আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ্র রহমতে ভালো আছি।
"@steem-bangladesh" কমিউনিটিতে, আপনাদের সাথে আমার আজকের দিনের ডায়েরি শেয়ার করছি।
ডাইরি গেম
ভোরবেলা ঘুম থেকে উঠে বই পড়ার সময়।
সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামায শেষ করার পরে। নামাজের পাটি থেকে উঠে গিয়ে ব্রাশ করি। তারপরে রুমে গিয়ে কিছুখন বই পড়ি। কিছুক্ষণ বই পড়ার পর উঠে গিয়ে সকালে নাস্তার জন্য রুটি তৈরি করি। সকালের নাস্তা সবার খাওয়া শেষে থালা বাসন গুলো ধুয়ে ফেলি এরপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। কলেজে যাওয়ার জন্য তৈরি হই। এর পরেই কলেজে চলে যাই আজকে কলেজে কিছু দরকারী কাজ ছিলো তাই কলেজে যাওয়া।
দুপুরে খাসির মাংস রান্না করার সময়।
এরপরে কলেজ থেকে আসতে দুপুরে প্রায় ১২:০০ বেজে যায়। বাসায় এসে কিছুক্ষন বিশ্রাম নিয়ে মায়ের সাথে দুপুরের রান্নার কিছু কাজ করি এরপর গোসল করতে যাই। গোসল করা শেষ হতেই জোহরের আযান দেয় পরে ওযু করে জোহরের নামাজ আদায় করি। ২:০০ দিকে মা দুপুরের খাবার খেতে ডাকেন এর কিছুটা সময় পরে দুপুরের খাবার খেতে আসি। আজকে দুপুরে অনেক ভালো একটি খাবার ছিল।
বিকেলে হেঁটে হেঁটে বান্ধবির বাসায় যাওয়ার সময়।
বিকেলে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে ওজু করে আসরের নামাজ আদায় করি। এরপরে রুমে বসে টিভি দেখি। কিছুক্ষণ পরে একজন বান্ধবী ফোন দেয়। তার বাসায় খুবই জরুরী কাজের জন্য ডাকে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তার বাসার দিকে রওনা দেই। তার বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরেই ছিলো তাই হেঁটে হেঁটে তার বাসায় চলে যাই। সেখানে গিয়ে কাজ সম্পন্ন করে বাসায় আসতে আসতে মাগরিবের আযান দিয়ে দেয়। বাসায় এসে ওজু করে মাগরিবের নামাজ আদায় করি। পরে নামাজ শেষ করে বই পড়তে বসি।
রাতের বেলা একটু বাহিরে হাঁটার সময়।
বই পড়তে পড়তে অনেকটা ক্লান্ত হয়ে যাই। তাই এক কাপ চা বানিয়ে খাওয়ার পরে অনেকটা ভাল লাগে। তার পরে বাহির থেকে একটু হেঁটে আসি বাসায় এসে আরও কিছুক্ষণ বই পড়ি এরপর এশার আযান দিয়ে দেয়। পরে ওযু করে নামাজ আদায় করি তারপরে রাতের খাবারে জন্য মা ডাকেন।এরপর খাবার খেতে চলে যাই। খাবার শেষ করে সব কিছু ধুয়ে পরিষ্কার করি। তারপর বাসার সবার সাথে কিছুক্ষন গল্পো করি। এরপরে বিছানায় চলে আসি।
JOIN WITH US ON DISCORD SERVER:
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit