Steem Bangladesh || Some photography with my village|| 20% for @steem-bangladesh

in hive-138339 •  2 years ago 

আসসালামু আলাইকুম

STEEM BANGLADESH
Photography


আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি কিছু সুন্দর সুন্দর আমার নিজের তোলা ফটোগ্রাফি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক।

আমার সুন্দর একটা গ্রাম এবং গ্রামের ভিতর ঢুকেই মনটা ভরে যায় কারন চমৎকার সবুজ ফসল এবং চারপাশে তাকিয়ে দেখি ফুলের গাছ। অসাধারণ একটা ছোট গ্রাম। চারপাশে সবুজ খেত। কৃষককেরা এখন বাড়িতে অপেক্ষা করতেছেন যে কবে তাদের খেতের ধান বাড়িতে আসবে।

20220918_114038.jpg

20220918_114035.jpg

Location:https://w3w.co/fencepost.grumbles.overused

এগুলো হলো আমার বাগানের কিছু লাউয়ের ছবি। গাছটি দেখতে দেখে অনেক বড় হয়ে গেছে।লাউ গুলো ভালই লাগল আমার। খুবই বড় হয়ে গেছে লাউ গুলো। সবুজের বুকে সবুজ লাউ সত্যি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। লাউ চাষ করা তেমন কোনো কঠিন কাজ নাহ। লাউয়ের বিজ মাটির নিতে পুতে দিয়ে একটু ভালোভাবে পরিচর্যা করলে।

20220918_114016.jpg

20220918_114012.jpg

Location:https://w3w.co/fencepost.grumbles.overused

এরপর এগুলো হলো ধানের জমি। সবুজ খেত দেখলে সত্যি অনেক ভাল নাহ। আমার বাড়ির পাশের জমি এগুলো। খুবই সুন্দর ভাবে ধান গুলো বাতসে খেলা করতেছে। চমৎকার এই দৃশ্য দেখতে হলে গ্রামের ভিতর ঢুকেই দেখতে হবে। বাংলাদেশের এই সোনার ফসল নিয়ে হাজারো কবি তাদের গল্প এবং কবিতায় হাজারো কথা বলে গেছে।

সবুজ ফসলে ভরে আছে আমাদের এই বাংলাদেশে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবুজ খেত এবং ফুলে ভরপুর। এই দেশে আছে ছয়টি ঋতু। পালাক্রমে এসে দেশের রূপবৈচিত্র তুলে ধরে বাংলার মানুষের সামনে।

20220918_120419.jpg

20220918_120406.jpg

Location:https://w3w.co/fencepost.grumbles.overused

এগুলো হলো কদম গাছ। আসলে গ্রামের মানুষেরা সচরাচর এগুলো খেয়ে থাকে এবং তাদের রান্না মাঝেও এই কদম রেসিপি দেখতে পাওয়া যায়। আমিও মাঝে মাঝে এই কদম খেয়ে থাকি। আমার কাছে অসম্ভব সুন্দর লাগে এই কদম। আমার বন্ধুদেরকে নিয়ে আমি এই কদম গুলো পাকলে খাই। লবন এবং ঝাল দিয়ে মেখে সত্যি খেতে দারুণ লাগে।

🌺 Best Regards🌺
@ethun0

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very fresh rice plant! Bangladesh has excellent soil for crops such as rice, pumpkins and other vegetable crops in winter. Nice to see your post with beautiful natural nuances.


Imagen2.png
CONGRATULATIONS

This post has been upvoted with @steemcurator09/ Curated by: @ridwant

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words273
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER: