The Diary Game::16/08/2020:: আজকের দিনের শুরু আর শেষ

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম ভাইয়েরা।

আশা করি আল্লাহর অশেষ রহমতে ও করুণায় ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকে পোস্টে সালাম দেয় কিন্তু সবাই আমি যতটা জানি সালাম নেয় না।বেশি দেরি না করে আমি আমার আজকের পোস্ট লেখা শুরু করলাম।

কাল রাতে দেরি করে ঘুমানোর কারনে আজ ঘুম থেকে তারাতাড়ি উঠলেও আমার ঘুম ভালো হয়নি। তাই ঘুম থেকে উঠে আমার কোনো কাজ করার মতো শক্তি ছিল না। তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করলাম তারপর আমি প্রতিদিনের মতো গোয়াল ঘরের সব কাজ করলাম। তারপর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হই। তারপর আমি দাত ব্রাশ করলাম।

দাত ব্রাশ করার পর আমি বাইরে গিয়ে কিছুক্ষণ বসে ছিলাম। তারপর আমি বাসায় এসে ভাত খাওয়ার জন্য হাত মুখ পরিষ্কার করলাম।এরপর আমি আমার বাবার সঙ্গে ভাত খাই। ভাত খেয়ে আমার বাবা কাজ করার জন্য বাইরে যায় এবং আমি ভাত খাওয়ার পর আমার কম্পিউটার চালু করি এবং গান শুনি। গান শুনতে শুনতে আমি আমার ঘর পরিষ্কার করলাম।

এরপর আমি কম্পিউটার বন্ধ করার পর আমার মোবাইলে free fire গেম খেলি। তারপর আমি কম্পিউটার ক্লাস করার জন্য সৈয়দপুর প্লাজা যাই। কম্পিউটার ক্লাসে যাওয়ার সময় আমার মা আমাকে বাজার থেকে খরচ আনার জন্য ১০০ টাকা দেয়।

এরপর আমি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য রওনা দেই। কম্পিউটার ক্লাসে গিয়ে আমি কম্পিউটার ক্লাস করি। সেখানে আমি Microsoft PowerPoint এর কাজ শিখলাম। তারপর আমি এবং আমার বন্ধুরা বাসার দিকে রওনা দেই। বাসায় আসার সময় হঠাৎ বৃষ্টি হয়। আমরা তিন বন্ধুই ভিজে যাই। তাই আমি তারাতাড়ি বাসার জন্য খরচ কিনে বাসায় আসি।

বাসায় আসার সময় হঠাৎ পানি থেমে যায়। যখন বৃষ্টি থামে তখন আম্রা প্রায় বাসা এসে গেছি। বাসায় এসে আমি কিছুক্ষণ বসে থাকি।তারপর আমি গোসল করলাম এবং যোহরের নামাজ আদায় করি। তারপর আমি ভাত খাই। ভাত খাওয়ার পর আমি আমার কম্পিউটারে মুভি দেখি। মুভি দেখার পর আমি ঘুমাই।

ঘুম থেকে উঠে আমি আসরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাই। নামাজ আদায় করার পর আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়।তারপর বন্ধুরা সবাই ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার সময় আমরা সেখানের মনরম পরিবেশের আনন্দ উপভোগ করলাম। সেখানকার দৃশ্য খুবই সুন্দর ছিল।

FB_IMG_1597547499909.jpg

তারপর আমি বাসায় এসে আমার মার সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম।এরপর রাতের খাবার আমি,আমার ভাইএবং মা মিলে খাই। ভাত খাওয়ার পর আমি এই পোস্ট লিখলাম।পোস্ট লেখার পর আমি ফেসবুকে আমার বন্ধুদের সঙ্গে সময় কাটাই।তারপর আমি ঘরে ঘুমাই।

আশা করি সবাইকে আমার পোস্ট ভালো লাগলো। আল্লাহ সবাইকে করোনার মহামারী থেকে সূস্থ রাখুক। আমিন। ok friends good night.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Excellent post bro, Keep posting every day.

ok bro

Ok bro

If you have remeber , Will share with us what you bought that day from the market?

#onepercent

#bangladesh

greeting from @tarpan

মুড়ি