আজকের ডাইরি
সকাল
ভোরবেলা হাঁটার সময় পাশের বাসার বাগানের গাঁদা ফুলের ছবি।
আজকে অনেক ভোরের দিকে ঘুম ভেঙে যায় আমার। বিছনা থেকে উঠে হাত মুখ ধুয়ে ওজু করে কিছুক্ষণ বসে থাকি। ফজরের আযান দিলে গিয়ে নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে আমি সকালের নাস্তার জন্য রাইসকুকারে খিচুড়ি চড়িয়ে দেই। এরপর বাহির থেকে একটু হেঁটে আসি। পরে রুমে এসে কিছুক্ষণ বই পড়তে বসি। বই পড়া হয়ে গেলে পরে এসে সবাইকে ডাকি সকালের নাস্তার। সকলের নাস্তা খাওয়া হয়ে গেলে প্লেট গুলো ধুয়ে ফেলি পরে রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নেই।
দুপুর
দুপুরবেলা মাকে রান্নার কাজে সাহায্য করা।
দুপুরের খাবারের জন্য মাকে কিছু সাহায্য করি। এর পরে যোহরের আযান দিলে গোসল করতে চলে যাই ওয়াশরুমে। গোসল করে ওযু করে জোহরের নামাজ আদায় করতে চলে যাই রুমে। নামাজ আদায় করা হলে পরে কিছুক্ষণ বসে মোবাইলে গেম খেলি। পরে মা দুপুরের খাবারের জন্য ডাকেন তাপর গিয়ে দুপুরের খাবার খাই। খাবার খেয়ে কিছুক্ষণ পরে বাইরে যাই কিছুটা দুরে কয়েকজন প্রতিবেশি আন্টিরা একটি জায়গায় বসে লুডু খেলছিলো সেখানে গিয়ে তাদের খেলা দেখি। কিছুটা সময় পরে বাসায় চলে আসি।
বিকেল ও সন্ধ্যা
সন্ধ্যায় পাপোর খাওয়া।
এর পরে কিছুক্ষন বাহিরে হাটি পরে মাগরিবের আযান দেয় বাসায় চলে আশি। বাসায় এসে ওজু করে নামাজ পরতে বসি, নামাজ শেষ করে একটু গল্পের বই পড়তে বসি যেহেতু পরীক্ষা শেষ তাই। বই পড়া শেষ করে কিছুক্ষণ বসে মোবাইলের ইউটিউবে একটি ইন্ডিয়ান সিরিয়াল দেখি। অনেকক্ষণ ধরে দেখার পরে এশার আযান দিয়ে দেয়। এশার আযান দিলে পরে ওজু করে নামাজ আদায় করি এরপর রাতের খাবারের জন্য মা ডাকেন। পরে উঠে গিয়ে রাতের খাবার খাই। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ বসে সবার সাথে গল্প করি। পরে বিছানায় চলে আসি ঘুমানোর জন্য।
ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে আমার ডাইরি টি পড়ার জন্য।
All picture captured
Device | Xiaomi Note 4x |
---|---|
Location | Parbatipur, Dinajpur |
সুন্দর একটা দিন কাটিয়েছেন আপু। পাপর খেতে অনেক মজা লাগে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ধন্যবাদ আপনাকে ও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি দিন কাটিয়েছেন। ছবি গুলো অনেক সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit