সাইকেল চালানো যেকোনো দেশের অর্থব্যবস্থার জন্যই ক্ষতিকারক।
এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে :-
সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ,
কারণ :
• সে গাড়ি কেনে না,
• সে লোন নেয় না,
• সে গাড়ির বীমা করায় না,
• সে গাড়ির তেল কেনে না,
• সে গাড়ির সার্ভিসিং এর খরচ করে না,
• সে গাড়ি পার্কিং এর খরচ করে না,
• সে মোটা হয় না,
হ্যাঁ, এটা সত্য যে, সুস্থ ব্যক্তি দেশের অর্থব্যবস্থার জন্য উপযোগী নয়, কারণ :-
• সে ওষুধ কেনে না,
• সে হাসপাতালে বা ডাক্তার এর কাছে যান না,
• সে দেশের GDPতে কোনো উল্লেখযোগ্য অবদান রাখে না।
ঠিক এর বিপরীতে একটি Fast Food এর দোকান চালানো লোক, দেশে 30 জনের চাকরি তৈরি করে, কিভাবে ?
10 জন Heart এর চিকিৎসক,
10 জন দাঁতের চিকিৎসক,
10 জন ওজন কমানোর ডায়েটিশিয়ান/ডাক্তার/ট্রেনার।
বিশেষ দর্শন :-
যারা পায়ে হেটে যাতায়াত করে তারা তো আরও বেশি দেশের পক্ষে ক্ষতিকর,
কারণ, সে তো সাইকেল টাও কেনে না ।
Copy from: https://www.facebook.com/622133388137523/posts/1437812459902941/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit