকা পরিশোধ করলাম। ওরা আমাদের রাখার খুব চেষ্টা করেছে অনেকভাবে। ওরা শেষ আধা ঘন্টা আমার ছেলের অক্সিজেন বন্ধ করে দেয়, আমি শুধু আল্লাহকে ডাক ছিলাম আমি আমার স্ত্রীকে বললাম যেকোন পরিস্থিতির জন্য তৈরি থাকতে।
এমবুলেন্স ডাকলাম ফোনে। এমবুলেন্স আসার সাথে সাথে ছেলেকে উপর থেকে নামিয়ে সাথে সাথে অক্সিজেন সাপোর্ট দিলাম। রাস্তা প্রায় চল্লিশ মিনিটের কিন্তু জ্যামের কারণে এক ঘন্টা লেগে গেলো। মনে মনে শুধু একটি কথাই বলছিলাম আল্লাহ আমাদের এভাবে হারিয়ে দিওনা।
অবশেষে এম আর খানে পৌঁছালাম। কিন্তু এখানে যে ভোগান্তি অপেক্ষা করছে জানতাম না। তাড়াতাড়ি জরুরী বিভাগের মাধ্যমে ভর্তি হয়ে এন আই সিওতে আসলাম। বিকেলে যে চিকিৎসকের সাথে কথা বললাম তার এখন অন্য রুপ। তিনি আমাকে দেখেই বললেন আয়েশার এক চিকিৎসক কি আপনাকে এখানে আনতে না করেছিলেন তারপরেও আপনি কেন আনলেন।
আমি বিষয়টি বুঝলাম এখানে চিকিৎসকদের কসাই বৃত্তি রয়েছে। আমি তাকে বুঝাতে চেষ্টা করলাম আমার ছেলে আগের থেকে কিছুটা ভালো এখানে রেখে চিকিৎসা করলে সে সুস্থ হয়ে উঠবে এবং আমার আর্থিক সংকট রয়েছে। দীর্ঘ আধা ঘন্টা তার কাছে অনুরোধ করার পর সে ভর্তি নিল। আমার বাচ্চার খুব কষ্ট হচ্ছিল আমি অনুভব করছিলাম। যাক আবার চিকিৎসা শুরু হলো। প্রতিদিন প্রায় আট থেকে দশ হাজার টাকার ঔষধ লাগছে আর একদিন পরপর সমস্ত পরিক্ষা নিরীক্ষা চলছ, চালিয়ে যাচ্ছি এ যুদ্ধ।
গতকাল রক্ত লেগেছে। সৌভাগ্য ক্রমে রক্তের গ্রুপ এক হওয়াতে রক্ত দিতে পেরেছি।
তার মা প্রতি বার ঘন্টা পরপর দেখে আসছে আর আমি দুবার চিকিৎসকদের সাথে কথা বলছি।
যাক আসার কথা হচ্ছে সে ধীরে ধীরে সুস্থ হচ্ছে, তবে কিছুটা সময় লাগবে। গত চৌদ্দ রাত ঘুম কি জিনিস ভুলে গেছি। শুধু একটাই প্রচেষ্টা এই যুদ্ধে জিততে হবে।
প্রতিদিন তার মা তাকে ডাক দেয় আর সে একটু একটু করে সাড়া দেয়। মায়ের ডাকে সে ফিরবে ইনশাআল্লাহ।
Cc:-
@steemcurator01
@steemitblog
@steem-bangladesh
@bd-charity
@toufiq777
@abuahmad
@boss75
"সব শিশু ভালো থাকুক"
"আল্লাহ যেন সব বাচ্চাকে সুস্থ রাখে"
"আল্লাহ যেন সব বাচ্চাকে সুস্থ রাখে"
ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে(Sifat)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Insaallah.
Keep us in your prayers.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাল্লাহ,, আল্লাহ আপনার ছেলে সুস্থ করে বাড়ি পাঠাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন ভাই সব কিছু ঠিক হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া রইল প্রিয় ভাই। আল্লাহ আপনার জন্য উত্তম প্রতিদান দান করুক। এবং আল্লাহ খুবই দ্রুত এই বাচ্চাকে সুস্থতা দান করুন।
আমিন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিন।
দোয়া করবেন ভাই।
আল্লাহ যেন এই বিপদ থেকে উদ্ধার করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফি আমানিল্লাহ
প্রিয় ভাই অনেক অনেক দোয়া রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আল্লাহ খুবই দ্রুত আপনার বাচ্চাকে সুস্থতা দান করবেন।
আমিন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ সব ঠিক হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভগবানের pray করি একদম সুস্থ হয়ে ওঠবে দ্রুত।এই কামনা করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
০ ইয়া শাফিউল আমরাজ ০
মহান আল্লাহ, আপনাদের সন্তানকে দ্রুত আপনাদের কোলে ফিরিয়ে দিবে এই কামনা করছি। আমিন, শুম্মা আমিন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit