আসসালামুআলাইকুম, বন্ধুরা।
2021 Steemit বার্ষিক পুরস্কারের জন্য মনোনয়ন এখনও উন্মুক্ত। আজ আমি আমার মনোনয়ন উপস্থাপন করছি।আমি আপনাদেরকেও এই বার্ষিক মনোনয়নে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
তিনটি বিভাগ মনোনয়নের সুযোগ রয়েছে, আর তা হলো সেরা লেখক , স্টিমিট সম্প্রদায়ের সেরা অবদানকারী এবং সেরা সম্প্রদায় ।
আমার মনোনয়ন :
সেরা লেখক (Best Author): @toufiq777
@toufiq777 আমার দেখা একজন চমৎকার লেখক। তৌফিক ভাই চমৎকারভাবে ব্লগ লিখতে পারেন। তিনি সম্প্রদায়ের সদস্যদের সুন্দরভাবে ডায়েরি লেখার পরামর্শ দিয়ে থাকেন। তিনি অনুপ্রেরণামূলক পোস্ট এবং মন্তব্যের মাধ্যমে কমিউনিটির ইউজারদেরকে ভালো পোস্ট করার ব্যপারে পরামর্শ দিয়ে থাকেন। তিনি ভালো ফটোগ্রাফি তুলতে পারেন। তার ব্লগে আমরা অসংখ্য কোয়ালিটিফুল ছবি দেখতে পাই। তিনি সহজ ভাষায় পোস্ট উপস্থাপ করেন, আর তার ব্লগ পড়ে আমরা বিভিন্ন ধরনের পোস্ট সম্পর্কে ধারণ পাই। তাই আমি @toufiq777 কে সেরা লেখক হিসেবে মনোনীত করলাম।
সেরা অবদানকারী (Best Contributor): @toufiq777
@toufiq777 অনেক আগে থেকেই স্টিমিটের সাথে যুক্ত আছেন। আর তিনি অনেক আগে থেকেই স্টিমিটের জন্য আবদান রেখে চলেছেন। তিনি সবার কাছেই স্টিমিটকে পজিটিভ ভাবে উপস্থাপন করেন এবং স্টিমিটের প্রচার এবং প্রসারে কাজ করে যাচ্ছেন। তিনি সব ইউজারদেরকে কোয়ালিটিফুল পোস্ট করার ব্যপারে উতসাহ দিয়ে থাকেন। তিনি কমিউনিটিতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে ইউজারদেরকে ভালো পোস্ট করার ব্যপারে উতসাহিত করেন। সবাইকে কমেন্ট এবং আপভোট দেয়ার ব্যপারেও উতসাহিত করেন। তাই @toufiq777 কেই আমি সেরা অবদানকারী হিসেবে মনোনীত করলাম।
সেরা সম্প্রদায় (Best Community): Steem Bangladesh
সেরা কমিউনিটি হিসেবে আমি Steem Bangladesh কমিউনিটিকে মনোনীত করলাম। স্টিম বাংলাদেশ আমার দেখা একটি সুন্দর কমিউনিটি। আমি এই কমিউনিটিতে অনেক কোয়ালিটিফুল পোস্ট দেখেছি। এই কমিউনিটির মাধ্যমে Bd-charity নামে একটি ফান্ড খোলা হয়, আর এই ফান্ডের মকধ্যমে অনেক সময় গরীব এবং অসুস্থ মানুষদের সাহায্যে ব্যয় করা হয়। এ ধরনের প্রজেক্ট পরিচালনা করক খুবই ভালো একটি আইডিয়া ছিল। বাংলাদেশীদের জন্য অন্যতম সেরা কমিউনিটি এটি। এই কমিউনিটি আমার পছন্দের কমিউনিটি। Steem Bangladesh কমিউনিটিকে সেরা কমিউনিটি হিসেবে মনোনীত করলাম।
ধন্যবাদ সবাইকে।