Hello guys ,
আসসালামু আলাইকুম ।How are u all.আজ আমি steem-bangladesh কর্তৃক আয়োজিত
Game Review ' তে অংশ গ্রহন করতেছি ।আশা করি ভালো লাগবে । আজকের Game review হলো --Clash of clans অনলাইন ভিডিও গেম।
My Game review ::
Clash of Clans হলো একটি বিনামূল্যের অনলাইন ভিডিও গেম,তবে অর্থ ব্যয় করে রত্ন কিনে এতে দ্রুত উন্নয়ন করা যায় ।2012 সালে সুপারসেল এই গেমটি তৈরি করে ।এর সদর দপ্তর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থিত ।
CLASH OF CLANS এর কিছু তথ্য ::
নির্মাতা | সুপারসেল |
---|---|
প্রকাশক | সুপারসেল |
মাধ্যম | আইওএস অ্যান্ড্রয়েড |
মুক্তি | আইওএস অ্যান্ড্রয়েড |
ধরন | কৌশল |
কার্যপদ্ধতি | মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। |
2012 সালের 2 আগষ্ট আইওএস প্লাটফর্মে মুক্তি দেওয়া হয় ।অ্যান্ডডড্রয়েড প্লাটফর্মে কানাডা ও ফিনল্যান্ডে 2013 সালের 30 সেপ্টেম্বর এ মুক্তি দেওয়া হয় ।এবং পরবর্তীতে 2013 সালের 7 অক্টোবর গুগল প্লেতে আন্তর্জাতিক ভাবে গেমটি মুক্তি দেওয়া হয় ।এটি অত্যন্ত জনপ্রিয় একটি গেম ।বর্তমানে এটি গুগল প্লে এর সর্বচ্চ ডাউনলোড হওয়া গেমের তালিকায় 96 তম অবস্থানে আছে ।এছাড়াও এটি এখন ও পর্যন্ত দ্বিতীয় সর্বচ্চ আয় করা গেম ,প্রতিদিন এই গেম থেকে প্রায় এক মিলিয়ন ডলার আয় হয় ।
()
imgurl=)
মূল খেলা ::
এটি মূলত একটি কৌশল গত গেম। শুরুতেই খেলোয়াড় একটি গ্রাম পায় ।গ্রামে বিভিন্ন ধরনের ঘর থাকে ,বিভিন্ন স্থাপনা থাকে ।গ্রামের মূল অংশটি হলো "টাউনহল"। এটির উন্নয়ন করালে বিভিন্ন সুবিধা খুলে যায় ।টাউন হল এখন সর্বচ্চ 14 ধাপ পর্যন্ত উন্নীত করা যেতে পারে ।খেলোয়াড়রা অন্য খেলোয়াড়দের গ্রামকে আক্রমণ করে স্বর্ণ, এলিক্সার ও ডার্ক এলিক্সার আনতে পারে। এছাড়া একাধিক খেলোয়াড় একসাথে হয়ে সর্বোচ্চ ৫০ জনবিশিষ্ট দল গঠন করতে পারে, যাকে ক্ল্যান বলা হয়। একটি ক্ল্যানের সদস্যরা (নূন্যতমপক্ষে ৫ জন) অন্য ক্ল্যানের সদস্যদের গ্রামে আক্রমণ করার মাধ্যমে ক্ল্যান যুদ্ধ করতে পারে; যার ফলাফলের প্রভাব যুদ্ধে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়রাই ভোগ করে। এই ক্ল্যান যুদ্ধকেই গেমটির জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। এছাড়াও ক্ল্যানের সদস্যরা নিজেদের মধ্যে আলাপচারিতা, বন্ধুত্বপূর্ণ চ্যালেঞ্জ ও সৈন্য প্রদান করতে পারেন। এসব ক্ল্যানের প্রধান থাকেন একজন নেতা; যিনি তার ক্ল্যানের সর্বময় ক্ষমতার অধিকারী।
নেতা ছাড়াও তুলনামুলক সীমিত ক্ষমতা নিয়ে যথাক্রমে সহনেতা,অগ্রজ ও সদস্য থাকে ।খেলোয়াড়রা ইচ্ছা করলেই এসব ক্ল্যান পরিবর্তন করে নতুন ক্ল্যান তৈরি করতে পারে ।
ক্ল্যান কে ::
ক্ল্যান এ যুক্ত হতে একজন খেলোয়াড় কে আগে তার ক্ল্যান ক্যাসল নির্মান করতে হয় ।একাধিক খেলোয়াড় মিলিত হয়ে ক্ল্যান বা গোত্র গঠিত হয় ।একটি গোত্রে 50 জন খেলোয়াড় যুক্ত হতে পারে ।তারা গোত্রীয় যুদ্ধের মাধ্যমে তাদের গোত্রের উন্নয়ন করেন ।
গোত্রের সদস্যদের নিজেদের আলাপ আলোচনার জন্য চ্যাটরুম রয়েছে ।তাছাড়া তারা একে অপরকে সীমিত সংখ্যক সৈন্য দান করতে পারে।ক্ল্যান যুদ্ধের মাধ্যমে এক্সপি সংগ্রহ করে এর লেভেল বাড়ানো যায়।আর ক্ল্যান লেভেল বাড়লে নতুন নতুন সুবিধা যুক্ত হয়।
ক্ল্যান যুদ্ধ :;
ক্ল্যান যুদ্ধ হলো 2 টি গোত্রের মধ্যে সংঘটিত যুদ্ধ ।ক্ল্যান যুদ্ধ শুরু করার জন্য ক্ল্যান এর নেতাদের মধ্যে ঐকজন অনুসন্ধান করেন ।উপযুক্ত প্রতিদ্বন্ধি পাওয়া গেলে 23 ঘন্টা প্রস্তুতি দিবস এবং পরবর্তী 24 ঘন্টা আক্রমনে জন্য ফিক্স থাকে ।
source
ক্ল্যান যুদ্ধ 5 বনাম 5 ,10 বনাম 10, 15 বনাম 15,
20 বনাম 20,25 বনাম 25,30 বনাম 30. 40 বনাম 40,50 বনাম 50 হয়ে থাকে । প্রত্যেক খেলোয়াড় 2 টি করে আক্রমনের সুযোগ পায় । বিজয়ী দলের যুদ্ধে অংশগ্রহণকারী সদস্যরা যার যার আক্রমনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট পরিমান সম্পদ পেয়ে থাকে ।
source
অবশেষে বলতেচাই গেমটি আমাল দেখা ভালো একটি গেম ।এই মহামারীতে খুব সহজে সময় পার করার মতো মজার গেম ।আশা করি সবার ভালো লাগবে ।
ধন্যবাদ সবাইকে ।
খান ভাই , অনেক সুন্দর হয়েছে গেম রিভিউ টি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই অনেক সুন্দর হয়েছে। ভাই ৩ নং ছবিটা ভালো করে দেন এইটার কারনে পোস্টটি ভালো দেখাচ্ছে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর লিখছেন অনেক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লিখেছেন। মার্কডাউন ব্যবহার করলে পোস্ট আরো সুন্দর হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit