THE DIARY GAME : DATE 19.08.2020 - Simple daysteemCreated with Sketch.

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ ভালোই আছি।

আজকেও আমি ডায়েরী গেমে আপনাদের সাথে আমার সারাদিনের ও রাতের সকল বিষয়গুলো শেয়ার করতে চলে এলাম।
হটাৎ করে আমার খালামনি মারা গেছে। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আমার আম্মুর মামাতো বোন হয় তিনি। এইজন্য এই দুইদিন ঠিকমতো পোস্ট করতে পারিনি আমি। সবাই আমার খালামনির জন্য দোয়া করবেন।
আমি সকালে ৫:০০টায় ঘুম থেকে উঠেছি। আম্মু ডাক দিয়েছে। ঘুম থেকে উঠে ব্রাশ করে ওযু করে নামাজ পরেছি। নামাজ শেষ করে কিছুসময় তজবি তিলাওয়াত করেছি। আম্মুও নামাজ শেষ করে কুরআন তিলাওয়াত করলো। এরপর সকালের নাস্তা বানালো। আমি তজবি তিলাওয়াত করে আবার একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে সকালের নাস্তা করেছি। আজকে সকালের নাস্তায় আম্মু আমাকে নুডুলস আর ডিম খেয়েছি।

IMG_20200820_231856-01.jpeg

নুডলস এবং ডিম

সকালের নাস্তা করে কিছুসময় রেস্ট নিয়েছি। কিছুসময় ফেসবুকিং করলাম, ইউটিউবে নাটক দেখলাম। এরপর আম্মুকে রান্নায় সাহায্য করেছি। এরপর গোসল করে যোহরের নামাজ পরেছি। আম্মুও দুপুরের রান্না করে গোসল করে নামাজ পরেছে। এরপর দুপুরে সবাই একসাথে দুপুরের খাবার খেয়েছি। আজকে দুপুরের খাবারে আম্মু ভাত,ছোটমাছ চচ্চড়ি,মাছের তরকারি আর ডাল রান্না করেছিল। দুপুরে খেয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে অযু করে নামাজ পরেছি। আম্মুও ঘুম থেকে উঠে নামাজ পরেছে। তারপর বিকেলে বাদাম খেয়েছি। আগের বাদাম কেনা বাসায় ছিল। এরপর কিছুসময় বাইরে দিয়ে হেটেছি।

IMG_20200818_171139.jpg

বিকেলের আকাশ

সন্ধায় আমি আর আম্মু বাসায় এসে মাগরিবের নামাজ পরে নিয়েছি। নামাজ পরে আমি আর আম্মু কিছুসময় তজবি তেলাওয়াত করেছি। আম্মু আর আমি শুয়ে শুয়ে কিছুসময় গল্প করলাম। এরপর কিছুক্ষণ পড়াশোনা করেছি। পড়া শেষ করে আমিও আম্মুর সাথে টিভি খবর দেখলাম। তারপর রাত ৯:৩০ টায় আব্বু চলে আসলো। আব্বু এসে ফ্রেস হয়ে এশার নামাজ পরে নিলো। আমি আর আম্মুও নামাজ পরে নিলাম। এরপর কিছুসময় সকলে বসে কথা বল্লাম। আম্মু -আব্বু-ভাইয়া আমাদের বাসার সবার মন ভালো না। খালামনির মারা যাওয়া নিয়ে অনেক কথাবার্তা হলো। তারপর রাত ১১:০০টা বেজে গেল। আমি আমার রুমে চলে আসলাম। এসে বিছানা গুছিয়ে শুয়ে পরলাম। মেসেন্জারে ফ্রেন্ডদের সাথে কথা বল্লাম। তারপর ঘুমানোর প্রস্তুুতি নিলাম।

আমাদের জীবন খুবই সীমিত। আসলে কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। সারাদিনই আমার খালামনির কথা মনে পরছিলো। এভাবে তিনি চলে যাবেন ভাবতেও পারি নি। আমাদের প্রতিটা দিনই ভিন্ন গল্প দিয়ে দিন কাটে। কখনও ভালো এবং কখনও মন্দ। এসব নিয়েই আমাদের জীবন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিকালের আকাশ অনেক সুন্দর ছিলো আপনাদের এলাকায়।

সত্যি অনেক সুন্দর ছিল

আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে

আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আমিন

well written . The sky picture that you took is so beautiful . What is the name of the drama that you watched on youtube.

Thank you

#onepercent
#bangladesh

দেবদাস জুলিয়েট আফরান নিশো এবং তাসনিয়া ফারিন এর নাটক

Thank you , Today i also watched this drama .

Thank you for taking part in The Diary Game on Steem.

And thank you for setting your post to 100% Powerup.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team

Thank you for taking part in The Diary Game on Steem.

And thank you for setting your post to 100% Powerup.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team