বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমি আপনাদের মাঝে প্রতিদিনের ডায়েরি শেয়ার করার চেষ্টা করি, আজও আমার ডায়েরি আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরু করা যাক আমার আজকের দিনলিপির বর্ণণা।
অসুস্থতার কারনে আপনাদের মাঝে কিছু দিন পোস্ট দিতে পারেনি তাই আমি আন্তরিক ভাবে দুক্ষিত। তবে আজ আবার শুরু করলাম আশাকরি পাশে থেকে উৎসাহিত করবেন যাতে আপনাদের মাঝে ভালো কিছু উপস্থাপন করতে পারি।
আজ রোজ রবিবার। আজ সকালা ৭.০০ টার দিক ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ওয়াসরুমে গেলাম ফিরে এসে ব্রাশ করে মুখ ধুইলাম। অতঃপর বাড়ির কিছু কাজ করলাম। কিছুটা সময় পর আমি সকালের খাবার খাইলাম। তারপর আমি আমার ফোনটা নিয়ে কিছুটা সময় গেমস খেললাম।
কিছুটা সময় পর আমি চকে চলে গেলাম ধোন্চা কাটতে। অনেকটা সময় লাগলো অতঃপর যোহরের আজান পরে গেলো। আমি গোসল করতে চলে গেলাম আমাদের পুকুরে। গোসল শেরে বাড়িতে এসে দুপুরে খাবার খেয়ে নিলাম। অতঃপর আমি একটু রেস্ট করার জন্য বিছানায় চলে গেলাম। কিছুটা সময় শুয়ে শুয়ে ফোন চলাইলাম
অতঃপর আছরের আজান পড়ে গেলো। আমি শোয়া থেকে উঠে খেলা দেখা জন্য দোকানে চলে গেলাম। আজ বাংলাদেশের খেলা ছিলো তাই চলে গেলাম খেলা দেখতে।
অতঃপর সন্ধা হয়ে আসলো কিছুটা সময় পর মাগরিবের আজান পরে গেলো।
আমি মসজিদে এসে নামাজ পরলাম। অতঃপর আবার চলে গেলাম খেলা দেখতে। কারন তখন ও খেলা শেষ হয় নাই। খেলা শেষ করে মনটা খারাব হয়ে গেলো আজকে বাংলাদেশ খেলায় হারাতে। যাইহোক মনটা খারাব নিয়ে বাড়িতে চলে আসলাম।
বাড়িতে এসে রাতের খাবার খেয়ে নিলাম। অতঃপর আমি ফোনটা নিয়ে শুরু করে দিলাম আজকের দিনের ডায়েরি লেখা।
এই ছিলো আমার আজকের দিনলিপি। আগামি দিনগুলোতেও এভাবেই লিখতে চেষ্টা করবো ইংশা-আল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন।