My town in 10 pics // February 7, 2021

in hive-138339 •  4 years ago  (edited)

কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আরো কিছু সুন্দর ছবি তুলে ধরবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে .


01

 2021-02-07 at 9.53.49 PM.jpeg

w3w location :https://what3words.com/dishing.fatter.intestine

এটি এখানকার রেলওয়ে স্টেশনের। প্রায় সময়ই এটি ভরা থাকে কিন্তু এখন পুরোই ফাঁকা হয়ে পরে আছে।


02

2021-02-07 at 9.53.56 PM.jpeg

w3w location :https://what3words.com/abundance.select.spout

আমার আজকে বিশব্বিদ্যাল জীবনের শেষ দিন ছিল সৈয়দপুর শহরে।তাই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমার বিশব্বিদ্যালয় থেকে শুরু করে এখানকার কিছু সুন্দর জায়গা ঘুরে বেরিয়েছি এবং জায়গাগুলোর ছবি তুলে রাখার চেষ্টা করেছি।


03

WhatsApp Image 2021-02-07 at 9.53.55 PM (1).jpeg

w3w location :https://what3words.com/nuggets.surreal.weeds

এই দেয়াল এ অনেক কিসু লিখে রেখেছি। অনেক স্মৃতি আছে এই দেয়ালের সাথে। তাই ছবি গুলো তুলে সাথে রেখে ডিসি ।


04

 2021-02-07 at 9.53.55 PM.jpeg

w3w location :https://what3words.com/influence.pony.cure

এটি আমার ভার্সিটি এর একাডেমিক ভবনের সামনে থেকে তোলা। এই ভবনেই প্রথম এসেছিলাম ভর্তি হতে।


05

021-02-07 at 9.53.54 PM (1).jpeg

w3w location :https://what3words.com/roundups.nuzzles.collision

এটি একাডেমিক ভবনের ভিতর থেকে তোলা। এখানে অসংখ গাছ লাগানো হয়ে থাকে। অসংখ ফুলের গাছ আসে এখানে।


06

 2021-02-07 at 9.53.54 PM.jpeg

w3w location :https://what3words.com/tonality.worm.predict

বিকেল বেলা ঘুরতে এখানকার একটি সুন্দর জায়গা ইকো রিসোর্ট এ গিয়েছিলাম। এই রিসোর্টটি খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। প্রথমে ডুকেই এই ইকো রিসোর্ট এর গেটের সামনেই এই সুন্দর গাছটি চোখে পরে। বসন্ত চলে এসেছে বলে গাছটির পাতা ঝরে যাওয়ায় এটিকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে।


07

 2021-02-07 at 9.53.53 PM (2).jpeg

w3w location :https://what3words.com/reward.narrow.warned

এর পর আসে আমার বিশব্বিদ্যালয় থেকে আমার হলে যাওয়ার রাস্তা।এই রাস্তা থেকে আমাদের হল কত সুন্দর দেখায়।বাহির থেকে আমার রুমের জানালা দেখা যায়।


08

2021-02-07 at 9.53.53 PM (1).jpeg

w3w location :https://what3words.com/rebounder.staining.winning

এটা আমাদের বিশব্বিদ্যালয়ে ডোকার রাস্তা। রস্তার দুইপাশে অনেক ফুলের গাছ লাগানোতে এর সুন্দর্য আরও বেরে গিয়েছে। এই ফুলগুলো এতোটাই সুন্দর যে চোখ পরলেই চোখ সরানো যায় না।


09

 2021-02-07 at 9.53.53 PM.jpeg

w3w location :https://what3words.com/teaches.workbench.resists

এটা রিসোর্ট এ ডোকার রাস্তা এবং রাস্তার দুইপাশে বাগান আর একটু সামনেই আবাসিক হোটেল।

10

2021-02-07 at 9.53.51 PM.jpeg

w3w location :https://what3words.com/linguists.clotting.scribble

এটা রিসোর্ট এ একটা রেস্টুরেন্টেও আছে যেটি সবার জন্য উম্মুক্ত। রেস্টুরেন্টের পাশেই গাড়ি পার্কিং করার ব্যবস্থা করে দেওয়া আছে।


THANK YOU

MORE ABOUT ME

NAME
FAHIM ASHHAB
.received_1134210420250986.jpeg
FIND ME ON
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @toufiq777

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates