THE DIARY GAME : DATE 23.08.2020 - || Today I cooked Biryani ||steemCreated with Sketch.

in hive-138339 •  4 years ago 

আসসালামুআলাইকুম,,

আশা করি সবাই ভালো আছেন।।

আমি সকালে ৫:০০টায় ঘুম থেকে উঠেছি।আম্মু নামাজের জন্য ডাক দিয়েছে। ঘুম থেকে উঠে ব্রাশ করে ওযু করে নামাজ পরেছি। নামাজ শেষ করে কিছুসময় তজবি তিলাওয়াত করেছি। আম্মুও নামাজ শেষ করে কুরআন তিলাওয়াত করলো। । এরপর আম্মু সকালের নাস্তা বানাতে গেলো। আমি দাদুবাড়িতে বাহিরে কিছুসময় হাটলাম। তারপর সকালের নাস্তা করলাম। সকালের নাস্তায় দাদুবাড়ীতে পাউরুটি-জেলি আর ডিম খেতে দিয়েছিলো। সকালের নাস্তা করে কিছুসময় রেস্ট নিলাম। এরপর আমরা দাদু বাড়ি থেকে আমাদের বাসায় চলে আসলাম। দাদু বাড়ি থেকে আসতে ইচ্ছে করলো না আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল।বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে গান শুনলাম,ইউটিউবে রান্না রেসিপি দেখলাম। আমি ইউটিউবে দেখে এখন অনেক কিছুই রান্না করতে পারি। আজকে বিরিয়ানি রান্না করতে ইচ্ছে করছিলো। তাই আম্মুকে বল্লাম আম্মু আজকে আমি বিরিয়ানি রান্না করবো। আম্মু বললো পারবি না। বল্লাম চেষ্টা করলেই পারবো। তরপর আমি রান্না ঘরে গিয়ে বিরিয়ানি রান্না করার সবকিছু গুছালাম। মাংস ভিজতে দিয়েছি ছাড়েনি। ১টা বেজে গেছে তাই আমি গোসল করে যোহরের নামাজ পরে নিলাম। আম্মুও গোসল করে নামাজ পরে নিলো। এরপর আমি বিরিয়ানি রান্না করলাম। আম্মু আমাকে হেল্প করেছে।

IMG_20200826_001909.jpg

আমার বিরিয়ানি রান্না

বিরিয়ানি রান্না শেষ করে দুপুরে সবাই একসাথে দুপুরের খাবার খেয়েছি। জীবনে প্রথম আমি আজকে বিরিয়ানি রান্না করছি। অনেক মজা হয়েছে। সবাই খেয়ে খুশি হয়েছে। দুপুরে খেয়ে আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে অযু করে আসর নামাজ পরেছি। তারপর বিকেলে নাস্তা করেছি। বিকেলের নাস্তায় আজকে তেলের পিঠা খেয়েছি। নাস্তা করে বিকেলে বাহিরে হাটলাম। বিকেলে বীল পার দিয়ে হাটতে ভালোই লাগে।

IMG_20200826_001849.jpg

বিকেলের প্রাকৃতিক দৃশ্য

IMG_20200826_001900.jpg

এরপর সন্ধায় বাসায় এসে মাগরিবের নামাজ পরে নিয়েছি। নামাজ পরে আমি আর আম্মু কিছুসময় তজবি তেলাওয়াত করেছি। আমি কিছুসময় পড়াশোনা করেছি। আম্মু পড়তে না বসলে বকা দেয়। তাই কিছুসময় পড়ে টিভি দেখলাম। এরপর আমি আর আম্মু নামাজ পরে নিলাম। আব্বু মসজিদে নামাজ পরে বাসায় এসেছে রাতে। রাতে সবাই মিলে রাতের খাবার খেলাম। খাবার খেয়ে পান খেলাম একটু আব্বু-আম্মুর সাথে। কিছুসময় গল্প করলাম সবাই মিলে। তারপর সবাই শুয়ে পরলাম। আজকে তাড়াতাড়ি শুয়ে পরেছি। শুয়ে কিছুসময় ফেসবুকিং করলাম। মেসেন্জারে ফ্রেন্ডদের সাথে কথা বল্লাম। তারপর ঘুমানোর প্রস্তুুতি নিলাম। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের দিনটা ভালোই গিয়েছে আমার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

প্রাণ আপ আর বিরানি। দেখলে মন মানে।

অনেক সুন্দর পোস্ট।
রুটি ও জেলি আমারও অনেক পছন্দের খাবার।
ইউটিউব থেকে এখন বেশিরভাগ মেয়েই রান্না শিখে।
আপনার বিরিয়ানি দেখে খেতে ইচ্ছে করছিল।
আপনি কি ইউটিউব থেকে বিরিয়ানি রান্না করা শিখে ছিলেন???

#onepercent
#bangladesh

ধন্যবাদ।
হ্যাঁ আমি ইউটিউব দেখেই বিরিয়ানি রান্না করা শিখেছি।

beautiful click .. edit some more then your photo will be better .. i think you love photography ..

nice one .

আপনি ডাইরি অনেক সুন্দর লিখেছেন।
বিরিয়ানির ছবি দেখেই খেতে ইচ্ছা করছে। বিলের ছবিটা অনেক সুন্দর তুলেছেন। আপনি কি গান শুনেছিলেন ?

ধন্যবাদ
#onepercent
#bangladesh

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team