Honesty is the best policy.[Eng-Ban]

in hive-138339 •  3 years ago 

Hello guys,
Assalamualaikum, hello friends, how are you all? I hope everyone is well and healthy by the grace of God. I appeared in front of you with a new blog post, I hope you all like my writing.

We are a human race. The Creator sent us to earth as the best creatures of creation. Every human being has to leave this beautiful world. This earthly life is very fleeting. The Creator has sent us here for a short time only to do good deeds and good deeds.

chinese-g1b45fd6d9_1920.jpgsource

We all have to leave this world one day only through our actions we make our name in the world everlasting. Righteous people remain immortal in the heart of man even after death. The good deeds of the people can keep the people memorable and cherished for the rest of their lives.

network-g34b46d419_1920.jpgsource

The Creator did not send us to earth without a purpose, because nothing happens on a purposeless earth.

We see two kinds of people in the world all the time around us. One is an honest man and the other is a dishonest man. Honest people are immortal in the hearts of virtuous people because they do not think only of themselves but always devote themselves to the benefit of others. Dishonest people never work for the welfare of others. They are jealous.

puzzle-g23d41a1f8_1920.jpgsource

Those who are hardworking and virtuous in this world can climb to the peak of progress. There is a saying in Bengali that honesty is the best way. Good people are always big in their minds, their hearts are wide, but bad people are so terrible, they don't think twice about committing any crime, they always think of themselves as very clever. They can never tolerate the good of others from the heart.

business-people-g712b01464_1920.jpgsource

In this world we all run after money but when we give ourselves to make money there is no idea that it can never bring benefits because money never lasts forever. Money is needed but money can never make people happy. If we lose our money, it is possible to earn it in an honest way through hard work, but once we lose our character, it can never be regained.

balance-g6f6c3531f_1280.pngsource

So friends, till today we will all be honest and virtuous. Honest individuals dedicate themselves to the welfare of the country and society. Only honesty can achieve everything. So we will all be honest and dedicate ourselves to the welfare of the country and the nation. Stay well, stay healthy, this is the expectation for everyone. God bless you.

আসসালামুআলাইকুম, হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ কৃপায়। নতুন একটি ব্লগ পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আমার লেখা টি আপনাদের সবারই ভালো লাগবে।

আমরা মনুষ্য জাতি। সৃষ্টির সবচেয়ে সেরা জীব হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন সৃষ্টিকর্তা। প্রত্যেক মানুষকেই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এ পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী এখানে অল্প কিছুদিনের জন্য আমাদেরকে সৃষ্টিকর্তা প্রেরণ করেছেন শুধুমাত্র সুন্দর কার্য ও সৎকার্য সাধন করার জন্য।

আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন শুধুমাত্র আমাদের কর্মের মাধ্যমে আমরা পৃথিবীতে আমাদের নামটা চিরস্মরণীয় হয়ে থাকে। সৎকর্মশীল ব্যক্তিগণ মৃত্যুর পরেও অমর হয়ে থাকে মানুষের হৃদয়ে। মানুষের সৎকর্ম ওই পারে মানুষকে আজীবন স্মরণীয় করে রাখতে ও বরণীয় করে রাখতে।

সৃষ্টিকর্তা আমাদেরকে কোন উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে প্রেরণ করেননি কারণ উদ্দেশ্যবিহীন পৃথিবীতে কোন কিছুই ঘটে না।

আমরা পৃথিবীতে দুই ধরনের মানুষ সব সময় দেখতে পাই আমাদের চারপাশে। একটি সৎ মানুষ এবং অন্যটি অসৎ মানুষ। সৎ ব্যক্তি গুণী মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন কারণ তারা শুধু নিজেদের কথা চিন্তা করেন না পরের উপকারে নিজেদেরকে সবসময় বিলিয়ে দিয়ে থাকেন পক্ষান্তরে অসৎ ব্যক্তিগণ কখনোই পরের কল্যাণে কাজ করেন না শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই ব্যস্ত থাকেন এরা কখনো অন্যের ভালো কামনা করেন না অন্যের ভালো দেখে এরা হিংসা করে।

যারা এই পৃথিবীতে পরিশ্রমই এবং সৎকর্মশীল তারাই উন্নতির শিখরে আরোহণ করতে পারেন বাংলায় একটি কথা আছে সততাই উৎকৃষ্ট পন্থা। সদ ব্যক্তিগণ সব সময় নিজের মনের দিক থেকে বড় হয়ে থাকেন এদের হৃদয় প্রশস্ত থাকে কিন্তু অসৎ ব্যক্তিগণ এরা খুবই ভয়ঙ্কর হয়ে থাকেন এরা কোন অপরাধ কর্ম করার জন্য দ্বিতীয়বার ভাবেন না সবসময় নিজেদেরকে অতীবেশি চালাক ভেবে থাকেন। এরা কখনো অন্যের ভালো সহ্য করতে পারেন না মন থেকে।

এই পৃথিবীতে আমরা সবাই টাকার পিছনে অর্থের পিছনে দৌড়ায় কিন্তু অর্থ উপার্জন করতে যে কখন যে আমরা নিজেদেরকে বিলিয়ে দেই সেদিকে কোন খেয়ালই থাকেনা যেটি কখনো সুফল বয়ে আনতে পারে না কারণ টাকাপয়সা ধন সম্পদ কখনোই চিরস্থায়ী থাকে না। অর্থের প্রয়োজন আছে কিন্তু অসৎ পথে অর্থ কখনো মানুষকে সুখ দিতে পারেনা। আমাদের টাকা পয়সা হারালে সেটা পরিশ্রমের মাধ্যমে সৎ উপায়ে উপার্জন করা সম্ভব কিন্তু একবার নিজেদের চরিত্র হারালে সেটা কখনও আর ফিরে পাওয়া সম্ভব না যতই টাকা পয়সাও অর্থ-সম্পদ থাকুক চরিত্র হারালে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমরা সকলে সৎ ও চরিত্রবান হব। সৎ ব্যক্তিবর্গ দেশ ও সমাজের কল্যাণের নিজেদের উৎসর্গ করে থাকেন। শুধুমাত্র সততার বলে সব কিছু অর্জন করা সম্ভব। তাই আমরা সকলের সৎ চরিত্রবান হওয়া এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করবো। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি। আল্লাহাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!