বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আপনাদের মাঝে প্রতিদিনের ডায়েরি শেয়ার করার চেষ্টা করি, আজও আমার ডায়েরি আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরু করা যাক আমার আজকের দিনলিপির বর্ণণা।
আজ রোজ মঙ্গল বার। প্রতিদিনের মত আজ ও ঘুম থেকে একটু তারাতারি উঠলাম। গত কালের মতো আজও ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নামতেছে। অতঃপর আমি ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। আজ যেহেতু সকাল থেকে বৃষ্টি তাই আর দোকানে যাওয়া হলো না। যাইহোক আম্মু বাড়িতে না থাকায় আমি বাবা কে গরুর দুধ দোয়াইতে সাহায্য করলাম। তারপর আমি সকালের খাবার খেয়ে নিলাম। অতঃপর আমি শোয়ার জন্য চলে গেলাম বিছানা তার পর আমি ফোনে একটু গেমস খেললাম।
এভাবেই কাটিয়ে দিলাম বাকিটা সময়।
দুপুরের দিকে বৃষ্টি একটু থামলো। যাইহোক আমি শোয়া থেকে উঠে বাহিরে আসলাম। বাহিরে এসে বাড়ির টুকিটাকি কাজ শেরে নিলাম। কুছুটা সময় পর যোহরের আজান পরে গেলো। অতঃপর আমি গোসল করতে চলে গেলাম পুকুরে। গোসল শেরে এসে যোহরের নামাজ পরে নিলাম। তারপর আমি দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু রেস্ট করতে বিছানায় চলে গেলাম। অতঃপর আমি ফোনটা নিয়ে শোয়ে শোয়ে নাটক দেখতে লাগলাম।
কিছুটা সময় পর আছরের আজান পরে গেলো। আমি আছরের নামাজ পরে নিলাম।
নামাজ শেষ করে রাস্তায় আসলাম। অতঃপর আমি আমাদের বাড়ি থেকে একটু দুরে একটা ব্রিজ ভাঙ্গতেছে নতুন ভাবে করার জন্য। সেখানে গেলাম আমার এক বন্ধু আসলো কিছুটা সময় আমরা ব্রিজ ভাঙ্গা দেখালাম। কিছুটা সময় থাকার পর আমরা রাস্তা দিয়ে একটু হাটাহাটি করলাম। অতঃপর আমরা রাস্তার পাশে গাছের গুড়ির উপরে একটু বসলাম। এভাবেই কেটে গেলো সারাটা বিকাল।
তারপর সন্ধা হয়ে আসলো কিছুটা সময় পর মাগরিবের আজান পরে গেলো।
মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। মসজিদে গেয়ে অজু করে মাগরিবের নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে হুজুরের কাছে আরবি পরলাম। আরবি পরে একটু দোকানে দিকে গেলাম। কিছুটা সময় পর ইসারের আজান পরে গেলো। দোকানে কিছুটা সময় থাকার পরে বাড়িতে চলে আসলাম।
অতঃপর বাড়িতে এসে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর আমি বিছানায় চলে গেলাম ফোনটা নিয়ে শুরু করে দিলাম আজকের দিনের ডায়েরি লেখা।
এই ছিলো আমার আজকের দিনলিপি। আগামি দিনগুলোতেও এভাবেই লিখতে চেষ্টা করবো ইংশা-আল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন।
অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটা দিন কাটিয়েছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit