Food Recipes // Steem Bangladesh Contest: Food // 18-04-2021

in hive-138339 •  4 years ago  (edited)

Hello Friends


This is @hayat221 from Bangladesh



আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে @steem-bangladesh কর্তৃক আয়োজিত "Food" কনটেস্টে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি।



আমি আজকে একটা বানানা কেক রান্না করেছি যেটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি।

IMG20210418123721.jpg



🍰 Banana Cake Recipe 🍰

উপকরণ নামপরিমাণ
ময়দা২০০ গ্রাম
চিনি১০০ গ্রাম
কলা৩ পিস
তেলপরিমানমতো
ঘিপরিমান মত
বেকিং সোডাপরিমাণ মতো
পাউডার দুধ২০০ গ্রাম
ডিম২ পিস
লবণপরিমান মতো
সসপরিমান মত

🍰 ধাপ ১🍰

IMG20210418113539.jpg

প্রথমে আমি 200 গ্রাম ময়দা নিলাম, ময়দা গুলো একটা বাড়িতে রাখলাম।

🍰 ধাপ ২🍰

IMG20210418113628.jpg

চিনি নিলাম 100 গ্রাম, চিনি গুলো এক বাটিতে সুন্দর করে রাখলাম।

🍰 ধাপ ৩🍰

IMG20210418112216.jpg

বাজার থেকে তিনটা কলা নিয়ে আসলাম এবং সে কলা গুলোকে ভাল করে পানি দিয়ে ধুয়ে রাখলাম।

🍰 ধাপ ৪🍰

IMG20210418113642.jpg

একটা বাড়িতে তেল রাখলাম পরিমাণ মতো।

🍰 ধাপ ৫🍰

IMG20210418113605.jpg

পরিমাণমতো ব্রেকিং সোডা নিলাম, ভালো করে এক বাড়িতে রাখলাম।

🍰 ধাপ ৬🍰

IMG20210418113617.jpg

পাউডার দুধ নিলাম 200 গ্রাম, এগুলো সুন্দর করে এক বাটিতে রাখলাম।

🍰 ধাপ ৭🍰

IMG20210418113551.jpg

দুই পিস ডিম নিলাম, ডিমগুলো খোসা ছেড়ে এক বাটিতে রাখলাম।

🍰 ধাপ ৮🍰

IMG20210418113652.jpg

পরিমাণ মতো সস নিয়েছি, সবগুলো জিনিস আলাদা আলাদা করে রাখছি।

🍰 ধাপ ৯🍰

IMG20210418113818.jpg

আমরা লক্ষ্য করতে পারছি যে উপরের , উপকরণ গুলো সব আলাদা আলাদা ভাবে রাখা হয়েছে। এবার আমি সব উপকরণ গুলো এক বাটিতে করলাম । সবগুলো উপকরণ একসাথে করার পর এতে কিছু পরিমাণ পানি‌ যোগ করলাম। তারপর একটানা 5 মিনিট সবগুলো উপকরণ মেশানোর জন্য চেষ্টা করলাম।

🍰 ধাপ ১০ 🍰

IMG20210418114142.jpg

IMG20210418114546.jpg

এরপর একটা কড়াই চুলায় বসাইলাম, তারপর কড়াইতে 1 চামচ ঘি ও হালকা পরিমাণ চিনি দিয়ে , এর উপর কলাগুলো সারি করে রাখলাম।

🍰 ধাপ ১১ 🍰

IMG20210418115516.jpg

মেশানো উপকরণ গুলো এর উপর ঢেলে দিলাম। 20 মিনিটের মত কড়াই এর উপর ঢাকনা বসিয়ে রাখলাম।

🍰 ধাপ ১২ 🍰

IMG20210418121807.jpg

20 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার কেক তৈরি হয়ে গেছে। তারপর কিছুক্ষণের জন্য ঠান্ডা জায়গায় রাখলাম।

🍰 পরিবেশন🍰

IMG20210418124243.jpg

প্রথমে আমি কেক টা কে সুন্দরভাবে কাটলাম , একের পর এক টুকরা করলাম ।তারপর ছোট-বড় কয়েকজন মিলে কেকটা খাইলো। ছোট গুলা বলল এটা অনেক সুন্দর হয়েছে ,তখনই আমি আনন্দ সাথে বলে উঠলাম আমি পেরেছি রেসিপি তৈরি করতে।

IMG20210418124353.jpg

আমি বেশ কয়েকবার এরকম রেসিপি তৈরি করেছিলাম, আজকের মত এর আগে কখনো এরকম ভালো হতে পারিনি। আমার আজকের রেসিপি টা ছিল সুস্বাদু ও পরিবেশ বান্ধব। আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য। আমরা দোকানপাট থেকে এসব খাদ্য না কিনে, উপরের উপকরণ গুলো বাজার থেকে কিনে বাসায় সুন্দরভাবে তৈরি করতে পারবো।

IMG20210418123800.jpg

আশা করি ভালো লাগবে আমার রেসিপিটা সবাইকে।

আবারো ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও! কলা দিয়ে বানানো কেক আমার অনেক পছন্দের।

ভাতিজা তো রাঁধুনি হইয়া গেছে দেখতাছি 😱

হ চাচা ,বউ নাই তো ট্রাই করতেছি একটু