The Diary Game::12/09/2020:: This Saturday

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা।আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমত ও বরকতে ভালো আছেন।তা যাই হোক আজ আমি তাড়াতাড়ি আমার পোস্ট লেখার চেষ্টা করব।

আজ রোজ শনিবার। সপ্তাহের প্রথম দিন।আজ আমাকে ঘুম ভাঙ্গে আমার মায়ের ডাকে।উঠে দেখি প্রায় সকাল সাতটা বাজে।তাই আমি তারাতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয় এবং আমার দাত ব্রাশ করি। কারন আজ আমার রসায়ন প্রাইভেট পড়তে যেতে হবে।

তাই আমি তাড়াতাড়ি করে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বাইর হয়। আজ আমি প্রাইভেট পড়তে যাই প্রায় ৭.২০ মিনিটে। বলা যেতে পারে প্রায় বিশ মিনিট দেরি করে।তা যাই হোক আমি প্রাইভেট এ গিয়ে সেখানে রসায়ন পড়লাম।তারপর আমি ৮ টার সময় আমি প্রাইভেট পড়ে আমি বাসায় ফিরে আসি।

বাসায় এসে আমি আমার মায়ের হাতে তৈরি করা রুটি খাই।তারপর আমি আমার কম্পিউটার এর সামনে বসে কম্পিউটার চালু করে একটি মুভি দেখলাম।তারপর আমি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আমার চাচাতো ভাই রাকিবকে ডাক দিলাম।তারপর আমরা দুজনেই কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য বাসা থেকে রওনা দিলাম।

আমরা কম্পিউটার ক্লাসে গিয়ে দেখি আমার কম্পিউটার ক্লাসের ভাই কম্পিউটার ক্লাসটি পরিষ্কার করছেন। তারপর আমরা কম্পিউটার ক্লাসে ICT কোর্স শুরু করলাম। তারপর আমার কম্পিউটার ক্লাসের এক বন্ধু এসে আমাদের সঙ্গে হাসি ঠাট্টা শুরু করলো।আমরা সেখানে অনেক হাসি ঠাট্টা করলাম।

তারপর আমি ও আমার চাচাতো ভাই কলেজে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রশংসাপত্র নেওয়ার জন্য একসঙ্গে স্কুলে গেলাম।স্কুলে যাওয়ার সময় রাস্তায় অনেক ভীড় ছিল।
IMG_20200912_120635.jpg বাজারে তোলা ছব।
তারপর আমরা স্কুলে গেলাম এবং সেখানে প্রশংসাপত্রের টাকা দিলাম।

IMG_20200912_123840.jpg
স্কুলের অফিসের সামনে তোলা ছবি
তারপর আমি বাসায় এসে বাথরুমে গিয়ে গোসল করলাম। গোসল করার পর আমি দুপুরের ভাত খাই। ভাত খাওয়ার পর আমি কিছুক্ষণ বিশ্রাম করি। তারপর আমি প্রায় তিনটার সময় আমার নানির বাসা গেলাম।আমার নানির বাসা আমাদের বাসা থেকে তেমন বেশি দূরে নয়।তাই আমি সাইকেল নিয়ে নানির বাসা গেলাম।

আমার নানির বাসা থেকে আমি মাগরিবের সময় বাসায় আসি। বাসায় এসে আমি আমার মোবাইলে ফ্রী ফায়ার গেম প্রায় এক ঘন্টা পর্যন্ত খেললাম।তারপর আমি আমার পরিবারের সঙ্গে রাতের খাবার খেলাম।তারপর আমি আমার কম্পিউটার চালু করে কিছু সময় কাটালাম।
IMG_20200912_220033.jpg
তারপর আমি আমার ঘরে গিয়ে ঘুমাই। ঘুমানোর আগে আমি steemit এ পোস্ট দিলাম।

আশা করি আপনারা সবাই আমার এই পোস্ট পছন্দ করবেন।আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি। ধন্যবাদ সবাইকে এবং আল্লাহ তায়ালা সবাইকে নোবেল করোনা থেকে বাচিঁয়ে রাখুক আমিন।শুভ রাত্রি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You wrote so beautifully. You could have made the post better if you wanted. With some pictures taken during computer class. Try to give pictures of what you do. That's why your post has been so beautiful.

#bangladesh
#onepercent

ok brother

Nice diary but It would be great if you could share some more pictures.
#onepercent
#bangladesh

Ok brother.