The diary game: 20-8-2020

in hive-138339 •  4 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি The diary gameআলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভাল আছেন আমিও ভাল আছি। আল্লাহ তায়ালার অশেষ রহমতে প্রতিদিনের নাই আজকেও The diary game এ আপনাদের সামনে উপস্থিত হলাম আমার ডায়েরি নিয়ে।The diary game এ প্রতিদিনের লেখার নিয়ম আজও লিখতে শুরু করলাম।আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ায় ফজরের নামাজ আদায় করার জন্য ফজরে ঘুম থেকে জাগ্রত হই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফ্রেশ হওয়ার জন্য অর্থাৎ ওযু করার জন্য বাথরুমে গিয়ে সুন্দর ভাবে ওযু করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। অজু সেরে ফজর নামাজ আদায় করি ফজরের নামাজ আদায় করার পর প্রতিদিনের ন্যায় একটু হাঁটার জন্য বাড়ির আশেপাশে হাঁটাচলা করি শারীরিক ব্যায়ম শেষ করার পর বাসায় ফিরে আসি বাসায় এসে হাতমুখ ধুয়ে কি সময় লেখাপড়া স্টাডি অন্যান্য কাজ করে সময় কাটিয়ে যায় তারপর সকালের নাস্তা সম্পন্ন করে বাহিরে যাই। বাইরে তেমন কোনো কাজ ছিল না তারপরও বাহিরে গিয়ে ঘোরাফেরা ও বিভিন্নভাবে সময়ে কাটিয়ে দেই।
বাইরে ঘোরাফেরা করতে করতে যোহরের অক্ত হয়ে যায় যোহরের অক্ত হয়ে গেলে বাসায় ফিরে আসি বাসায় ফিরে এসে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জোহরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। জোহরের নামাজ আদায় করার ভর দুপুরের খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম কেননা তখনও খাবার তৈরি হয়নি একসময় খাবার হয়ে গেলেন খাবার খেতে গেলাম আজকে তেমন কোনো খাবার ছিল না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা খাওয়াই আছেন।
IMG_20200820_140022.jpg
দুপুরের খাবারের মধ্যে ছিল মাছ কচু ডাল । দুপুরের খাওয়া শেষ করে কিছু সময়ের রেস্ট করি রেস্ট করার পর কিছু সময় সোশ্যাল মিডিয়ার মধ্যেই ব্যস্ত থাকি।
ফেসবুক মেসেঞ্জার এর সময় ব্যয় করতে করতে অনেকটা সময় ব্যয় করে ফেলি সেখানে অবশ্য কিছু বিষয় জানার ছিল যা পৃথিবীর সাতটি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হল মিশরের পিরামিড যা আসলে বিশ্বকে অবাক করিয়ে দেয়। যা আসলে বর্তমান বিজ্ঞানময় যুগেও তাক লাগানো একটি বিষয় যেটা প্রাচীন যুগের বহু আগে নির্মিত একটি পিরামিড। আসলে সে সময় মানুষ এটা কিভাবে নির্মাণ করেছে আজও সেটা আবিষ্কার করা যায়নি এত বড় বড় ব্লগ তারা কিভাবে এত উপরে উঠিয়েছে এবং কোথা থেকে এনেছে কিভাবেই বা তারা এত ভারী বস্তু বর্তমান যুগে যাক ক্রেন দিয়ে উপরে উঠা নামা করা সম্ভব সেটা তারা পূর্বে কিভাবে এত উপরে উঠে গেছে আজও তার আবিষ্কার করা সম্ভব হয়নি। যার কিছু দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম।
Screenshot_20200812-171802.png
যাইহোক দুপুরবেলায় এভাবেইআমার সময় কেটে যায়। এভাবেই আসরের সময় হয়ে যায় আসরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আসার নামাজ আদায় করি। আসর নামাজ শেষ করার পর নিত্যদিনের নাই একটু ঘোরাফেরা করি যদি আসরের পর হালকা বৃষ্টি হয়েছিল তবে তেমন সময় ধরে থাকেনি কিছুসময়ের মধ্যেই চলে যায়।

IMG_20200820_171332.jpg
দুপুরবেলায় এফাবে ঘোরাফেরা করার পর মাগরিবের নামাজের সময় হয়ে যায়। মাগরিবের নামায আদায় করে বাজারে যাইয় বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বাসায় ফিরে আসে বাসায় ফিরে এসে এশার নামাজ আদায় করে। রাতের খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করি ।
IMG_20200820_214010.jpg
রাতের খাবার সমাপ্ত করার পর। বিছানায় শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে শোয়ার আগেইThe diary game এ আমার ডায়েরি লেখার কথা মনে পড়ে গেল তাই আপনাদের জন্য আজকে সারাদিনে ঘটনা বর্ণনা করলাম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তাআলা আপনাদের কে নেক হায়াত দান করুন। আবারো কাল দেখা হবে The diary game এ আমার ঘটে যাওয়া দিনের ডাইনি।#আমিন!!!!!!!!!!

#ফি আমানিল্লাহ

@Jakariasn

#ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Your blog is very nice but you should keep an eye on your spelling mistakes. I hope you will not make mistakes later and correct your mistakes.
#onepercent
#bangladesh

Caption দিলে ভালো লাগতো আপনার পোস্টটি।