ডাইরি
ভোরবেলা হাঁটার সময় পাশের বাসার বাগানের গোলাপ ফুলের ছবি।
আজকে অনেক ভোরের দিকে ঘুম ভেঙে যায় আমার। বিছনা থেকে উঠে হাত মুখ ধুয়ে ওজু করে কিছুক্ষণ বসে থাকি। ফজরের আযান দিলে গিয়ে নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে আমি সকালের নাস্তার জন্য রাইসকুকারে খিচুড়ি চড়িয়ে দেই। এরপর বাহির থেকে একটু হেঁটে আসি। পরে রুমে এসে কিছুক্ষণ বই পড়তে বসি। বই পড়া হয়ে গেলে পরে এসে সবাইকে ডাকি সকালের নাস্তার। সকলের নাস্তা খাওয়া হয়ে গেলে প্লেট গুলো ধুয়ে ফেলি পরে রুমে এসে কিছুক্ষণ বিশ্রাম নেই।
দুপুর বেলা বসে বসে লুডু খেলা দেখা।
দুপুরের খাবারের জন্য মাকে কিছু সাহায্য করি। এর পরে যোহরের আযান দিলে গোসল করতে চলে যাই ওয়াশরুমে। গোসল করে ওযু করে জোহরের নামাজ আদায় করতে চলে যাই রুমে। নামাজ আদায় করা হলে পরে কিছুক্ষণ বসে মোবাইলে গেম খেলি। পরে মা দুপুরের খাবারের জন্য ডাকেন তাপর গিয়ে দুপুরের খাবার খাই। খাবার খেয়ে কিছুক্ষণ পরে বাইরে যাই কিছুটা দুরে কয়েকজন প্রতিবেশি আন্টিরা একটি জায়গায় বসে লুডু খেলছিলো সেখানে গিয়ে তাদের খেলা দেখি। কিছুটা সময় পরে বাসায় চলে আসি।
বিকেলের দিকে বাসার পাশের একটি রোডে হাঁটার সময়।
বাসায় এসে কিছুক্ষন বিশ্রাম নেই। পরে বিকেলে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওজু করে আসরের নামাজ আদায় করি। এরপরে রুমে বসে টিভি দেখি কিছুক্ষন পরে দেখি ভাইয়া বাসায় বসে আমাদের জন্য ঝাল মুড়ি তৈরি করেন। সবাই মিলে ঝাল মুড়ি খাই, ঝাল মুড়িগুলো অনেক মজাদার হয়ে ছিলো। এর পরে কিছুক্ষন বাহিরে হাটি পরে মাগরিবের আযান দেয় বাসায় চলে আশি। বাসায় এসে ওজু করে নামাজ পরতে বসি। নামাজ শেষ করে বই পড়তে বসি।
রাতে বিছানায় বসে বসে ইউটিউবে সিরিয়াল দেখা।
বই পড়া শেষ করে কিছুক্ষণ বসে মোবাইলের ইউটিউবে একটি ইন্ডিয়ান সিরিয়াল দেখি। অনেকক্ষণ ধরে দেখার পরে এশার আযান দিয়ে দেয়। এশার আযান দিলে পরে ওজু করে নামাজ আদায় করি এরপর রাতের খাবারের জন্য মা ডাকেন। পরে উঠে গিয়ে রাতের খাবার খাই। রাতের খাবার খেয়ে কিছুক্ষণ বসে সবার সাথে গল্প করি। পরে বিছানায় চলে আসি ঘুমানোর জন্য এই ছিলো আমার আজকের দিন।
অনেক সুন্দর দিন কাটিয়েছেন আপু। মাঝে মাঝে আমরাও লুডু খেলি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটা দিন অতিবাহিত করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Have a nice day.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit