সকাল
আজ সকাল আট টায় ঘুম থেকে উঠে টয়লেট গেলাম। টয়লেট সেরে এসে দেখি বাহিরে প্রচন্ড বাতাস। সেজন্য আবার এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ শয়ে থাকার পর আম্মুর বকানিতে বিছানা থেকে উঠে দাত ব্রাশ করে হাত-মুখ ভালোভাবে পরিস্কার করলাম। এরপর সকালের নাস্তা সেরে বাজারে আসলাম। বাজার এসে একটু ঘুরাঘুরি করে বাড়ির জন্য কেনাকাটা করে বাসায় চলে আসলাম।
দুপুর
দুপুরে বাসায় এসে গোসল করে জামাকাপড় বদলায় রুমে গেলাম। এরপর বাসায় সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম।
বিকাল ও সন্ধ্যা
বিকালবেলা ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হলাম। এরপর কয়েকজন বন্ধু মিলে বাহিরে আড্ডা দিতে গেলাম। আমাদের এখানে আড্ডা দেওয়ার মত ভালো একটা জায়গা আছে। সেই জায়গার নাম হল কুড়ে ঘর এন্ড রেস্টুরেন্ট। সন্ধ্যা পর্যন্ত কুড়ে ঘরে সময় কাটিয়ে বাসায় চলে আসলাম।
রাত
বাসায় এসে একটু বই পড়ে মুঠোফোনে ফেসবুক আর ইউটিউব ভিডিও দেখে কিছু সময় কাটিয়ে দিলাম। এরপর বাসায় আম্মুর সাথে টিভি দেখলাম। টিভি দেখা শেষ করে রাতের খাবার খেয়ে একটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ডায়েরি পোস্ট পড়ার জন্য।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit