Hello friends, how are you all? I hope everyone is well and healthy. Thanks to your prayers and God's infinite mercy, I am still sick in the midst of this epidemic. This is the greatest result of life. Thank God for this Alhamdulillah.
Today I will share an article with you, I hope you like it, so let's talk about it.
In fact Josna night is my very favorite. It’s not just my favorite alone but everyone like me thinks Josna Night is my favorite. Because the beauty of the moon is so beautiful that it is never understood that it is not Josna night.
Josna wants to lose herself at night. In the light of the moon, it is surrounded by darkness and has a unique beauty. When I see that, I lose my mind.
Josna can't express in words what fun it is to hang out with friends at night. Josna night is one of the infinite blessings of Allah. Because Josna can be seen as clear as the light of lightning all around because of the night.
When I was younger, siblings used to play together at night in Josna. Those childhood memories still haunt me. That memory will never be forgotten. It was a heavenly feeling to get involved in various games. In fact, the times that once passed from life can never be regained.
In fact, Josna night is an infinite blessing of the Creator due to which the whole world is illuminated. The mind wants to go back to that pool again and again. But that is never possible. So I still feel the feeling of Josna night.
I wish you all good health. So far today. God bless you.
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে এই করণা মহামারীর মধ্যেও এখনো অসুস্থ আছি। এটাই জীবনের সবচেয়ে বড় ফল এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ।
আজ আমি আপনাদের সাথে একটি আর্টিকেল শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন সে বিষয়ে কিছু কথা জানা যাক।
আসলে জোসনা রাত আমার খুব প্রিয়। এটা শুধু আমার একা প্রিয় না আমার মত প্রত্যেকেরই জোসনা রাত প্রিয় আমার মনে হয়। কারণ চাঁদের সৌন্দর্য যে এত সুন্দর তা জোসনা রাত না আসলে কখনো সেটা বোঝা যায় না।
জোসনা রাতে নিজেকে হারিয়ে যেতে মন চায়। চাঁদের আলোয় চারিদিকে অন্ধকারাচ্ছন্ন কেটে অপরূপ এক সৌন্দর্য ধারণ করে। যেটা দেখলে আমার মনকে আমি হারিয়ে ফেলি।
জোসনা রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতে যে কি মজা সেটা বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহর অশেষ এক নিয়ামত এ জোসনা রাত। কারণ জোসনা রাতের কারণে চারিদিকে বিদ্যুৎ এর আলোর মত পরিষ্কার দেখা যায়।
যখন ছোট ছিলাম তখন জোসনা রাতে ভাইবোনেরা মিলে একসাথে খেলা করতাম। ছোটবেলার সেই স্মৃতি এখনো আমাকে তাড়া করে বেড়ায়। সে স্মৃতি কখনো ভুলার নয়। নানারকম খেলায় মেতে উঠতাম সে এক স্বর্গীয় অনুভূতি। আসলে জীবন থেকে যে সময় গুলো একবার চলে যায় তা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না।
আসলে জোসনা রাত সৃষ্টিকর্তার অশেষ নিয়ামত যার কারণে পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন কেটে আলোকিত হয়ে যায়। সেই পুলকে বারবার নিজেকে ছোটবেলায় ফিরে যেতে মন চায়। কিন্ত সেটা তো আর কখনো সম্ভব না। তাই এখনো অনুভব করি জোসনা রাতের অনুভূতিটা।
তা বন্ধুরা সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit